কোনির পারিবারিক জীবনে পরিচয় দাও । দশম শ্রেণী || কোনি গল্প
প্রশ্ন:- কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও।
উত্তর:-প্রখ্যাত ক্রীড়াসাংবাদিক ও ঔপন্যাসিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসে পিতৃহীন কোনির পারিবারিক জীবনের যে প্রত্যক্ষ ছবির পরিচয় পাওয়া যায় তা এই রূপ-
বাসস্থানের পরিচয়:- কোনির পরিবার শ্যামপুকুর বস্তির একটি এঁদো গলিতে বাস করে।। ক্ষিতীশের চোখ দিয়ে পাঠক দেখতে পায় কোনিদের ঘরে একটিমাত্র তক্তপোশ। তোশক নেই, শুধু চিটচিটে ছোটো কয়েকটা বালিশ। দেয়ালে টাঙানো কিছু ময়লা জামা-প্যান্ট। খোলার চালের বাইরে এই ঘরে একটি মাত্র জানলা; যার নীচেই থকথকে পাঁকে ভরা নর্দমা ।
পারিবারিক বিবরণ:- কোনিরা সাত ভাই-বোন। বাবা যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে কিছুদিন আগে মারা গেছে। পরিবারের বড়ো হিসেবে কোনির দাদা কমল পাল সংসার দেখাশোনা করে। কমল জানিয়েছে—
গত বছর মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে। সেজো ভাই কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। কমল রাজাবাজারের মোটর গ্যারেজ কর্মী। ওভারটাইম করে শ'দেড়েক টাকা উপার্জন করে। বর্তমানে সেও অসুস্থ। তাই তার সাঁতারু হওয়ার স্বপ্ন অধরা থেকে যায়।
অভাবের সঙ্গে সংগ্রাম:- অভাবের তাড়নায় কোনিদের খাবার তেমন জোটে না। ক্ষিতীশ তার বাড়িতে গিয়ে একপলকে দেখে নেয় তারা ফ্যান ভাত খাচ্ছে কাঁচালঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর তেঁতুল দিয়ে।
বারুণী উৎসবের উৎসর্গীকৃত আম সংগ্রহের জন্য কোনিদের সংগ্রাম আসলে তাদের প্রকৃত জীবনসংগ্রামকেই তুলে ধরেছে। পরবর্তীতে ক্ষিতীশ কোনির সব দায়িত্ব-সহ সাঁতার শেখানোর ভার নেন এবং তার মা-কেও একটা কাজ জোগাড় করে দেন।
