Wings || The Finishing point || Lesson 11 || class 5 / উইংস || দা ফিনিশিং পয়েন্ট ||লেসন ১১ || পঞ্চম শ্রেণী ইংরেজি
![]() |
Class 5 Engliish
Wings
Lesson 11(একাদশ পাঠ) 11
The Finishing Point (শেষ বিন্দুটি)
Let's do (লেস্ রীড)—চলো পড়ি ।
Para 1-4: Riya reads in .........different sports. '
উচ্চারণ -;রিয়া রীডস ইন ক্লাশ ফাইভ। হার ফাদার রাস আ াল শপ। ইয়েসটারডে শী আস্কড ফর সাম মানি ফ্রন হার ফাদার টু বাই আ পেয়ার অফ স্পোর্টস । বাট হার ফাদার ওয়াজ নট এবল টু গিভ ডিউট সাম শর্টেজ অফ মানি। সো রিয়া ওয়াজ ভেরী স্যাড। শী শেয়ার্ড হার আনহ্যাপিনেস উইথ হার গেমস টিচার অ্যান্ড আস্কড ইফ ইটস
পসিবল ফর আ নিডি পারসন টু কন্টিনিউ ইন স্পোর্টস কেরিয়ার। হার টিচার মাইলড অ্যান্ড আস্কড, 'রিয়া, হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ স্বপ্না বর্মন।' 'নো। হু ইজ শী।' আস্কড রিয়া।
*ওয়েল, শী ইজ অ্যান ইন্ডিয়ান হেপ্টাথলেট'।
'হোয়াট ইজ দ্যাট ম্যাডাম'?
'ওয়ান হু প্লেজ হেপ্টাথলন। ইট ইজ আ কম্বাইনড্ স্পোর্টস্ মেড আপ সেভেন ডিফারেন্ট স্পোর্টস।'
Word-notes > (ওয়ার্ড-নোটস) শব্দার্থ :
Small (স্মল) – ছোটো,
shop (শপ)–দোকান,
asked (আস্কড)- জিজ্ঞাসা করেছিল,
heptathlete (হেপ্টাথলেট্)—যে হেপ্টাথলন্ খেলে, combined (কম্বাইন্ড)—মিলিত করেছিল।
yesterday (ইয়েস্টারডে)—গতকাল,
shortage (শর্টেজ) – ঘাটতি, অভাব,
shared (শেয়ার্ড) – ভাগ করেছিল, u
nhappiness (আনহ্যাপিনেস্)—অসুখী, বিষণ্ণতা, possible (পসিবল)—সম্ভবপর,
needy (নিডি) – গরিব,
continue| (কন্টিনিউ)—চালিয়ে যাওয়া,
sports (স্পোর্টস)— খেলাধূলা,
able (এবল্)–যোগ্য,
due (ডিউ) - বকেয়া, উপযুক্ত,
career (কেরিয়ার) – পেশা, বৃত্তি,
smiled (স্মাইল্ড) – হেসেছিল,
heard (হার্ড)—শুনেছিল,
pair (পেয়ার)–জোড়া,
বঙ্গানুবাদ- রিয়া পঞ্চম শ্রেণিতে পড়ে। তার বাবা একটি ছোটো দোকান চালান। গতকাল সে তার বাবার কাছে এক জোড়া খেলার জুতো কেনার জন্য কিছু টাকা চেয়েছিল। কিন্তু তার বাবা অর্থের অভাবের জন্য দিতে পারেননি। তাই রিয়া খুব দুঃখিত ছিল। সে তার ক্রিড়া শিক্ষিকার সঙ্গে তার বিষণ্ণতা ভাগ করে নিল এবং একটি গরিব মানুষের খেলার পেশা চালিয়ে যাওয়ার জন্য এটা সম্ভবপর কিনা তা জানতে চাইলো। তার শিক্ষিকা হেসেছিলেন এবং জিজ্ঞাসা করলেন, “রিয়া, তুমি কি স্বপ্না বর্মনের নাম শুনেছ?'
‘না! সে কে?' রিয়া জিজ্ঞাসা করল।
“বেশ, সে হল একজন ভারতীয় হেপ্টাথলেট।'
‘সেটা কী, মহাশয়া?'
