কুবের মন্ত্র !! অর্থ লাভের জন্য !! অব্যর্থ ফল পাওয়া যায়
![]() |
অর্থ লাভার্থ কুবের মন্ত্র
বিনিয়োগ – “ওঁ অস্য কুবের মন্ত্রস্য বিশ্রবা ঋষিঃ বৃহতী ছন্দঃ, শিবমিত্র ধনেশ্বরো দেবতা, মমাভীষ্ট সিদ্ধার্থে বিনিয়োগঃ।”
ধ্যান— “ওঁ মনুজবাহ্য বিমান বরস্থিতং গরুড়রত্ননিভং নিধিনায়কম্।
শিবসখং মুকুটাদি বিভূষিতং বরগদেবং ভজ তুন্দিলম্।।”
পূজামন্ত্র — “ওঁ কুবেরায় নমঃ।”
জপমন্ত্র—– “ওঁ যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধন-ধান্যাধিপতয়ে ধন-ধান্য সমৃদ্ধিং মে দেহি দাপয় স্বাহা।”
জপবিধি— উত্তরমুখে বসে উপরোক্ত ধ্যানান্তে যথাশক্তি উপচারে কুবেরের পূজা করে, জপমন্ত্র রুদ্রাক্ষমালায় ১,০০,০০০ (একলক্ষ) জপে সিদ্ধ হয়। জপের শেষ দিবসে তিলমিশ্রিত ঘৃতদ্বারা দশ হাজার হোম, এক হাজার তর্পণ, এক শত অভিসিঞ্চন করলে মন্ত্র সিদ্ধ হয়। মন্ত্র সিদ্ধি হলে সাধকের কোনদিন অর্থাভাব হয় না।।
জপ মন্ত্রটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে।
সংসারে সুখ শান্তি বৃদ্ধি মন্ত্র
বরুণ মন্ত্র
বিনিয়োগ—“ওঁ অস্য বরুণ মন্ত্রস্য, বশিষ্ঠ ঋষিঃ, ত্রিষ্টুপ্ছন্দঃ, বরুণো দেবতা, সর্বাভীষ্ট সিদ্ধর্থে জপে বিনিয়োগঃ।”
হয়।
ধ্যান— “ওঁ চন্দ্ৰপ্ৰভং পঙ্কজং সন্নিষন্নং পাশাঙ্কুশা ভীতিবরং দধানম্।
মুক্তা বিভুষাঞ্চিত সর্বগাত্রং ধ্যায়েৎ প্রসন্নং বরুণ বিভৃত্যে।”
পূর্ব বা উত্তরমুখে বসে উক্ত ধ্যানান্তে যথাশক্তি উপচারে বরুণ দেবের পূজা করতে
পূজামন্ত্র—— “ওঁ বং বরুণায় নমঃ।”
জপমন্ত্ৰ- -“ওঁ ধ্রুবাসু স্বাসু ক্ষিতিসু ক্ষিপ্তোব্য অস্মৎপাশং বরুণো মমোচৎ।
অবোদস্বানা অহিতে রূপস্থা দ্যুয়ং পাত স্বস্তিভিঃ সদা নঃস্বঃ।”
জপবিধি— পূর্ব বা উত্তরমুখে বসে রুদ্রাক্ষমালায় উক্তমন্ত্র জপ করতে হয়।
উপরোক্ত মন্ত্র ১,০০,০০০ (এক লক্ষ) জপে সিদ্ধ হয়, এই মন্ত্র প্রভাবে বৃষ্টি নামানো যায়, সংসারে সুখ-শান্তি বৃদ্ধি করে।
জপ মন্ত্রটি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।
