আর কত হেয় আমাকে করতে চান আপনারা'- কাদের উদ্দেশ্য করে বক্তার এই উক্তি ? তার এমন বক্তব্যের কারণ কি ? সিরাজদৌলা নাটক || দশম শ্রেণী
প্ৰশ্ন 'আর কত হেয় আমাকে করতে চান আপনারা ? -কাদের উদ্দেশ্য করে বক্তার এই উক্তি? তাঁর এমন বক্তব্যের কারণ কী?
উত্তর: নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা' নাট্যাংশ থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। ‘আপনারা' বলতে এখানে রাজবল্লভ, জগৎশেঠ, মীরজাফর প্রমুখ সভাসদের কথা বলা হয়েছে। এঁরাই বিভিন্ন সময়ে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে বিব্রত করেছিলেন। ইতিহাসে এরা বিশ্বাসঘাতক বলে পরিচিত ।
৷৷ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের সিংহাসন লাভটাই ছিল কাঁটা বিছানো। ঘরে-বাইরে শত্রু, সভাসদদের অন্তর্ঘাত— সবমিলিয়ে এক অসহায় অবস্থার সৃষ্টি হয়। রাজদরবারে আলিনগরে সন্ধির শর্তাবলি রক্ষার্থে কোম্পানির নিযুক্ত রাজকর্মচারী ওয়াটসকে যখন
বক্তব্যের কারণ তথ্যপ্রমাণ সহ দোষী সাব্যস্ত করে নবাব দরবার থেকে একপ্রকার তাড়িয়েই দেন, তখন সে ব্যাপারটা নবাবের সভাসদ রাজবল্লভ, জগৎশেঠদের ভালো লাগেনি। রাজবল্লভ এর প্রতিবাদও করেন। ক্রুদ্ধ নবাব তখন নিজেদের কথা ভাবার পরামর্শ দেন। উত্তরে জগৎশেঠ উপযুক্ত সময়ে কিছু ভাবা হয়নি বলায় নবাব ক্রুদ্ধ হন এবং অকপটে তাদের কটূক্তি, স্পর্ধা,
দুর্নাম, কর্মচারী ও আত্মীয়দের মনকে বিষিয়ে তোলার ধারাবাহিক প্রক্রিয়ার প্রতি তীব্র ধিক্কার জানিয়ে উক্তিটি করেছেন।