*যে হেপ্টাথলন খেলে। এটা হল সাতটি বিভিন্ন খেলার মিলিত একটি খেলা।'
Para' 5 :
Riya wanted ........ inspired.
উচ্চারণ- রিয়া ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট স্বপ্না বর্মন। সো রিয়াজ টিচার টোল্ড অ্যাবাউড হার। স্বপ্না বর্মন ওয়াজ বর্ন অন টোয়েন্টি নাইন অক্টোবর নাইনটিন হান্ড্রেড নাইনন্টি সিক্স ইন জলপাইগুড়ি, ওয়েস্টবেঙ্গল। হার ফাদার পঞ্চানন
বর্মন ওয়াজ আ রিক্সা পুলার অ্যান্ড ইজ বেড-রিডেন আফটার হ্যাভিং সাফার্ড আ স্ট্রোক ইন টু থাউজ্যান্ড থার্টিন। সী উইন দ্য গোল্ড মেডেল ইন টু থাউজ্যান্ড এইটিন এশিয়ান গেমস অ্যান্ড ওয়াজ প্লেসড ফার্স্ট ইন দ্য হেপ্টাথলন ইন দ্য টু থাউজ্যান্ড নাইনটিন। সী ওয়াজ অনার্ড উইথ দি অর্জুন অ্যাওয়ার্ড। স্বপ্না ইউজেস হার প্রাইজ মানি টু লুক আফটার হার ফ্যামিলি। দ্য ফ্যামিলি লিভস্ ইন আ হাউস উইদাউট কংক্রিট ওয়াল। রিয়া, আফটার লিসেনিং দ্য স্টোরি, গট ভেরী
মার্চ ইস্পায়ার্ড।
Word-notes শব্দার্থ :
bed ridden (বেড-বিভন) বিস্তানায় শয্যাশায়ী, suffered (সাফার্ড)-কষ্ট পাচ্ছিলেন,
honoured (মার্চ) সম্মানিত হয়েছিল,
wanted to know (ওয়ান্টেড টু নো)- জানতে7 চাওয়া,
told (টোল্ড) - বলেছিলেন
born (কর্ম) জন্মগ্রহণ
rickshaw puller (রিকশা পুলার)- বিজ্ঞাচালক,
listening (লিসেনিং) শোনা,
inspired (ইন্সপায়ার্ড) অনুপ্রাণিত হয়েছিল।
বঙ্গানুবাদ- মারিয়া স্বপ্না বর্মনের ব্যাপারে আরও কিছু জানতে চাইলো। তাই বিয়ার শিক্ষিকা তার সম্পর্কে বললেন। বর্মন ১৯৯৬ সালের ২৯ অক্টোবর ভারতের পশ্চিমবলা রাজ্যের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করে। তার বাবা পঞ্চানন বর্মন ছিলেন একজন রিকশাচালক এবং ২০১৩ সালে একটা পক্ষাঘাতের আঘাতে বিছানায় শয্যাশায়ী হয়ে কষ্ট পাচ্ছেন। সে ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনার পদক লাভ করেন এবং ২০১৭ সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এ হেপ্টাঘলন-এ প্রথম স্থান অধিকার করে। ২০১৯ সালের আগস্টে, তাকে অর্জুন পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। স্বপ্ন তার পুরস্কারের অর্থমূল্য পরিবারের দেখভাল করার জন্য দিয়েছিল। যে বাড়িটিতে তরা বাস করে সেটার দেওয়াল কাজীটের নয়। রিয়া এসব গল্প শুনে অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিল।
Word Trove (ওয়ার্ড ট্রোভ) শব্দনীড় ঃ
Words > Syllabic division > Meaning /
Synonym > Usage
refused (রিফিউসড) > re-fused > declined (ডিক্লাইন্ড) —প্রত্যাখ্যান করা > The girl refused to stop practising swimming. (দ্য গার্ল রিফিউসড টু স্টপ প্রাকটিসিং সুইমিং।) — মেয়েটি সাঁতার কাটা অভ্যাস বন্ধ করা প্রত্যাখ্যান করেছিল।
shortage (শর্টজ) > short-age > lack (ল্যাক্)—স্বল্পতা > Shortage of water will be a big problem in near future. (শর্টেজ অফ ওয়াটার উইল বা আ বিগ প্রবলেম ইন নিয়ার ফিউচার) – জলের স্বল্পতা অদূর ভবিষ্যতে একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়াবে।
