কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা | কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে? একথা বলার কারণ| কি? সিরাজদৌলা নাটক৷|| দশম শ্রেণী
প্রশ্ন: 'কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা'- কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে ? এ কথা বলার কারণ কী?
উত্তর- শচীন্দ্রনাথ সেনগুপ্তের 'সিরাজদ্দৌলা' নাট্যাংশে নবাব সিরাজদ্দৌলা রাজদরবারে উপস্থিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি
ওয়ার্টসকে উদ্দেশ্য করে এ কথাটি বলেছেন।
|| সিরাজ বাংলার মসনদে বসার মাস দুয়েকের মধ্যেই; ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল করেন এবং কলকাতা থেকে তাদের বিতাড়িত করেন।
কিন্তু রবাট ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতায় ফিরে পুনরায় তা দখলে করে নেন। সে সময় পরিস্থিতির চাপে সিরাজ; ইংরেজদের সঙ্গে আলিনগরের সন্ধির মাধ্যমে মীমাংসা করেন। কিন্তু স্বাধীনচেতা সিরাজকে সরানোর জন্য ইংরেজরা তলে তলে নানারকম চক্রান্ত শুরু করে। মীরজাফর, রায়দুর্লভ, রাজবল্লভ জগৎশেঠদের সঙ্গে হাত মিলিয়ে নবাবকে উৎখাত করার নীল-নকশা রচনা করা হয়। এ সম্পর্কিত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধির সঙ্গে মীরজাফরের বড়যন্ত্রমূলক গোপন চিঠি নবাবের হস্তগত হয়। ইংরেজদের এই দুঃসাহস-স্পর্ধা অন্যায় আচরণে ক্রুদ্ধ হয়ে তাই সিরাজদ্দৌলা প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছেন।