ডাকঘর নাটকটি একক অনুভূতির ফসল। বিষয়টি রবীন্দ্র মন্তব্যের সহযোগে আলোচনা করো। দ্বাদশ শ্রেণী - school book solver

Saturday, 29 November 2025

ডাকঘর নাটকটি একক অনুভূতির ফসল। বিষয়টি রবীন্দ্র মন্তব্যের সহযোগে আলোচনা করো। দ্বাদশ শ্রেণী

 




প্রশ্ন : “ডাকঘর” রবীন্দ্রনাথের একক অনুভূতির ফসল”—বিষয়টি রবীন্দ্র মন্তব্যের সহযোগে আলোচনা করো। 

উত্তর : ‘ডাকঘর' নাটকটি ‘খেয়া-গীতাঞ্জলি-গীতালি' পর্বে রচিত। এই সময় কবিমানস এক বিশেষ ভাবচক্রের মধ্যে ছিল। ‘ডাকঘর’ রচনার আখ্যান লিখতে গিয়ে রবীন্দ্রনাথ জানিয়েছেন, “ডাকঘর’ যখন লিখি তখন হঠাৎ আমার অন্তরের মধ্যে আবেগের তরঙ্গ জেগে উঠেছিল। তোমাদের ঋতু-উৎসবের
জন্য লিখিনি। শান্তিনিকেতনের ছাদের উপর মাদুর পেতে পড়ে থাকতুম, প্রবল একটা আবেগ এসেছিল ভিতরে। চল, চল, বাইরে চল, যাবার আগে তোমাকে পৃথিবীকে প্রদক্ষিণ করতে হবে, সেখানকার মানুষের সুখ দুঃখের উচ্ছ্বাসের
পরিচয় পেতে হবে। সে সময়ে বিদ্যালয়ের কাজে বেশ ছিলাম। কিন্তু হঠাৎ কি হল । রাত দুটো তিনটের সময় অন্ধকার ছাদে এসে মনটা পাখা বিস্তার করল। যাই যাই এমন একটা বেদনা মনে জেগে উঠল। আমার মনে হচ্ছিল, একটা কিছু ঘটবে, হয়তো মৃত্যু। স্টেশনে যেন তাড়াতাড়ি লাফিয়ে উঠতে হবে সেই রকমের একটা আনন্দ আমার মনে জাগছিল। যেন এখান হতে যাচ্ছি। বেঁচে গেলুম। এমন করে যখন ডাকছেন, তখন আমার দায় নাই। কোথাও যাবার ডাক ও মৃত্যুর কথা উভয় মিলে, খুব একটা আবেগে, সেই চঞ্চলতাকে ভাষাতে ‘ডাকঘর’-এ কলম চালিয়ে প্রকাশ করলুম।” “ডাকঘর’ নাটকটি লেখকের একক অভিজ্ঞতার ফসল বলেই হয়তো অন্যান্য নাটকে পরিবর্তন-পরিমার্জন করেছেন
অনেকবার, কিন্তু ‘ডাকঘর' নাটকটির কোনোরূপ পরিবর্তন করেননি একবারও।