unhappiness |> un-hap-pi -nes sadness > (স্যাডনেস)—অসুখী হওয়া > Friends can decrease our unhappiness. (ফ্রেন্ডস্ ক্যান্ ডিক্রিজ আওয়ার আনহ্যাপীনেস।) — বন্ধুরা আমাদের অসুখী হওয়া কমাতে পারে।
needy (নীডিই) > need-y > poor (পুওর) -অতি দরিদ্র > There are some needy children in
our school. (দেয়ার আর সাম নীডি চিলড্রেন ইন
আওয়ার স্কুল।) - আমাদের বিদ্যালয়ে কিছু অতি দরিদ্র ছেলেমেয়ে আছে।
caree(কেরিয়ার) > r ca-reer > profession (প্রফেশন) পেশা > Rani wants to make a bright career in football. (রানি ওয়ান্টস্ টু মেক আ রাইট কেরিয়ার | ইন ফুটবল।) রানি পেশা হিসেবে ফুটবলে উচ্ছ্বল করতে চেয়েছিল।
heptathlete (স্টোপসেই)> hep-tath -lete °> one who plays heptathlete ( ওয়ান হু প্লেজ হেপ্টাগলন )- হেপ্টাগলন খেলোয়াড় > One of our friends is a famous heptathion (ওয়ান heptathlete in our locality. (ওয়ান অফ
আওয়ার ফ্রেন্ডস ইজ আ ফেমাস হেপ্টাথলেট ইন
আওয়ার লোকালিটি।) - আমাদের বন্ধুদের মধ্যে একজন আমাদের এলাকায় বিখ্যাত হেপ্টালেন খেলোয়াড়।
Activity 1
Fill in the chart with information from the text:
(পাঠ থেকে তথ্য নিয়ে নীচের তালিকাটা পূরণ করো।)
1. Name of the heptathlete (হেপ্টালন খেলোয়াড়ের নাম) > : Swapna Barman (স্বপ্না বর্মন)
2. Father's name and profession (বাবার নাম ও পেশা) > Panchanan Barman, rickshaw puller (পঞ্চানন বর্মন, রিকশাচালক)
3. Date of birth (জন্ম তারিখ) > : 29 October, 1996 (২৯ অক্টোবর, ১৯৯৬)
4. Place of birth (জন্মের স্থান) > : Jalpaiguri, West Bengal, India ((জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত)
5. Latest award received (সর্বশেষ প্রাপ্ত পুরস্কার বা সম্মান) > : Arjuna Award, 2019
(অর্জুন পুরস্কার, ২০১১)
Activity 2
Answer the following questions : (নীচের প্রশ্নগুলির উত্তর দাও।)
1. Who Swapna Barman? (স্বপ্না বর্মন কে?)
Ans. Swapna Barman is an Indian heptathlete. (স্বপ্না বর্মন একজন ভারতীয় হেপ্টাথলন্ খেলোয়াড় ()
2. What is she famous for? (সে বিখ্যাত কেন?)
Ans. Swapna Barman is a famous Indian heptathlete. She won the Gold Medal in
2018 Asian Games and was placed first in the heptathlon in the 2017 Asian Atheletics Championships. In August 2019, she was honoured with the Arjuna Award. (স্বপ্না বর্মন একজন বিখ্যাত ভারতীয় হেপ্টাথলেট। সে ২০১৮ এশিয়ান গেমসে সোনার পদ লাভ করে এবং ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম স্থান অধিকার করে। ২০১৯ সালের আগস্ট মাসে সে অর্জুন পুরস্কার পেয়ে সম্মানিত হয়)
3. What did she do with her prize money? (পুরস্কারের অর্থমূল্য দিয়ে সে কী করেছিল ?)
Ans. Swapna used her prize money to look after her family as the family lives in
a house without any concrete wall. (স্বপ্না তার পরিবারের দেখভাল করার জন্য তার পুরস্কারের অর্থ ব্যবহার করেছে যেহেতু তাদের পরিবার কংক্রীটের দেওয়ালবিহীন বাড়িতে বাস করতোঁ।)
Activity 3
Rearrange the following sentences in proper order:
(নীচের বাক্যগুলিকে ক্রম অনুসারে সাজাও।)
Ans.
