ইচ্ছাশক্তি সম্বন্ধে ক্ষিতীশের মতামত ব্যাখ্যা করো|| কোনি গল্প || দশম শ্রেণী - school book solver

Sunday, 24 August 2025

ইচ্ছাশক্তি সম্বন্ধে ক্ষিতীশের মতামত ব্যাখ্যা করো|| কোনি গল্প || দশম শ্রেণী

 


কোনি গল্পের প্রশ্নের উত্তর

প্রশ্ন:- ইচ্ছাশক্তি সম্বন্ধে ক্ষিতীশের মতামত ব্যাখ্যা করো। ক্ষিতীশ কীভাবে নিজের ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছিল ? 

উত্তর:- 'কোনি' উপন্যাসের ক্ষিতীশ ছিলেন প্রবল ইচ্ছাশক্তিসম্পন্ন এক ব্যতিক্রমী চরিত্রের মানুষ। তিনি ছিলেন সাঁতার-অন্ত প্রাণ। তিনি একটা নিজস্ব জগৎ গড়ে তুলেছিলেন, যার মধ্যেই তিনি বিচরণ করতেন। তিনি মনে করতেন, গায়ের জোরই সব নয়, মনের জোরও প্রয়োজন। এর সাহায্যে মানুষ সব কিছুই করতে পারে, এমনকি শারীরিক অক্ষমতা ও দুর্বলতাকে অতিক্রম পর্যন্ত করতে পারে। শরীরকে দিয়ে ক্ষমতার চেয়ে বেশি কাজ করিয়ে নেয় ইচ্ছাশক্তি। তাই বলে শরীরকে অবহেলা করলে চলবে না। শরীর ও মন পরস্পরের পরিপুরক। মনই শরীরকে নির্দেশ দিয়ে কাজ করিয়ে নেয়। বিষ্টুচরণের কাছে ক্ষিতীশ ইচ্ছাশক্তির প্রাবল্য বোঝাবার জন্য নিজের ডান কনুইটা শরীরের সঙ্গে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা বাড়িয়ে দিয়ে তা বিষ্টুচরণকে নামাতে বলেন। বিন্টুচরণ তার সাড়ে তিন মণ ওজন নিয়ে ক্ষিতীশের শুকনো শিকড়ের মতো হাতের কব্জি ভরে নিচের দিকে নামাতে বহুবার চেষ্টা করেও ব্যর্থ হয়। শেষপর্যন্ত নিজের সর্বশক্তি দিয়ে প্রাণান্তকর পরিশ্রমের পর গলদঘর্ম হলেও ক্ষিতীশের হাত কিন্তু একইরকম অনড় থাকে। ক্ষিতীশের এটাই ছিল ইচ্ছাশক্তির প্রমাণ  ।