"আমি জানিলাম না আমাদের অপরাধ" ৷৷ আমি ও আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে ? এখানে কোন অপরাধে কথা বলা হয়েছে ? সিরাজদৌলা নাট্যাংশ || দশম শ্রেণী - school book solver

Friday, 22 August 2025

"আমি জানিলাম না আমাদের অপরাধ" ৷৷ আমি ও আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে ? এখানে কোন অপরাধে কথা বলা হয়েছে ? সিরাজদৌলা নাট্যাংশ || দশম শ্রেণী

 


প্রশ্ন':-আমি জানিলাম না আমাদের অপরাধ- 'আমি' ও আমাদের' বলতে কাদের কথা বলা হয়েছে? এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে? 

উত্তর:- শচীন্দ্রনাথ সেনগুপ্তের 'সিরাজদ্দৌলা' নাট্যাংশে উদ্ধৃতিটির বক্তা হলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ওয়াটস। সিরাজের অভিযোগ সন্ধির শর্ত উপেক্ষা করে ওয়াটস তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এর একমাত্র শাস্তি
ওয়াটসের প্রাণদণ্ড। এ প্রেক্ষিতে ওয়াটসের এই মন্তব্য। এখানে বন্ধ। 'আমি' বলতে নিজেকে এবং 'আমাদের' বলতে কোম্পানিকে বোঝাতে চেয়েেছেন।
৷৷ আলিনগরের সন্ধির শর্ত রক্ষার্থে তাঁর দরবারে নিয়োজিত ওয়াটস ও কোম্পানির নৌসেনাপতি ওয়াটসনের মধ্যে চক্রান্তপূর্ণ যে-দুটি চিঠির আদানপ্রদান হয়েছিল তা নবাবের হস্তগত হয়। উদ্ধৃত অংশে ওয়াটসনের চিঠিটির কথা বলা হয়েছে। সেখানে চিঠির শেষের দিকে আয়েকটি স্থানে চক্রান্তের স্পষ্ট বার্তা পাওয়া যায়। নবাবের আদেশে মুনশি অনুবাদ করে বা শোনায় তার সারমর্ম হল, ক্লাইভের পাঠানো সৈন্য শীঘ্রই কলকাতায় পৌঁছোবে। সেনাপতি ওয়াটসন খুব শীঘ্রই মাদ্রাজে জাহাজ পাঠাবেন এবং কলকাতায় আরও সৈন্য ও জাহাজ পাঠানোর কথা জানাবেন। তাঁর উদ্যাগে বাংলায় আগুন জ্বলে উঠবে। অতএব এই চিঠির মূল উদ্দেশ্য সৈন্য সমাবেশ ঘটিয়ে বাংলা দখল।