1. Swapna was honoured with the Arjun Award.【5】
(স্বপ্না অর্জুন পুরস্কার পেয়ে সম্মানিত হয়েছিল।) [৫
2. She won the Gold Medal in 2018 Asian Games.【4】
(সে ২০১৮ এশিয়ান গেমসে সোনার পদক পেয়েছিল।) [৪]
3. She was placed first in the heptathlon in the 2017 Asian Athletics.[3]
(সে ২০১৭ এশিয়ান অ্যাথলেটিক্স-এ হেপ্টালনে প্রথম স্থান অধিকার করে।) [৩]
4. She was born on 29th October 1990 [1】 (স ১৯১৬ সালের ২১ অক্টোবর) 【১】
5. Her father sufferred a stroke in 2013 【2】 ( তার বাবা ২০১৩ সালে পোকাখাকে কষ্ট পাচ্ছিলেন)।【২】
Activity 4
Fill in the blanks with correct prepositions given in the Help Box below
(নীচের সাহায্য বাক্স থেকে সpreposition নিয়ে ন্যাশন শুরু করে।
[ Kelp Box at, in, under, for, to, on]
1. There is a table in the centre of the room. (ঘরের মানে একটি টেবিল আছে।
2. I go to school everyday. (আমি দিন বিদ্যালয়ে যাই।)
3. The boy is looking at me. (ছেলেটি আমার দিকে তাকাচ্ছে)
4. Flash liver under water. (মাছ জলের নীচে বাস করে।)
A. This book is for you. (এই বইটি তোমার জন্য।)
Activity 5
Identify adjectives from the given paragraph and write them in the place
below: ( অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ চিহ্নিত করো এবং নীচের জায়গায় সেগুলি লেখো )
Paragraph: বই দেখো।
Ans. Adjectives (বিশেষণ পদ) : many, happy, colourful, glittering, beautiful.
Activity 6
Fill in the blanks with appropriate adjectives given in Help Box below:
(নীচের সাহায্য বাক্স থেকে প্রদত্ত উপযুক্ত বিশেষণ নিয়ে শূন্যস্থান পূরণ করো।)
Help Box: five, blue, stale, soft, green, cool, inteligent, scary, slow, difficult, pleasant
1. I love the pleasant breeze in Summer (গ্রীষ্মকালে আমি মনোরম বাতাস পছন্দ করি।
2. The sky looks really blue today. (আজ আকাশটা সত্যিই নীল দেখাচ্ছে।
3. The food was so stale that I could not eat it. (খাবারটা এত বাসি ছিল যে তা আমি খেতে পারিনি।
4.1 sleeping on my soft bed. (আমি আমার নরম বিছানাতে শুতে উপভোগ করি।
5. My teacher is so intelligent that she knows all the answers
(আমার শিক্ষিকা এর বৃদ্ধিমতী যে তিনি সব উত্তরগুলি জানেন।।
6. It is very cool in winter. (শীতকালে খুব ঠান্ডা)
7. I saw a scary movie and it made me very afraid. ( আমি একটি ভয়েস সিনেমা দেখেছি এবং এটা আমাকে খুব ভীত করেছে।
8. The turtle is the animal that has slow movement. (কচ্ছপ এমন একটি পা যে কিনা ধীরগতিতে চলে)
9. There are five week days in a week ( একটি সপ্তাহে পাঁচটি কাজের দিন)।
10. The grass is not always green ( ঘাস সবসময় সবুজ হয় না)
11. I failed the test because the paper was too difficult.( প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হওয়ার কারণে আমি পরীক্ষায় ফেল করেছি)
Self Check (সেলফ চেক) – আত্মসমীক্ষা :
Para-1 : Pursarla Venkata Sindhu ..... championship.
