তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি || সিরাজদৌলা নাট্যাংশ || দশম শ্রেণী - school book solver

Monday, 18 August 2025

তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি || সিরাজদৌলা নাট্যাংশ || দশম শ্রেণী

 


প্রশ্ন : 'তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি,জান?' –‘তোমাকে' ও 'আমরা' বলতে কাদের বোঝানো হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি এমন আচরণের কারণ কী? 

উত্তর- উদ্ধৃত অংশে 'তোমাকে' বলতে মুরশিদাবাদের রাজদরবারে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রেরিত প্রতিনিধি ওয়ার্টসের কথা
বলা হয়েছে। অপরদিকে 'আমরা' বলতে বক্তা সিরাজদ্দৌলা স্বয়ং এবং তাঁর সৈন্যবাহিনীসহ অন্যান্য রাজকর্মচারীকে বুঝিয়েছেন।
॥ মুর্শিদকুলি খাঁর মৃত্যুর পর বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলা বাংলার মসনদে বসেন। সিংহাসনে বসার পর থেকেই ইংরেজ কোম্পানি তাঁকে উপেক্ষা ও অসহযোগিতা করতে থাকেন। ফলস্বরূপ সিরাজ কলকাতা আক্রমণ করেন এবং কলকাতার নতুন নামকরণ করেন আলিনগর। অল্প সময়ের ব্যবধানে ওয়াটসন ও ক্লাইভ কলকাতাকে পুনরুদ্ধার করে আলিনগরের সন্ধি স্বাক্ষর করেন। সদির শর্ত সঠিকভাবে
রূপায়ণের জন্য মুরশিদাবাদে রাজদরবারে ওয়াটস ইংরেজ প্রতিনিধি নিযুক্ত হন। ইংরেজ প্রতিনিধি ওয়াটস যে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তা প্রমাণিত হয় নৌসেনাপতি ওয়াটসনের ওয়াটসকে লেখা চিঠি থেকে। অন্যদিকে
ওয়াটসের চিঠি থেকে ষড়যন্ত্রে তার সক্রিয় ভূমিকা প্রমাণিত হয়। যড়যন্ত্রকারীর একমাত্র শাস্তি যে মৃত্যু—এ কথা বোঝাতেই নবাব এমন
আচরণ করেছেন।