ঘুরে দাঁড়াও || অষ্টম শ্রেণী বাংলা || হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর || ghure daroy || class. 9 bangla || question answer - school book solver

Wednesday, 10 September 2025

ঘুরে দাঁড়াও || অষ্টম শ্রেণী বাংলা || হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর || ghure daroy || class. 9 bangla || question answer

 



ঘুরে দাঁড়াও
লেখক:  প্রণবেন্দু দাশগুপ্ত
অষ্টম শ্রেণি বাংলা
হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও
১.১ প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কী ?
উত্তর: প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম 'অলিন্দ’।

১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উত্তর: প্রণবেন্দু দাশগুপ্ত রচিত দুটি কাব্যগ্রন্থ হল ‘এক ঋতু’ এবং ‘সদর স্ট্রীটের বারান্দা'।

২. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।
২.১ কবিতায় কবি কোন্ আহ্বান জানিয়েছেন ?
উত্তর: কবির আহ্বান: বিশিষ্ট কবি প্রণবেন্দু দাশগুপ্ত তাঁর 'ঘুরে দাঁড়াও' কবিতায় বৈচিত্র্যহীন একঘেয়ে চারপাশের জগৎটাকে বদলে দেওয়ার জন্য ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ক্রমাগত ভয় আর আপস করতে করতে মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে তার নিজের অবস্থানটুকু। সরতে সরতে তার সরার জায়গাও সংকীর্ণ হয়ে আসছে। কবি এ ক্ষেত্রে ‘ছোট্ট একটা তুক করে বাইরেটা পালটে দেওয়ার ডাক দিয়েছেন।
কবিতার শেষপর্বে কবি এই কথা বলে মানুষকে সাবধান করে দিয়েছেন যদি বাইরেটা না বদলে ফেলা যায়, তাহলে মানুষের বেঁচে থাকাটাই
মূল্যহীন হয়ে যাবে এবং একদিন মানুষকে অসহায়ের মতো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।

২.২ “ছোট্ট একটা তুক করে বাইরেটা পালটে দাও—”—বাইরেটায় কী ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন ?
উত্তর: কবির আশা: কবি প্রণবেন্দু দাশগুপ্ত রচিত 'ঘুরে দাঁড়াও' কবিতায় প্রশ্নোদ্ভূত পরামর্শটি গ্রহণ করলে সাইকেল-রিকশাগুলো শিস দিয়ে বনে- বনান্তরে চলে যাবে। কাদা-ভরতি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি। গাছগুলো সব নদীর জলে স্নান করে আসবে আর সা-রা-রা-রা করে জেগে উঠবে উপান্তের শহরতলি।

কাঙ্ক্ষিত বদল যেমন করে জীবন বদলে দেবে: কবি মনে করেছেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে নাগরিক জীবনের গ্লানি ও একঘেয়েমি
অনেকটাই দূর হবে। সুন্দর হবে চলাচলের পথ, সুগম হবে যাতায়াত। গাছপালা আরও সবুজ, সতেজ, স্বাস্থ্যকর, প্রাণবন্ত হয়ে উঠবে। এভাবেই সমাজে বহু আকাঙ্ক্ষিত পরিবর্তন ঘটবে।

২.৩  “সরতে সরতে সরতে। তুমি আর কোথায় সরবে ?” – কবি কোথা থেকে এই 'সরণ' লক্ষ করেছেন? এক্ষেত্রে তাঁর দেওয়া পরামর্শটি কী ?
উত্তর: লক্ষণীয় "সরণ': সমাজসচেতন কবি প্রণবেন্দু দাশগুপ্ত তাঁর ঘুরে দাঁড়াও' কবিতায় পাঠকদের কাছে উদ্ধৃত প্রশ্নটি রেখেছেন। তাঁর প্রশ্ন এই যে ক্রমাগত আপস করতে করতে, অন্যায়ের প্রতিবাদ করার ও অসংগতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি হারিয়ে ফেলতে ফেলতে মানুষ আর কত পিছু হটবে? সমাজের উন্নতি আর উত্তরণের পথ কি তবে একেবারে বন্ধ হয়ে যাবে? নানান ভয় আর প্রলোভনের কারণে মর্যাদাপূর্ণ ও আদর্শ জীবনচেতনা থেকে সরে আসা'-কেই কবি অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ করেছেন।
কবির দেওয়া পরামর্শ: মানবতার এই লাঞ্ছনার কবি দুঃখিত ও ব‍্যাখিত। তিনি এ ক্ষেত্রে যে পরামর্শটি দিয়েছেন, তা হল নিতান্ত নিরুপায় ও
আমার হারে পাড়ার আগেই সমাজবদলের প্রচেষ্টায় শামিল হতে হবে। এই চেষ্টা না করে হার মেনে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার মধ্যে কোনো মাহাত্ম্য দেই। বরং ঘুরে দাঁড়িয়ে প্রতিকূল পরিস্থিতিকে নিজের আয়ত্তে নিয়ে মারতেই জীবনের সার্থকতা। সেই উদ্দেশ্যেই কবি কবিতায় ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

