I know we shall never meet- কে কাকে বলেছেন ? কোন পরিস্থিতিতে এই কথা বলা হয়েছে ? সিরাজদৌল নাটক || দশম শ্রেণী - school book solver

Thursday, 25 September 2025

I know we shall never meet- কে কাকে বলেছেন ? কোন পরিস্থিতিতে এই কথা বলা হয়েছে ? সিরাজদৌল নাটক || দশম শ্রেণী

 



প্রশ্ন:-  I know we shall never meet - কে, কাকে এ কথা বলেছেন? এ কথা বলার কারণ বুঝিয়ে দাও
অথবা, I know we shall never meet - কে, কাকে বলেছেন? কোন্ পরিস্থিতিতে এই কথা বলা হয়েছে?
উত্তর:  শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা 'সিরাজদ্দৌলা' নাট্যাংশে রাজসভায়
উপস্থিত ফরাসি প্রতিনিধি মঁসিয়ে লা এ কথা নবাব। সিরাজদ্দৌলাকে বলেছেন।
ইংরেজদের মতো ফরাসিরাও এদেশে বাণিজ্য করতে এসেছিল। তাদের বাণিজ্যকুঠি ছিল চন্দননগর। কিন্তু বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে নবাবের সম্মতি ছাড়াই ইংরেজরা চন্দননগর অধিকার করে। তখন প্রতিকারের আশায় ফরাসিরা সিরাজের সাহায্য প্রার্থনা করে। তবে কলকাতা ও পূর্ণিয়ার যুদ্ধের পর পরিস্থিতির চাপে দুর্বল সিরাজ, নতুন করে যুদ্ধের পক্ষপাতী ছিলেন না। তাই তিনি মঁসিয়ে লা কে নিজের অক্ষমতার কথা জানান। মসিয়ে লা-কে কিছুটা ক্ষুণ্ণ হয়ে নবাবের সমস্যা ও বিপদ সম্পর্কে তাকে সচেতন করে এ দেশ ছাড়ার
বাধ্যবাধকতার কথা বলেন। প্রত্যুত্তরে সিরাজ ফরাসিদের বন্ধুত্ব এবং প্রীতির কথা বলে ধন্যবাদ জানিয়ে আবার প্রয়োজনে তাদের স্বারণ করার কথা বলায়, মঁসিয়ে লা এরুপ উক্তি করেছেন।