উচ্চারণ পুসালা ভেঙ্কট সিন্ধু, ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাথলিট। শী ইজ আ প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার। না ইজ অ্যান এস শাটলার অ্যান্ড ক্রিয়েটেড হিস্টোরি বাই উইনিং দ্য সিলভার মেডাল অ্যাট দ্য রিও অলিম্পিক্স ট্রু থাউজ্যান্ড সিক্সটিন। দিস ইয়ং ব্যাডমিন্টন প্লেয়ার ফ্রম অপ্রপ্রদেশ ওয়াজ বর্ন টু ভলিবল প্লেয়ার্স পি.ভি. রামানা অ্যান্ড পি. ভিজয়া অন ফিদ্ধ জুলাই নাইনটিন হ্যান্ড্রেড নাইনটি ফাইভ। পুসারলা স্টার্টেড প্লেয়িং ব্যাডমিন্টন অ্যাট দ্য এজ অফ এতট আফটার শী ড্রিউ ইন্সপায়ারেশান ফ্রম পুল্লেলা গোপীচাদ'স ভিক্টরি ইন অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ইন টু থাউজেন্ড ওয়ান। হার ফার্স্ট মেজর রিকগনিশন কেন ইন দ্য ফর্ম অফ দ্য ফিফথ সার্ভো অল ইন্ডিয়া র্যাংকিং
চ্যাম্পিয়নশিপ ফর আন্ডারটেন ক্যাটেগরি ইন ডোমেস্টিক এরিনা। ইন দ্য গ্লোবাল এরিনা সিন্ধু ঊন আরোও মেডাল অ্যাট দ্য টু থাউজেন্ড নাইন সাব-জুনিয়র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন কলোম্বো। অন সেভেদ জুলাই, টু থাউজেন্ড টুয়েলভ, শী ঔন দি এশিয়া ইয়ুথ আন্ডার-নাইনটিন চ্যাম্পিয়নশিপ।
Word-notes (ওয়ার্ড-নোটস) শব্দার্থ :
athlete (অ্যাথলিট)—খেলোয়াড়, professional (প্রফেশনাল) – পেশাদারি,
created (ক্লিরেটেড)—তৈরি করেছিল,
winning (উইনিং) – জয়লাভ,
championship (চ্যাম্পিয়ন)— বিজয়ীর পদ,
ace (এন)—সর্বজয়ী প্রতিযোগী,
victory (ভিক্টরি)—জয়, সাফল্য,
major (মেজর) – বৃহত্তর,
category (ক্যাটেগরি)—–বিভাগ।
drew (ড্রিউ)— আকর্ষণ করেছিল,
inspiration (ইন্সপিরেশন)— অনুপ্রেরণা,
বঙ্গানুবাদ ;-পুসারলা ভেঙ্কট সিন্ধু, একজন ভারতীয় খেলোয়াড়। সে একজন পেশাদারি ব্যাডমিন্টন খেলোয়াড়। সে একজন সর্বজয়ী ব্যাডমিন্টন প্রতিযোগী এবং ২০১৬-এ রিয়া অলিম্পিকে রৌপ্য পদক পেয়ে জয়লাভ করেন এবং ইতিহাস তৈরি করেন। অন্ধ্র প্রদেশ থেকে আগত এই যুবতী ব্যাডমিন্টন খেলোয়াড় বিখ্যাত ভলিবল খেলোয়াড় পি. ভি. রামানা ও পি. বিজয়ার সন্তান জন্মগ্রহণ করেন ১৯৯৫ সালের ৫ জুলাই। পুসারলা ২০০১ সালে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুল্লেলা গোপীচন্দের জয়ে অনুপ্রাণিত হয়ে ব্যাডমিন্টন খেলা শুরু করেন মাত্র আট বছর বয়সে। জাতীয় স্তরে দশ বছরের নীচের বিভাগে পঞ্চম সার্ভো অল ইন্ডিয়া র্যাংকিং চ্যাম্পিয়ানশিপে তার প্রথম বৃহত্তর সম্মান আসে। বিশ্বব্যাপী তার সিন্ধু কলম্বোয় আয়োজিত ২০০৯ সাব-জুনিয়র এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক লাভ করেন। ২০১২ সালের ৭ জুলাই সে এশিয়া ইয়ুথ আন্ডার-১৯ চ্যাম্পিয়নশিপে সে জয়লাভ করে।
Para-2 : Sindhu won ...... August 2016.
