এই ক্ষুদ্র উপাখ্যানটি যেন একটি গীতি কবিতা। ব্যাখ্যা সহ আলোচনা করো। দ্বাদশ শ্রেণী - school book solver

Monday, 1 December 2025

এই ক্ষুদ্র উপাখ্যানটি যেন একটি গীতি কবিতা। ব্যাখ্যা সহ আলোচনা করো। দ্বাদশ শ্রেণী

 



প্রশ্ন :  “এই ক্ষুদ্র উপাখ্যানটি যেন একটি গীতিকবিতা—একটিমাত্র ভাবের কেন্দ্র হইতেই ইহার বিকাশ।”-ব্যাখ্যা করো।

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের 'ডাকঘর' নাটকের মধ্যে প্রচলিত নাটক নির্মাণের শর্তগুলি মানবার চেষ্টা সেই অর্থে নেই। এই নাটকে একটি শান্ত, রুগ্ণ, অসহায় পিতৃ-মাতৃহীন বালকের অদম্য কৌতূহল, ব্যাকুল আকাঙ্ক্ষা ও তার শেষ পরিণতি একটি করুণ-মধুর সুরসৃষ্টি করে সমস্ত কথাবস্তুকে আচ্ছন্ন করে আছে। অমল তার নিজের অনুভব দিয়ে সমগ্র বিশ্বকে দেখতে চাইছে, ভালোবেসে ছুঁতে চাইছে এবং তার কাছাকাছি আসা সকল মানুষজনকেও সেই আনন্দময় লীলারসে উদ্বুদ্ধ করতে চাইছে। নাটকের এই বিষয় লিরিক ধর্ম ছাড়া গড়ে উঠতে পারে না। লিরিক বা গীতিকবিতা বলতে বঙ্কিমচন্দ্র বলেছেন, “বক্তার ভাবোচ্ছ্বাসের এই কারাট গীতিকাব্য।” রবীন্দ্রনাথের মতে—“একটুখানির মধ্যে একটিমাত্র ভাবের বিকাশ।” অর্থাৎ যে ভাষায় লিরিক বা গীতিকবিতা রচিত হয় তা হৃদয়ের গভীর অনুভূতির ভাষা, তাই এর বিষয় আমাদের সাধারণ ভাবনা থেকে কোথাও যেন একটু সরে যায় গীতিধর্মী নাটকের বিষয় আমাদের ভাবনার জগতে এক অননুভূতপূর্ব আলোড়ন তোলে। সেই অনুভূতি ও কল্পনার আলোড়ন কবির সংকেত একটা রাগিণীয় মতো আনন্দ-বেদনায় আমাদের মনের মধ্যে সঞ্চারিত হয়। 'ডাকঘর' যেহেতু রবীন্দ্রনাথের একক অনুভূতির ফসল, সেজন্য গীতিকবিতার সাথে মিলিয়ে দেখা সম্ভব।