:ঘাটে থৈ থৈ ভিড়।"- কোন ঘাটে ভিড় ? ভিড়ের কারণ কি ? এই ভিড়ের বর্ণনা দাও। কোনি গল্প ৷৷ দশম শ্রেণী
প্রশ্ন:- ষাটে থই থই ভিড়।" -কোন ঘাটে খই এই ভিড়। ভিড়ের কারণ কী? এই ভিড়ের বর্ণনা দাও।
উত্তর- প্রখ্যাত সাহিত্যিক মতি নন্দীর লেখা 'কোনি' উপন্যাস থেকে গৃহীত আলোচা উদ্ধৃতাংশে গঙ্গার ঘাটের এই বই' ভিড়ের কথা বলা হয়েছে।৷ গঙ্গার ঘাটে ভিড়ের কারণ হল বারুণী উৎসব। বারুণী হল হিন্দু ধর্মে পালনীয় জলকেন্দ্রিক একটি উৎসব। বারুণী উৎসবেমাতোয়ারা বয়স্করা পূণ্য লাভের আশায় কাঁচা আম মাথায় ধরে গঙ্গায় ডুব দিচ্ছিল।
৷৷ চৈত্রমাসের শতভিষা নক্ষত্রর মধুকুর রয়োদশী তিথিতে এই বারুণী স্নান অনুষ্ঠিত হয়। এদিন গায় কাঁচা আম বিসর্জন রীতিকে কেন্দ্র করে তাই গঙ্গার ঘাটে বয়স্ত মানুষজনের ভিড়। তাঁরা কাঁচা আম মাথায় ধরে গদায় ডুব দিয়ে উঠেই সেই আম ঘুরে দিচ্ছিল, আর সেই কুড়ানোর জন্য অন্যদিকে চলেছিল ছেলেদের মুড়োবুড়ি, কারণ এই আম কুড়িয়ে তারা পথের ধারে বসা বাজারে কম দামে বিক্রি। করবে। এই আম করে ছেলেদের মধ্যে ছোটোখাটো গণ্ডগোলও বেঁধে যায়। অন্যদিকে পুণ্যার্থীরা অনেকে ঘাটে মাথায় কিংবা ট্রেন লাইনের দিকে মুখ করে বসে থাকা বামুনের দিকে চায়, কেন না তারা পয়সার বিনিময়ে কাপড় জামা রাগে, গায়ে মাথার তেল দেয়,কপালে চন্দনের ছাপ আঁকে ইত্যাদি। আবার গঙ্গার ঘাটের আর অন্য দিকে কেউ শরীরচর্চা করে, উপুড় হয়ে মালিশ উপভোগ করে।