উচ্চারণ সিন্ধু ঊন সিলভার মেডাল ইন সিঙ্গলস ইন গোল্ড কোস্ট কমনওয়েলথ্ গেমস ইন টু থাউজ্যান্ড এইটিন। হন টু থাউজ্যান্ড ইন দ্য কোয়ার্টার ফাইনালস্ অফ ইন্দোনেশিয়া মাস্টারস, সিন্ধু লস্ট টু ক্যারোলিনা মারিন ইন টু
কজিকিউটিভ গোমস্। সিন্ধু ডিকিটেড নোজোমি ওকুহারা ইন দ্য ফাইনাল অফ টু থাউজ্যান্ড নাইনটিন (টোয়েন্টি ফাইভ আগস্ট) বিভাব লিউক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অ্যান্ড বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিঙ্গলস্ প্লেয়ার টু উইন গোল্ড মেডাল
ইন বা চ্যাম্পিয়নশিপ। পি. ভি. সিন্ধু রিসিভড অর্জুনা অ্যাওয়ার্ড অন টোয়েনটি ফোর্থ সেপ্টেম্বর টু থাউজ্যান্ড হারটিন, পদ্মশ্রী ইন টু থাউজ্যান্ড ফিটিন অ্যান্ড রাজীব গান্ধি খেলরত্ন অ্যাওয়ার্ড ইন আগস্ট টু থাউজ্যান্ড সিক্সটিন।
Word-notes (ওয়ার্ড-নোটস) শব্দার্থ :
defeated (ভিকিয়েটেড) পরাজিত হয়েছিল।
medal (মেডাল) পদক,
lost (লস্ট) হারিয়েছিল,
Won(ঊন)—জালাভ করেছিল,
Won(ঊন)—জালাভ করেছিল,
consecutive( কনজিকিউটিভ)- পরপর
বঙ্গানুবাদ;- সিন্দু ২০১৮ সালের গোল্ড কোস্ট কমনওয়েলথ্ গেমসে সিঙ্গালসে রৌপ্য পদক জয়লাভ করেছিল। ২০১৯ সালে ইন্দোনেশিয়া মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে, সিন্ধু ক্যারোলিনা মারিনকে দুটি পরপর খেলায় হারিয়েছিল।
হিন্দু বিভবলিউ এফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপের ২০১৯ সালের (২৫ আগস্ট) ফাইনালে নোজোমি ওকুহারাকে পরাজিত করেছিল এবং অবশেষে প্রথম ভারতীয় সিঙ্গাল খেলোয়াড় যে চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছিল। পি. ভি. সিন্ধু ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর আর্জুন পুরস্কার, ২০১৫ সালে পদ্মশ্রী এবং ২০১৬ সালের আগস্টে রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার লাভ করেছিলেন।
Activity 7
Fill in the chart with the information about P. V. Sindhu :(পি. ভি. সিন্ধু সম্পর্কে তথ্য দিয়ে শূন্যস্থান পূরণ করো)।
1. Full name (পুরো নাম) : > Pusarla Venkata Sindhu (প্রসারলা ভেঙ্কট সিন্ধু)
2. Date of birth (জন্ম তারিখ) : > 5 July, 1995 (৫ জুলাই, ১৯৯৫)
8. Place of birth (জন্মের স্থান) : > Andhra Pradesh (অন্ধ্র প্রদেশ)
4. Parents' name (পিতা-মাতার নাম) : > P. V. Ramana and P. Vijaya (পি. ভি. রামানা ও পি. বিজয়া)
Activity 8
Match column A with coloum B : (স্তম্ভ 'এ'র সঙ্গে স্তম্ভ 'বি' মেলাও।)
Ans. A > B
1. Arjuna Award > 24th September, 2013
2. BWF World Championship > 25th August, 2019
3. Bronze medal at the Sub Junior
Asian Championship. > 2009
4. Rajib Gandhi Khel Ratna Award. > 2016, August
Activity 9
Answer the questions in a complete sentences : (একটি সম্পূর্ণ বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও।)
