জাহাঁপনা! নিচের এই স্পর্ধা !- কথাটি কে, কাকে বলেছেন ? প্রসঙ্গ ব্যাখ্যা || কর সিরাজদৌল নাটক || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন:- 'জাহাপনা! নীচের এই স্পর্ধা!—কথাটি কে, কাকে বলেছেন? প্রসঙ্গ ব্যাখ্যা করো।
উত্তর: শচীন্দ্রনাথ সেনগুপ্তের ‘সিরাজদ্দৌলা' নাটকে প্রধান সেনাপতি মীরজাফর, অধস্তন সেনাপতি মীরমদনের কথায় ক্ষুব্ধ হয়ে অভিযোগের সুরে নবাব সিরাজকে এ কথা বলেন।II নবাব সিরাজের বিরুদ্ধে মীরজাফর, রাজবল্লভ, রায়দুর্লভ প্রমুখ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। নীরজাফরের লক্ষ্য ছিল বাংলার মসনদ। আর এ কাজে তাঁর অন্যতম প্রধান সহযোগী ছিলেন ঘসেটির দেওয়ান রাজবল্লভ। রাজসভায়
সিরাজের দৃঢ় ও সুস্পষ্ট প্রত্যুত্তরে রাজবল্লভের।ভালোমানুষির মুখোশ খসে পড়লে, মীরজাফর তাকে বাঁচানোর চেষ্টা করেন। তিনি সিরাজকে জানান সম্মানিত লোকের সর্বসমক্ষে এমন অসম্মান হলে, তাঁরা নবাবের সপক্ষে অস্ত্রধারণ করবেন না। এ কথার প্রত্যুত্তরে মোহনলাল জানতে চান, এ পর্যন্ত কতদিন তিনি নবাবের হয়ে অস্ত্রধারণ করেছেন। পরে মীরমদনও যখন মোহনলালকে সমর্থন করে একই প্রশ্ন করেন, তখন ক্ষুদ্ধ ও বিড়ম্বিত মীরজাফর প্রশ্নোদ্ধৃত উক্তিটি করেছিলেন।
