এক কথায় প্রকাশ সপ্তম শ্রেণী ভাষা চর্চা হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর - school book solver

Sunday, 3 August 2025

এক কথায় প্রকাশ সপ্তম শ্রেণী ভাষা চর্চা হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর

 



সপ্তম শ্রেণির ভাষা চর্চা
অষ্টম অধ্যায়

এককথায় প্রকাশ
প্রঃ। এককথায় প্রকাশ বলতে কী বোঝ?
উঃ। একাধিক কথায় প্রকাশিত কোনো ভাবকে প্রয়োজনমতো একটি শব্দে প্রকাশ করাকে এককথায় প্রকাশ  বাক্যসংকোচন বা বাক্‌সংহতি বলা হয়।

★ অণুকে যার দ্বারা দেখা যায়—অণুবীক্ষণ
★অর্থহীন উক্তি—প্রলাপ
★আয়ুর পক্ষে হিতকর—আয়ুষ্য
★  আয় বুঝে ব্যয় করে যে— মিতব‍্যয়ী
★  ইন্দ্রের হস্তী—ঐরাবত
★  ঈশানকোণের অধিপতি—শিব
★  উভয় পাশে বৃক্ষশ্রেণিযুক্ত পথ—বীথি
★  উপন্যাস রচনা করেন যিনি—ঔপন্যাসিক
★ ঊর্ধ্ব ও বক্রভাবে মা গমন করে—তরঙ্গ
★ একই সময়ে বর্তমান—সমসাময়িক
★ ঐক্যের অভাব—
অনৈক্য
★  ঔষধের জন্য ব্যবহৃত গাছ-গাছড়া—বক্কাল
★  কোথাও উঁচু কোথাও নীচু—বন্ধুর/উচ্চাবচ
★  শ্বেতবর্ণের পদ্ম—পুণ্ডরীক
★ বৎসের প্রতি গভীর স্নেহ -বাৎসল্য
★ যৌগিক অথচ বিশেষ একটি অর্থে সীমাবদ্ধ শব্দ—যোগরূঢ়
★  একবার শুনলেই যার মনে থাকে—শ্রুতিধর
★  সর্বজনের কল্যাণে—সর্বজনীন
★  হৃদয়ের প্রীতিকর— হৃদ‍্য
★ যার দুটি হাতই সমান দক্ষতায় চলে – সব্যসাচী
★  পুণ্যকর্মের ফলশ্রবণ—ফলশ্রুতি
★  ব্যাসের তল্য সখ্য—ব্যাস্য
★  কাজ করতে দেরি করে যে—দীর্ঘসূত্রী
★  চৈত্র মাসের ফসল- চৈতালি
★  ইন্দ্রজালে পারদর্শী—ঐন্দ্রজালিক
★  অতিথির আপ্যায়ন –আতিথ্য/আতিথেয়তা
★ অতি দুর্গম স্থান—গহন
★  আসল কথা বলার আগে মুখবন্ধ — ভণিতা
★ আগমনে যার কোনো তিথি নেই—অতিথি
★  ইতিহাস জানেন যিনি—ঐতিহাসিক
★  উপযুক্ত বয়স হয়েছে যার—সাবালক
★  উৎকৃষ্ট কাজ— — সুকৃতি
★  উল্লেখ করা হয় না যা – উহ্য
★ ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি-ঋত্বিক
★  এক পাড়ার লোক- পড়শি
★ ওজন করে যে ব্যক্তি—তৌলিক
★ এক স্থান থেকে অন্য স্থানে গমন করে যে—যাযাবর
★  কোনো কিছু চারদিকে আবর্তন—পরিক্রমা
★ পরিব্রাজকের জীবন বা বৃত্তি—প্রব্রজ্যা / পরিব্রজ্যা
★  ব্যাকরণ জানেন যিনি—বৈয়াকরণ
★  কুকুরের ডাক—বুক্কন
★ রাত্রিকালীন যুদ্ধ—সৌপ্তিক
★ নৌ চলাচলের যোগ্য—নাব্য
★ শিশুর হাসিকান্না— দেয়ালা
★ খে ( আকাশে) চরে যে- খেচর
★ যা উদিত হচ্ছে-উদীয়মান
★  স্থপতির কাজ— স্থাপত্য
★  শিক্ষালাভই যার উদ্দেশ্য—শিক্ষার্থী
★  সুধাধবলিত গৃহ—সৌধ
★  পৃষ্ঠ (পশ্চাৎ) থেকে যিনি পোষকতা করেন—পৃষ্ঠপোষক

হাতে কলমে:  অনুশীলন প্রশ্নের উত্তর
বাংলা ভাষাচর্চা
অর্থ ও ভাব অখুণ্ণ রেখে নিচের বাক্যগুলিকে সংক্ষিপ্তে পরিণত কর।
১.১ তার কোন কিছুতেই ভয় নেই।  - সে নির্ভয়
১,২ সে খুব বেশি কথা বলে।  - সে বাচাল।