1. Who is P. V. Sindhu ? (পি. ভি. সিন্ধু কে?)
Ans. Pusarla Venkata Sindhu is an Indian athlete. (পুসারলা ভেঙ্কট সিন্ধু একজন ভারতীয় খেলোয়াড়।)
2. How old was P. V. Sindhu when she drew inspiration from her coach?
(পি. ভি. সিন্ধু তার কোচের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তখন তার বয়স কত ছিল?)
Ans. At the age of eight, P. V. Sindhu drew inspiration from her coach (আট বছর বয়সে পি. ভি. সিন্ধু তার কোচের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন।)
3. What was P. V. Sindhu's first major recognition in domestic arena? (পি. ভি. সিন্ধুর জাতীয় স্তরে প্রথম প্রধান সম্মান কী ছিল?)
Ans. P. V. Sindhu's first major recognition in domestic arena was in the form of the
5th Servo All India ranking championship for under-10 category. (পি. ভি. সিন্দুর জাতীয় স্তরে প্রথম প্রধান সম্মান ছিল আন্ডার- ১০ পঞ্চম সার্ভো সারা ভারত র্যাংকিং চ্যাম্পিয়নশিপ।)
4. Can you mention the name of any other athlete who received Rajib Gandhi Khel Ratna Award? (তুমি কি রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার পেয়েছে এমন কোনো খেলোয়াড়ের নাম করতে পারবে?)
Ans. The name of the athlete who received Rajib Gandhi Khel Ratna Award (2019)
was Deepa Malik. (রাজীব গান্ধি পুরস্কার (২০১৯) পেয়েছে এমন একজন খেলোয়াড়ের নাম দীপা মালিক।)
Activity 10
Find out words from the given paragraph which means:
তেলন অনুজেন থেকে শব্দ খুঁজে বের করো যার অর্থ)
(a) person engaged a profession: > Professional (লোক নিযুক্ত আছে একটি পেশায় > পেশাগত)।
(b) acknowledgement: > Recognitation (স্বীকার °> স্বীকৃতি)
(c) successive:> Commemurtive (ধারাবাহিক > পরপর)
(d) emuragement > Inspiration (উৎসাহিত :> অনুপ্রাণিত)
Activity 11
Using the given hints, write a paragraph on Deepa Malik, the first Indian
Woman to win a medal in the Para Olympic games.
(প্রদত্ত সংকেতগুলি ব্যবহার করে, দীপা মালিক সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো, যে কিনা প্যারাঅলিম্পিক খেলায় প্রথম স্থান অধিকার করে একটি পদক লাভ করে।)
Hints: An Indian athlete (ক্রীড়াবিদ) – born on September 30, 1970 at Jurugram
| in Haryana - won Silver Medal at Summer Paraolympics, 2016 in shot put (শট্
পুট)— won gold medal in Javelin (বর্গা) event at the paraathletic grand woman to
win medals (পদক) in 3 consecutive (পরপর) Asian Para Games (in 2010, 2014 and2018) - receipent (প্রাপক) of Padma Shri, Arjuna and Rajib Gandhi Khel Ratna
Awards (পুরস্কার)— keen (উৎসাহী) to make a personal (ব্যক্তিগত) record in sea swimming।(সমুদ্র-সাঁতার)– won 58 national (জাতীয়) and 23 international (আন্তর্জাতিক) medals to date (এখনও পর্যন্ত)।
Ans. Deepa Malik is an Indian athlete. She was born on September 30, 1970. Her place।of birth is Jurugram in Haryana. She won Silver Medal at Summer Paraolympics, 2016 in shot put. She also won medal in javelin event at the paraathletic grand woman to win medals in 3 consecutive Asian para Games in 2010, 2014 and 2018. She received Padma Shree, Arjuna and Rajib Gandhi Khel Ratna Awards. She was very much keen to make a personal record in sea-swimming. As a whole, she won
58 national and 23 international medals to date. We are proud of her.
