আদরিনী,|| দ্বাদশ শ্রেণী বাংলা || প্রশ্নের উত্তর
দ্বাদশ শ্রেণি বাংলা
আদরিনী গল্পের
mcq প্রশ্নের উত্তর
১। মোক্তারের নিকট আসিয়া বলিলেন" - কাহারা মুক্তারের নিকট আসিয়াছিল?
-জয়রাম এবং নগেন / নগেন এবং কুঞ্জ বিহারীবাবু// নরেন এবং কুন্ডু বিহারী বাবু
উত্তর - নগেন এবং কুঞ্জবিহারী বাবু।
২। নগেন ডাক্তার এবং উকিল কুঞ্জ বিহারীবাবু কোন সময়ে মো।ক্তার মশাইয়ের নিকট হাজির হইয়াছিলেন?
- সকালবেলা । বিকাল বেলা / দুপুর বেলা
উত্তর- বিকাল বেলার
৩। কোথা থেকে খেমটা আসছে?
- বেনারস // কলকাতা / যশোর
উত্তর- কলকাতা
৪। বেনারস থেকে বাই আসছে বাই কথার অর্থ কি ?
- বাজনা / ক্রয় করা / নর্তবী
উত্তর- নর্তকী
৫। কলকাতা থেকে খেমটা আসছে খেমটা কথার অর্থ কি?
- ঘোমটা / রাগী কন্যা / বাজনা
উত্তর- বাজনা ।
৬। "বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি"- কিসের নেমন্তন্ন ছিল?
-অন্নপ্রাশন / পুজো /বিয়ে
উত্তর- বিয়ে ।
৭ পীরগঞ্জে বাবুদের সঙ্গে মুক্তার মশাই এর সম্পর্ক কত দিনে ছিল?
- দশ বছর / কুড়ি বছর / বারো বছর
উত্তর- কুড়ি বছর।
৮। আদরিনী গল্পের লেখক এর নাম কি ?
-শঙ্খ ঘোষ / আশা লতা দেবী, /প্রভাত কুমার মুখোপাধ্যায়
উত্তর -প্রভাত কুমার মুখোপাধ্যায়।
৯। মোক্তারেরভালো নাম কি ছিল?
-নগেন্দ্রনাথ দত্ত / নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়/ জয়রাম মুখোপাধ্যায়।
উত্তর- জয়রাম মুখোপাধ্যায়।
১০।নগেন ডাক্তারের ভালো নাম কি ছিল?
- নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় / নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় / নগেন্দ্র মুখোপাধ্যায়
উত্তর -নগেন্দ্র মুখোপাধ্যায়।
১১। মোক্তার মহাশয় হাতি আনার জন্য হাতে আনার জন্য ভৃত্যকে কোথায় পাঠিয়েছিলেন?
-নগেন্দ্রনাথ এর কাছে / নরেশ চন্দ্রের কাছে/ মহারাজ নরেশচন্দ্রের কাছে।
উত্তর- মহারাজ নরেশ চন্দ্র এর কাছে।
১২। বিয়ে বাড়িতে গিয়ে মুক্তার মহাশয় কিভাবে সময় কাটাবো বলেছিলেন?
- তাস তাস খেলবেন / নাচের অনুষ্ঠানে নাচ দেখবেন / তদারকি করবেন
উত্তর- তদারকি করবেন।
১৩।মহারাজ নরেশচন্দ্রের কাছে কিরকম প্রার্থনা করিয়াছিলেন?
- বলিষ্ঠ / দ্রুতগামী / সুশীলও সুবোধ
উত্তর- সুশীল এবং সুবোধ
১৪। জয়রামের বয়স কত উল্লেখ করা হয়েছে?
- তিরিশ / চল্লিশ / পঞ্চাশৎ
উত্তর- জয়রামে বয়স পঞ্চাশৎ
১৫।। জয়রাম মুখোপাধ্যায়ের স্বভাব ,তিনি ও অতি অল্প কারণে -
- রাগ করতেন / বকাবকি করতেন / তীব্র অভিমান করতেন
উত্তর-তীব্র অভিমান করেন ।
১৬। জয় রাম মুখোপাধ্যায়ের আদি নিবাস কোথায় ছিল?
-ঢাকা জেলায় / পাবনা জেলায় / যশোর জেলায়
উত্তর- যশোর জেলায়।
১৭। আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল?
- ১০ টাকা / ১০০ টাকা / ৫ টাকা
উত্তর- ৫ টাকা।
১৮। মুক্তার জয়রাম মুখোপাধ্যায়ের গাইইটির নাম কি ছিল?
-নন্দিনী / বসুধা / মঙ্গলা
উত্তর- মঙ্গলা।।
১৯। জয়রাম মুখোপাধ্যায়ের পাঁচ টাকা জরিমানা হুকুম রহিত করিতে তিনি কত টাকা খরচ করেছিলেন?
১২০০ টাকা/ ২০১৭ টাকা / ১৭০০ টাকা।
উত্তর- ১৭০০ টাকা।
২০। ডেপুটিবাবুর নামে বাছুরটির নামকরণ করিলেন ।কারণ--
ক) তিনি ডেপুটি বাবুকে খুব ভালবাসতেন
খ) ডেপুটিবাবু তার আত্মীয় ছিল
গ) ডেপুটি বাবুর সঙ্গে আদালতে বিবাদ হয়েছিল।
উত্তর- ডেপুটি বাবুর সঙ্গে আদালতে বিবাদ হয়েছিল।
২১। পীরগঞ্জে বাবুদের বাড়ি বিয়েতে কোথা থেকে বাই আসছে ?
-কলকাতা / অযোধ্যা /বেনারস
উত্তর- বেনারস
২২। বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি"- কি বারে নেমন্তন্ন ছিল?
- সোমবার / মঙ্গলবার / শনিবার
উত্তর -সোমবার
২৩- বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি"- কোথায় বাবুদের বাড়ি ছিল?
- কালিয়াগঞ্জ /পীরগঞ্জ / বালি গঞ্জ
উত্তর- পীরগঞ্জ
২৪। মহারাজ নরেশচন্দ্রের কাছে কত দিনের জন্য প্রার্থনা করেছিলেন?
- দশদিন / দুদিন / তিন দিন
উত্তর- তিন দিন
জয়রাম মুখোপাধ্যায়ের শারীরিক গঠনসহ চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা কর
স্বভাব-তার হৃদয় খানি স্নেহে, বন্ধুবাৎসল্যে কুসুমের মত কোমল।
শারীরিক গঠন:- জয়রাম বাবু মানুষ কি লম্বা ছাঁচের -রঙটি আরেকটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত । গোঁফগুলি কাঁচায় পাকায় মিশ্রিত। মাথার সামনের দিকে টাক আছে।
২৫। জয় রাম বাবুর চোখ দুটি ছিল-
-গোল গোল এবং ভাসা ভাসা
/ বড় বড় এবংভাসা ভাসা
/ছোট ছোট
উত্তর- বড় বড় এবং ভাসা ভাসা।
২৬। নগেন ছিলেন একজন -
ডাক্তার / উকিল/ ব্যারিস্টার
উত্তর- ডাক্তার
২৭। কুঞ্জ বিহারীবাবু ছিলেন-
সিনিয়র উকিল / জুনিয়র উকিল/ ব্যারিস্টার
উত্তর -জুনিয়র উকিল