"একটা মেয়ে পেয়েছি ,তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে"- বক্তার এমন আকুতি কারণ ব্যাখ্যা কর। উক্তিটিতে বক্তার কোন মনোভাবে প্রতিফলন ঘটেছে? কোনি গল্প দশম শ্রেণী - school book solver

Sunday, 21 September 2025

"একটা মেয়ে পেয়েছি ,তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে"- বক্তার এমন আকুতি কারণ ব্যাখ্যা কর। উক্তিটিতে বক্তার কোন মনোভাবে প্রতিফলন ঘটেছে? কোনি গল্প দশম শ্রেণী

 


প্রশ্ন: 'একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও তা হলেই হবে।"-বক্তার এমন আকুতির কারণ ব্যাখ্যা করো। উদ্ধৃতাংশে বস্তার কোন্ মনোভাবের প্রতিফলন ঘটেছে? 


উত্তর
-সাহিত্যিক মতি নন্দীর 'কোনি' উপন্যাস থেকে উদ্ধৃত অংশটির বক্তা জুপিটার ক্লাবের সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ পঁয়ত্রিশ বছরে জুপিটারের কাছে প্রাপ্য সম্মান না-পেলেও জুপিটারকে দিয়েছেন অনেক কিছু। বিনিময়ে চক্রান্ত করে তাকে চিফ ট্রেনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষানবিশ সাঁতারুদের ক্ষোভকে তার বিরুদ্ধে ষড়যন্ত্রের হাতিয়ার রূপে ব্যবহার করা হয়েছে। কাঠিনোর আড়ালে তাঁর স্নেহশীল মনটা ছাত্ররা বুঝতে পারেনি। তাই জুপিটার ক্লাব অস্ত্র প্রাণ হয়েও জুপিটার ক্লাব থেকে তাঁকে সরে যেতে হয়। কিন্তু তার প্রয়োজন ছিল কোনিকে সাঁতার শেখাতে গেলে চাই একটা সুইমিং পুল। ক্ষিতীশ তাই অ্যাপোলোর প্রেসিডেন্ট নকুল মুখার্জির শরণাপন্ন হন। শুরুতেই তিনি জানিয়ে রাখেন, তিনি অ্যাপোলোর লোক হবেন না। তবে কোনির সব সাফল্য হবে অ্যাপোলোর। কোনিকে সাঁতার শেখানোর কোনো অর্থ চাই না-চাই শুধু সুযোগ। উদ্ধৃতিটিতে ক্ষিতীশের যোগ্য সাঁতার তৈরির উপযুক্ত সুযোগের জন্য আর্তি ফুটে উঠেছে।
॥ উদ্ধৃতাংশের মধ্যে আমরা খুঁজে পেয়েছি একজন যোগ্য শিক্ষককে, যিনি যোগ্য শিষ্যের জন্য নিজেকে উজাড় করে দিতে পারেন। পরিবর্তে কোনো অর্থ বা খ্যাতি তার কাছে কাম্য নয়। তবে উদ্ধৃতাংশে বক্তার মনোভাবে একজন প্রকৃত গুরুর জেদ ও সাঁতারের প্রতি তাঁর গভীর ভালোবাসার ছবি ফুটে উঠেছে।