চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটে ছিল? কোনি গল্প || দশম শ্রেণী
প্রশ্ন- চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল?
এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল ?উত্তর/ ক্ষিতীশ কোনো এক রবিবার কোনিকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে ক্ষিতীশ এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিল।
চিড়িয়াখানার তিন ঘন্টা ঘুরে আহারের জন্য দুজনে ঘাসের ওপর বসে। খাবারের মোড়ক দুটি বার করার পর ক্ষিতীশের আক্ষেপ হয় এই ভেবে যে জলের বোতলটিই সে সঙ্গে আনেনি। কোনি খেতে বসে দূরে বসা জনা তিরিশেক স্কুলের ইউনিফর্ম পরা মেয়েদের পাশে বড়ো জলের ড্রাম দেখতে পেয়েছিল। তাই ক্ষিদ্দার
অনুমতি নিয়ে সে তাদের কাছে জল চাইতে যায় কিন্তু অপমানিত হয়ে ফিরে আসে। নিরুপায় ক্ষিতীশ এবং কোনি তখন বাধ্য হয়ে কলের জল খেতে যাওয়ার উপক্রম করে। ঠিক তখনই সেই স্কুলের মেয়েদের মধ্যে হিয়া মিত্র নামের একটি মেয়ে তাদের জন্য জল নিয়ে আসে। কোনি তাদের শিক্ষকের খারাপ ব্যবহারে এমনিতেই রেগে ছিল, হিয়ার আনা জল ফেলে দিয়ে সে প্রতিশোধ নেয়। ক্ষিদ্দা হিয়ার আনা জল খেলেও কোনি কলের জলই খায়।
চিড়িয়াখানায় ঘটা ঘটনার প্রত্যক্ষদর্শী ক্ষিতীশ উপলব্ধি করেছিল কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হিরা মিত্র। হিয়ার প্রতি কোনির এমনিতেই স্বাভাবিক আক্রোশ ছিল। এই আক্রোশটা জাগিয়ে রাখার জন্য ক্ষিতীশ সবরকম প্রচেষ্টা চালিয়ে গিয়েছিল। লুকিয়ে হিয়ার সাঁতারের সময় নিয়েছিল। ঘটনা ঘটার পর কোনি কল থেকে জল খেয়ে এলে ক্ষিতীশ মিথ্যে করে হিয়ার নামে বলেছিল। বলেছিল ,কোনি হিয়ার কাছে সাঁতারে মার খেয়েছে বলে জ্বলে পুড়ে মরছে। এরপর ক্ষিতীশ লক্ষ করে কোনি সাঁতারে অনেক সময় দিচ্ছে।
