"ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই"- কে বলেছিল ? তার পরিচয় সংক্ষেপে আলোচনা কর। কোনি গল্প || দশম শ্রেণী
![]() |
প্রশ্ন:- ' ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই'"। কে বলেছিল? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো।
উত্তর- বিখ্যাত ঔপন্যাসিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসে উদ্ধৃত কথাগুলি কোনির দাদা কমল বলেছিল ক্ষিতীশ সিংহকে লক্ষ্য করে।
কমলের পরিচয়৷৷ শ্যামপুকুর বস্তির বাসিন্দা কোনির পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষ ছিল কোনির দাদা কমল। উপন্যাসের মধ্যে কমলের সঙ্গে আমাদের পরিচয় ঘটে রবীন্দ্র সরোবরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায়। সেখানে সে কোনির সাফল্য কামনা করে ক্রমাগত চিৎকার করে বোনকে উৎসাহ দিচ্ছিল।
একদা কমলেরও সাঁতারু হওয়ার স্বপ্ন ছিল। অ্যাপোলো ক্লাবের দক্ষ সাঁতারু ছিল সে। পিতার মৃত্যুর পর পরিবারের খাদ্যসংস্থানের জন্য তাকে সব স্বপ্ন ছেড়ে উপার্জনের সন্ধানে যোগ দিতে হয় রাজাবাজারের একটি মোটর গ্যারেজে। তাই নিজের অপূর্ণ স্বপ্ন সে তার বোনকে দিয়ে পূরণ করতে চায়। কোনিকে ঘিরে নতুন করে জেগে ওঠে। তাই তো রবীন্দ্র সরোবরে আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় কোনি প্রথম স্থান অধিকার করতে পারার শর্তে কমল তাকে বারো টাকা ধার করে কস্ট্যুম কিনে দেয়। আসলে এটি কোনিকে উৎসাহ জোগানের একটা পন্থা হিসেবেই মনে করেছিল কমল। পরিবারের সচ্ছলতার উদ্দেশ্যে এক ভাইকে পনেরো টাকা মাইনের বিনিময়ে একটি চায়ের দোকানে কাজের ব্যবস্থাও করে দিয়েছিল কমল। অভাবী সংসারের প্রধান উপার্জনক্ষম কমল যক্ষ্মারোগে ভুগে মারা যায়। অভাবী সংসারে শোকের ছায়ার চেয়েও প্রাসঙ্গিক হয়ে উঠে অন্নের সংস্থানের সংকট।
।
