আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন, সিপাহসালার'-কে কার উদ্দেশ্যে এই উক্তি টি করেছেন? প্রসঙ্গটি ব‍্যাখা করো।|| সিরাজদৌল্লা নাটক || দশম শ্রেণী - school book solver

Monday, 22 September 2025

আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন, সিপাহসালার'-কে কার উদ্দেশ্যে এই উক্তি টি করেছেন? প্রসঙ্গটি ব‍্যাখা করো।|| সিরাজদৌল্লা নাটক || দশম শ্রেণী

 



প্রশ্ন:; 'আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন, সিপাহসালার।" -কে, কার উদ্দেশ্যে এই উক্তিটি করেছে। প্রসঙ্গটি ব্যাখ্যা করো।

উত্তর::- শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত 'সিরাজদ্দৌলা' নাট্যাংশ থেকে গৃহীত আলোচ্য উক্তিটির বন্ধা হল সিরাজদ্দৌলার সভাসদ মোহনলাল। মোহনলাল এ কথা বলেছে মীরজাফরকে উদ্দেশ্য করে।
॥ নবাব সিরাজদ্দৌলার সভাসদদের মধ্যে যে তিনজন সবচেয়ে বেশি ষড়যন্ত্রে নিযুক্ত ছিল, তারা হল রাজবল্লভ, জগৎশেঠ, মীরজাফর। এদের লক্ষ্য ছিল কোম্পানির সঙ্গে হাত মিলিয়ে যে-কোনো ভাবে নবাবের পতন। তাই নবাবের অপদার্থতা, অযোগ্যতা প্রমাণের জন্য নবাবের পক্ষে সম্মানহানিকর এমন বহু কাজে লিপ্ত হয়। কখনও তাঁরা নবাবকে কটূক্তি করেছে আবার কখনও-বা সভাসদের ক্ষমতার বাইরে গিয়ে রাজকর্মচারী, আত্মীয়স্বজনদের
তার বিরুদ্ধে বিষিয়ে তুলেছে। ষড়যন্ত্রের আঁচ পেয়ে নবাব অনুসন্ধান করতে দিয়ে যখন দেখেন যে, সভাসদদের স্বার্থসিদ্ধিই এর মূল কারণ তখন তারা এর যে প্রতিবাদ করে। 'পাপ কখনও চাপা থাকে না'–রাজবল্লভের এই কথার প্রেক্ষিতে নবাব হোসেনকুলীর প্রসঙ্গ আনতে সে চুপ হয়ে গেলেও পরম ষড়ন্ত্রকারী বন্ধু মীরজাফর তরবারি ধরে প্রতিজ্ঞা করেন, মানী লোকের অপমান করলে নবাবের হয়ে অস্ত্র ধরবে না। এ প্রসঙ্গে নবাব-অনুগত মোহনলাল উক্তিটি করেছিল, যাতে মীরজাফরের বিশ্বাসঘাতক রূপটি রে ফুটে ওঠে।