বারুণীর উৎসবের দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা কর
প্রশ্ন:; বারুণীর দিন গঙ্গার ঘাটের দৃশ্য বর্ণনা করো।
অথবা, 'আজ বারুণী।- বারুণী কী? বারুণীর দিনে গঙ্গার ঘাটের দৃশ্য কীরূপ ছিল, তা বর্ণনা করো।
উত্তর:-বারুণী কী:- 'বারুণী' হল হিন্দুধর্মে পালনীয় জলকেন্দ্রিক একটি উৎসব।চৈত্রমাসের শতভিষা নক্ষত্রযুক্ত মধুকৃল্প ত্রয়োদশী তিথিতে এই স্নান অনুষ্ঠিত হয়। শাস্ত্রমতে কোনো বছর যদি ওই দিনটি শনিবার হয়, তবে ওই বারুণী স্নান মহাবারুণী লাভ করে। এদিন গঙ্গায় কাঁচা আম বিসর্জনের রীতি রয়েছে।
গঙ্গার ঘাটের দৃশ্য॥ বারুণী উৎসবে মাতোয়ারা বয়স্কদের ভিড় ছিল বেশি। তারা মাথার ওপর কাঁচা আম ধরে গঙ্গার জলে ডুব দিয়ে উঠেই ছুড়ে দিচ্ছিল এবং সেই
আম কুড়ানোর জন্য ছেলেরা হুড়োহুড়ি করছিল, কারণ ঐ কুড়ানো আম পরে তারা ওই আমগুলিই পথের ধারে বসা বাজারে কম দামে বিক্রি করে। সেদিন গঙ্গায় ভাটা থাকায় কাদা মাড়িয়ে পুণ্যার্থীদের উঠে আসতে হচ্ছিল, তাই তারা একটু বিরক্ত হচ্ছিল।
ঘাটে পুণ্যার্থীদের আচরণ:;
পুণ্যার্থীদের অনেকে ঘাটের মাথায় কিংবা ট্রেন লাইনের দিকে মুখ করে বসে থাকা বামুনের দিকে যায়, কেন-না তারা পয়সার বিনিময়ে কাপড়-জামা রাখে, গায়ে মাখার তেল দেয়, কপালে চন্দনের ছাপ দেয়। পুণ্যার্থীরা রাস্তার ধারে দেবদেবীর মাথায় জল ঢালতে ঢালতে বাড়িমুখো হয়। পথে বাড়ির জন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনে। এমনকি তারা থোড়, ওল, কলা বা লেবু ইত্যাদিও কেনে এবং গরম রাস্তায় পা-ফেলে অত্যন্ত দ্রুতপদে বাড়ির পথে রওনা দেয়। এই একই ঘাটে বারুণীর দিনে একশো চল্লিশ কেজি দেহের মালিক বিষ্টুচরণ ধরকেও ম্যাসেজ করতে দেখা যায়।