২.৪ "এবার ঘুরে দাঁড়াও।” আর “ এখন ঘুরে দাঁড়াও।”— পঙক্তি দুটিতে 'এবার আর এখন' শব্দ দুটির প্রয়োগ সার্থকতা বুঝিয়ে দাও।

উত্তর: তাঁর ঘুরে দাঁড়া ও কবিতার তৃতীয় পঙক্তিতে "আবার ঘুরে দাঁড়াও” এবং শেষ পঙতিতে “এখন ঘুরে দাঁড়াও” – আহবানে সোচ্চার হয়েছেন।
"এবার' ব্যবহারের সার্থকতা: " এবার" বলতে কবি সরতে সরতে সরে দাঁড়ানোর জায়গাও যখন শেষ হয়ে যাবে, তখন ঘুরে দাঁড়াতেই হবে। যখন মানুষের কাছে আর কোন উপায় থাকবেনা, তখন মানুষের ঘুরে দাঁড়ানোরই অপরিহার্যতাকে বোঝাতে কবি কবিতার এবার শব্দটি ব্যবহার করেছেন।
'এখন' ব্যবহারের সার্থকতা, 'এখন' শব্দটির মধ্য দিয়ে কবি ‘বিন্দুর মতো মিলিয়ে যাওয়ার' অর্থাৎ একেবারে শেষ হয়ে যাওয়ার আগের সময়টিকে বোঝাতে চেয়েছেন। নিজের চেষ্টায় চারপাশের প্রতিকূল পরিস্থিতি বদলে ফেলতে না পারলে জীবনে আর এগিয়ে চলা যাবে না।
কারণ পাতিই জীবন আর থেমে থাকাই মৃত্যু। তাই এই স্থবিরতাকে দূর করতে হবে। আর সেটা করতে হবে পুরোপুরি নিশ্চিহ্ন বা নির্মূল হওয়ার
আগেই। যে সময়টুকুর মধ্যে কাজটি করে ফেলতে হবে, সেই সময়ের স্বল্পতাটুকুকেই এখন শব্দটির মাধ্যমে বোঝানো হয়েছে।

৩. নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো।
৩.১ তুমি আর কোথায় সরবে?
উত্তর: তোমার আর কোথাও সরার জায়গা নেই।
৩.২ তাই এবার ঘুরে দাঁড়াও। (প্রশ্ন পরিহার করো)
উত্তর: এবার ঘুরে না দাঁড়ালে চলবে না। (না-সূচক বাক্যে)
৩.৩ তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। (সরল বাক্যে)
উত্তর: বদলে দিতে না পারলে তোমায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।

৪.৪  নইলে সরতে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে। (প্রশ্নবোধক বাকো)
উত্তর: নইলে সরতে সরতে সরতে কি তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে।
৩.৫ গাছগুলো নদীর জলে স্নান করে আসুক।(নির্দেশক বাক্যে)
উত্তর: গাছগুলো নদীর জলে স্নান করুক।

৫. ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো: বনান্তর, ছায়াপথ,উপান্ত, সাইকেল-রিকশো
উত্তর: বনান্তর-অন্য বন (নিতা সমাস)
ছায়াপথ—ছায়া অধ্যুষিত পথ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)
উপাত্ত — অন্তের সমীপে (অব্যয়ীভাব সমাস)
সাইকেল রিকশো— যা সাইকেল তাই 
রিকশা (সাধারণ কর্মধারয়)

শেষ-