—দীপা মালিক একজন ভারতীয় খেলোয়াড়। সে ১৯৭০ সালের ৩০ নভেম্বর জন্মগ্রহণ করে। সে হরিয়ানার।জুরগ্রামে জন্মগ্রহণ করে। সে ২০১৬ সালে প্যারাঅলিম্পিকে শম্পুট বিভাগে রৌপ্য পদক অর্জন করে। সে প্যারাঅ্যাথলেটিক
গ্র্যান্ড উত্তম্যান খেলায় বর্ণা বিভগে পদক লাভ করে এবং এশিয়ান প্যারা গেমসের ২০১০, ২০১৪ ও ১০১৮ সালে পরপর পদক পান। সে পদ্মশ্রী, অর্জুন ও রাজীব গান্ধি খেলরত্ন পুরস্কার লাভ করে। সে সমুদ্র-সাঁতার বিভাগে ব্যক্তিগত
পারদর্শিতা রাখার জন্য উৎসাহী ছিল। সামগ্রিকভাবে, সে আজ পর্যন্ত ৫৮টি জাতীয় ও ২৩টি আন্তর্জাতিক পদক অর্জন।করে। আমরা তার জন্য গর্বিত।
Activity 11
Using the given hints, write a paragraph on Deepa Malik, the first Indian
Coman to win a medal in the Para Olympic games.( প্রদত্ত সংকেত গুলি ব্যবহার করে দীপা মালিক সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো যে কিনা প্যারা অলিম্পিক খেলায় প্রথম স্থান অধিকার করে একটি পদক লাভ করে) ।
Hints: An Indian athlete -born on September 30, 1970 at Jurugram
in Haryana on Silver Medal at Summer Paralympics, 2016 in shot put
was guld medal in Javelin (4) event at the paraathletic grand womanৎwin mediale in 3 consecutive (2) Arian Para Games Gin 2010, 2014 and 2008-receipent
of Padma Shri. Arjuna and Rajib Gandhi Khel BatnsAwards -en to make a personal (re) record in sea-swimming
-won 58 national) and 23 international (enger) medals to date
Ans. Deepa Malik is an Indian athlete. She was born on September 30, 1970. Her place
of birth is Jurugram in Haryana. She won Silver Medal at Summer Paralympics.
2016 in shat put. She also won medal in javelin event at the paraathletic grand
woman to win medals in 3 consecutive Asian para Games in 2010, 2014 and 2016.
She received Padma Shree, Arjuna and Rajib Gandhi Khel Ratna Awards. She was
much keen to make a personal record in sea-swimming. As a whole, she wat
98 national and 23 international medale to date. We are proud of her
দীপা মালিক একজন ভারতীয় খেলোয়াড় সে ১৯৭০ সালের নভেম্বর জন্মগ্রহণ করে সে হরিয়ানার জোড়া গ্রামে জন্মগ্রহণ করে ২০১৬ সালে পারাইলিম্পিকে শটপুট বিভাগে রৌপ্য পদক অর্জন করে। সে প্যারাস্যাথলেটর গ্রান্ড ওমান খেলায় বর্ষা বিভাগে পদক লাভ করে এবং এশিয়ান প্যারা গেমসের ২০১০, ২০১৪ ১০১৮ সালে পরপর পদক পান সে পদ্মশ্রী অর্জুন ও রাজীব গান্ধীর খেলা রত্ন পুরস্কার লাভ করে
সে সমুদ্র সাঁতার বিভাগে ব্যক্তিগত পারদর্শিতা রাখার জন্য উৎসাহী ছিল সাময়িকভাবে শ্রেয়া আজ পর্যন্ত ১৮টি জাতীয় এবং টেস্টি আন্তর্জাতিক অর্জন করে আমরা তার জন্য গর্বিত। সমুদ্র-সাঁতার বিভাে
फिलम সে আড় পন্ত ৫৮টি জাতय