তৃতীয় শ্রেণি মেধা অন্বেষণ পরীক্ষা সমাধান
তৃতীয় শ্রেণীর মেধা অন্বেষণ পরীক্ষা প্রশ্নের উত্তর
মেধা অন্বেষণ পরীক্ষা - ২০১৬
TALENT SEARCH EXAMINATION-2016
Organised by : West Bengal Mathematics Teachers' Association (W.B.M.T.A.)
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট
* উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র
* প্রয়োজনীয় খসড়া (রাফ) উত্তরপত্রের
একক লিখলে আংশিক নম্বর কাটা যাবে।
চতুর্থ শ্রেণি
নির্দেশাবলি
পূর্ণমান : ১০০
উত্তর লিখলেই হবে। * উত্তর পূর্ণবাক্যে দেওয়ার প্রয়োজন নেই।
পিছনের পাতায় করতে হবে। * প্রয়োজনীয় একক না লিখলে বা ভুল। সকল প্রশ্নের উত্তর করতে হবে। কোনো নেগেটিভ মার্কিং নেই।
বিভাগ—ক (সাহিত্য) ২x১০=২০
১। পদ নির্ণয় কর ঃ কাঁচা আমটি খুব টক।
উতর- "কাঁচা" বিশেষণ পদ।
২। বিবেকানন্দের ছেলেবেলার কী নাম ছিল?
উতর- বিবেকানন্দের ছেলেবেলার নাম ছিল নরেন।
৩। বাক্য সংকোচন কর : ঘোড়ার ডাক।
উতর- "হ্রেষা"
৪। 'আপন' ও 'আপণ' শব্দ দুটির অর্থ লেখ।
উতর- আপন" এবং "আপণ" দুটি ভিন্ন শব্দ, "আপন" শব্দের অর্থ নিজ বা স্বীয়।
"আপণ" শব্দের অর্থ দোকান বা বিপণি।
৫। সন্ধি বিচ্ছেদ কর : প্রত্যাশা।
উত্তর- প্রত্যাশা" শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো: প্রতি + আশা।
৬। বিপরীত শব্দ লেখঃ প্রবেশ।
উত্তর- প্রবেশের বিপরীত শব্দ বাহির।
৭। যে ক্রিয়াপদ বাক্য সম্পূর্ণ করে না, তাকে কী বলে ?
উত্তর -যে ক্রিয়াপদ বাক্য সম্পূর্ণ করে না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
৮। উষ্ণবর্ণ কোনগুলি?
উতর- উষ্ম বর্ণ হলো শ, ষ, স, হ। এই চারটি বর্ণকে উষ্ম ব্যঞ্জনধ্বনি বা উষ্ম বর্ণ বলা হয়।
১। কথাশিল্পী কাকে বলা হয়?
উতর- কত শিল্পী বলা হয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১০। সমার্থক শব্দ লেখ (২টি)ঃ পুত্র।
উতর- ছেলে
বিভাগ—খ (ইংরেজি) ২x১০=২০
১১। What class do you read in?
উতর- I read in class four
১২। Change the gender of 'Monk'
উতর- Nun
১৩। Change the number of 'City'.
উত্তর- cities.
১৪। Fill in the blank with 'be' verb-You.--
my best friend.
উত্তর- You are my best friend. (তুমি আমার ভালো বন্ধু)
১৫। Write the past form - Cut.
উতর- Cut এর past form - Cut
১৬। What is our national flower?
উতর- Our national flower is the lotus. (আমাদের জাতীয় ফুল পদ্ম)
১৭। Parts of speech লেখ : This is a useful book.
উত্তর- book Parts of speech Noun.
১৮। Find out the verb from the sentence- I have an umbrella.
উতর- have
১৯। 'The book is on the table' বাক্যটি প্রশ্নবোধ বাক্যে পরিণত কর।
উত্তর- Where is the book?
২০। ‘গরু একটি গৃহপালিত পশু। - Translate into English.
উত্তর- A cow is a domestic animal.
বিভাগ--গ (গণিত) ২x১০=২০
২১। গড়মান × এককের সংখ্যা = १
উতর- মোট সংখ্যা।
২২। ৬² + ১০²= কত?
উত্তর-(৬×৬) + (১০×১০)
= ৩৬ + ১০ = ১৩৬
২৩। অধিবর্ষের প্রথম ২ মাসের দিনসংখ্যার সমষ্টি কত?
উত্তর- ৩১+ ২৯ =৬০( জানুয়ারি এবং ফেব্রুয়ারি যোগ করিতে হইবে যেহেতু জানুয়ারি মাস 31 দিনে এবং লিপ ইয়ার হওয়ার জন্য ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হইবে সেও তো যোগফল ৬০ হইবে।)
২৪।২১/৩০ এর লঘিষ্ঠ আকার কত?
উতর- ২১/৩০ এর লঘিষ্ঠ আকার = ৭/১০
২৫। ৭, ১০, ১৩, ১৬, ১৯, ... এই সারির সপ্তম সংখ্যা কত?
উতর- ৭, ১০, ১৩, ১৬, ১৯, ... এই সারির সপ্তম সংখ্যা হলো ২২.( প্রত্যেকটি সংখ্যার সঙ্গে ৩ যোগ করে পরের সংখ্যাটি বার করতে হবে)।
২৬। ১০০০-এর ঠিক আগের জোড় সংখ্যাটি কত?
