'আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।"- বক্তা কে ? কেন এ কথা বলা হয়েছে? কোনি গল্প || দশম শ্রেণী - school book solver

Thursday, 28 August 2025

'আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না।"- বক্তা কে ? কেন এ কথা বলা হয়েছে? কোনি গল্প || দশম শ্রেণী

 



প্রশ্ন:- '" আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না"।
-বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন? 

উত্তর- মতি নন্দীর 'কোনি' উপন্যাসে বক্তা ক্ষিতীশ বিষ্ণুচরণ ধরকে উদ্দেশ্য করে এই কথাগুলি বলেছিলেন।
৷৷ শরীরকে চাকর বানানো বলতে ক্ষিতীশ শরীরের ওপর মনের নিয়ন্ত্রণকে বুঝিয়েছেন। তাঁর বয়স পঞ্চাশের উপরে হলেও ব্যায়াম ও সংযমের মাধ্যমে তিনি নিজের শরীরকে সুস্থ ও সক্ষম রেখেছেন। নিজের ইচ্ছাশক্তিকে কাজে। লাগিয়ে তিনি এখনও দৌড়োতে পারেন, সিঁড়ি দিয়ে ওঠা-নামা করেন। কিন্তু ভারিকি চেহারার বিষ্টুচরণ প্রচুর সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্যসচেতন না-হওয়ার দন দৈহিকভাবে দুর্বল। অপরিমিত খাদ্যাভাস দেহের ওজন বাড়ালেও অতিরিক্ত শরীরের স্থূলত্ব তার কর্মক্ষমতা এবং মনের জোর কমিয়ে দিয়েছে। সেটা হাতেকলমে প্রমাণের জন্য তিনি বিষ্টুচরণ ধরকে পাঞ্জা লড়াইয়ের আহ্বান জানান। সর্বশক্তি প্রয়োগ করেও হিষ্ট হয় ক্ষিতীশের হাত নাড়াতে পারে না।
এর মাধ্যমে ক্ষিতীশ বুঝিয়ে দেন যে, গায়ের জোরই সব নয়, মনের জোর হল আসল শক্তি। সেকারণেই ক্ষিতীশ এরূপ মন্তব্য করেছিলেন।