১.৩ তামাল অগ্র পশ্চাৎ বিবেচনা না করেই কথা বলে।-  তামাল আগাপিছু না বুঝি কথা বলে°।

১.৪ সুজন হরেক রকম বোল বলতে পারে।-, সুজন একজন হরবোলা

১.৫ হাতি চলার রাস্তার দুধারে বড়ো বড়ো গাছ।- হাতি চলার বীথি
১.৬ সুধার মতো ধবল গৃহ দেখে চোখ জুড়িয়ে গেল। - সৌধ দেখে চোখ চোখ জুড়িয়ে গেল

১.৭ রোজের উপার্জন তুলে সে আর্তের সেবা করে চলেছে। -রোজগার ভুলে সে আর্তের সেবা করে চলেছে।
১.৮ যার কিছু নেই, ঈশ্বর তাঁর সহায় হন। -নিঃস্ব যিনি, ঈশ্বর তাঁর সহায় হন।
১.৯ আমাদের বিদ্যালয়ের বীক্ষণাগারে একটি মাথার খুলি রয়েছে।- আমাদের বিদ্যালয়ের বীক্ষণাগারে  একটি করোটি রয়েছে ।
১.১০ দিনের শেষ ভাগে এবার বাড়ি ফেরার পালা। -দিনান্তে এবার বাড়ি ফেরার পালা।

২. নীচের বাক্যগুলিকে প্রসারিত করো ঃ
উঃ ২.১ আজ সন্ধ্যায় প্রহসন দেখতে যাব। -আজ সন্ধ্যায় হাস্যরসাত্মক নাটক দেখতে যাব।

২.২ জিঘাংসা নিন্দনীয়। -হত্যা করার ইচ্ছা নিন্দানীয়।
২.৩ পল্লবগ্রাহী হয়ে কোনো লাভ নেই। -নানা বিষয়ে ভাসা ভাসা জ্ঞানসম্পন্ন হয়ে কোনো লাভ নেই।
২.৪ সার্বজনীন উৎসবে সামিল হব।—সর্বজনের কল্যাণ উৎসবে সামিল হব।
২.৫ পাঞজন‍্য বেজে উঠেছে। —শ্রীকৃয়ের শঙ্খ বেজে উঠেছে।
২.৬ ঢেউ উদ্‌বেল হয়ে উঠেছে।—সমুদ্র তরঙ্গ উদ্‌বেল হয়ে উঠেছে।
২.৭ উদ্বাস্তুদের সাহায্য করো। -বাস্তুভূমি থেকে বিতাড়িতদের সাহায্য করো।
২.৮ আধিকারিকেরা আসবেন। – বিভাগীয় ভারপ্রান্ত উচ্চপদস্থ কর্মচারীরা আসবেন।
২.১ অর্ঘ্য সাজাও।- পূজার উপাচার সাজাও।
২.১০ ডাকহরকরাদের গল্প শুনতে আমার ভালো লাগে।-  যারা একস্থান থেকে অন্যস্থানে ডাক বহন করে নিয়ে যায় তাদের গল্প শুনতে আমার ভালো লাগে।

স্তন্ত মেলাও :
উত্তর-        ক                           খ
১. অকুণ্ঠ ব্যয়শীল ব্যক্তি -- মুক্তহস্ত
২. অতি নিপুণ কারিগর - ওস্তাগর
৩. অতিশয় দুর্গম স্থান - গহন
৪. অন্যের হয়ে যে স্বাক্ষর করে - বকলম
৫. অগভীর সতর্ক নিদ্রা - কাকনিদ্রা
৬. অক্ষরজ্ঞান আয়ত করেছে যে - স্বাক্ষর
৭. আরোহণ করেেেছ যে - আরুঢ়
৮. ঈশ্বর উষ্ণ - কবোষ্ন
৯. উপকার করার ইচ্ছা --উপচিকীর্ষা
১০. ঋষির ইচ্ছা - আর্য
১১. একটি ধারা বয়ে চলে যা - ধারাবাহিক
১২. কাচের তৈরি খর- শিশমহল
১৩. গমন করে যে - বলভি
১৪. ঘটনার বিবরণ দান - প্রতিবেদন
১৫. চৈত্রমাসের ফসল - চৈতালি
১৬. ছাদের উপকার ঘর  - নগ
১৭. জয়সূচক উৎসব জয়ন্তী-
১৮. ঠাকুরের ভাব - ঠাকুরালি
১৯. ভুষ্ট মানে যা দেওয়া হয় - পারিতোষিক
২০. পট আঁকেন যিনি - পটুয়া