উত্তর- ১০০০-এর ঠিক আগের জোড় সংখ্যাটি হল ৯৯৮ ।
২৭। ৮ মাস ১ বছরের কত অংশ?
উত্তর- ১ বছর সমান ১২ মাস।
: . ৮ মাস ১ বছরের ৮/১২=২/৩ অংশ
২৮। একটি বাসে ৩৫ জন যাত্রী ছিল। পথে ২৫ জন নেমে গেল। পরে আবার ১২ জন উঠল। এখন বাসে কত জন আছে?
উত্তর- একটি বাসে ৩৫ জন যাত্রী ছিল। পথে ২৫ জন নেমে গেলে যাত্রী সংখ্যা হয় (৩৫–২৫) জন = ১০ জন।
আবার পরে ১০ জন উঠলে যাত্রী সংখ্যা হয় (১০+১০)=২০ জন।
:. এখন বাসে ২০ জন আছে।
২৯। বৃত্তের বৃহত্তম বৃত্তচাপ কোনটি?
উত্তর- বৃত্তের বৃহত্তম বৃত্তচাপ হল অর্ধবৃত্ত।
৩০। অঙ্কে লেখ—সাতান্ন লক্ষ দুই হাজার পাঁচশো ছয় ।
উত্তর- ২,০২,৫০৬
বিভাগ—ঘ (পরিবেশ পরিচিতি) ২x১০=২০
৩১। সূর্যকে বাদ দিলে আমাদের নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর-- সূর্যকে বাদ দিলে নিকটতম নক্ষত্রের নাম হল প্রক্সিমা সেন্টোরি।
৩২। গ্যালিলিও কোন্ দেশের লোক ছিলেন?
উত্তর- গ্যালিলিও ইতালি দেশের লোক ছিলেন।
৩৩। ডালে কী জাতীয় খাদ্যগুণ আছে?
উত্তর-- ডালে প্রোটিন জাতীয় খাদ্যগুণ আছে
৩৪। ফারেনহাইট স্কেলে কত ডিগ্রিতে জল ফুটে বাষ্পে পরিণত হয় ?
উত্তর-- ফারেনহাইট স্কেলে ২১২°F জল ফুটে বাষ্পে পরিণত হয় ।
৩৫। শীতঘুম দেখা যায়। এমন একটি প্রাণীর নাম বল।
উত্তর-- শীতঘুমে দেখা যায় এমন একটি প্রাণীর নাম হল ব্যাঙ।
৩৬। রক্তের রং লাল কেন ?
উত্তর-- রক্তে হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক পদার্থ থাকায় রক্তের রং লাল।
৩৭। মাছের দেহের চাপ, তাপ, ভারসাম্য রক্ষা করে কোন্ অংশ ?
উত্তর-- পার্শ্বরেখা (lateral line) মাছের দেহের চাপ, তাপ, ভারসাম্য রক্ষা করে ।
৩৮। আমাদের হৃৎপিণ্ডে ক'টি কুঠুরী ?
উত্তর-- আমাদের হৃদপিন্ডের চারটি কুঠুরী। দুটি অলিন্দ দুটি নিলয়।
৩৯। ম্যালেরিয়া রোগ কে ছড়ায়?
উত্তর-- স্ত্রী এনোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়।
৪০। অভিকর্ষ বলের ব্যাখ্যা কে দেন?
উত্তর-- স্যার আইজ্যাক নিউটন অভিকর্ষ বলে ব্যাখ্যা দেন।
বিভাগ-৬ (সাধারণ জ্ঞান) ২x১০=২০
৪১। মিশর দেশ থেকে ভারতে এসেছিলেন কে?
উত্তর-- মিশর দেশ থেকে ভারতে এসেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট।
৪২। অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কী?
উত্তর-- বক্সাইট।
৪৩। পাইন গাছ থেকে কী পাওয়া যায়?
উত্তর-- পাইন গাছ থেকে রজন পাওয়া যায়
৪৪। আর্য সমাজের দু'জন নারীর নাম লেখ।
উত্তর-- আর্য সমাজের দুইজন নারীর নাম হল গার্গী ও মৈত্রেয়ী।
৪৫। ইসলাম ধর্ম কে প্রচার করেন ?
উত্তর-- ইসলাম ধর্ম প্রচার করেন হজরত মহাম্মদ।
৪৬। ইতিহাসের জনক কে?
উত্তর-- ইতিহাসের জনক বলা হয় হেরোডেটাসকে।
৪৭। পশ্চিমবঙ্গের উত্তরের প্রধান নদী কোনটি?
উত্তর-- পশ্চিমবঙ্গের উত্তরের প্রধান নদী তিস্তা।
৪৮।, ‘বেদ' কে ক’ ভাগে ভাগ করা হয় ?
উত্তর-- বেদকে চার ভাগে ভাগ করা হয় যেমন ঋক্, সাম, যজু, অথর্ব।
৪৯। ‘এশিয়া’ কোন্ গোলার্ধে অবস্থিত ?
উত্তর-- এশিয়া উৎপাদ্যে অবস্থিত
৫০। রাজ্যপালকে কে নিয়োগ করেন?
উত্তর-- রাজ্যপাল কে নিয়োগ করেন রাষ্ট্রপতি।