TALENT SEARCH EXAMINATION || CLASS 3 / মেধা অন্বেষণ পরীক্ষা তৃতীয় শ্রেণি
মেধা অন্বেষণ পরীক্ষা-২০১৫
TALENT SEARCH EXAMINATION - 2015
Organised by : West Bengal Mathematics Teachers' Association (W.B.M.T.A.)
তৃতীয় শ্রেণি
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট
নির্দেশাবলি
পূর্ণমান : ১০০
* উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র উত্তর লিখলেই হবে। : উত্তর পূর্ণবাক্যে দেওয়ার প্রয়োজন নেই। * প্রয়োজনীয় খসড়া (রাফ) উত্তরপত্রের পিছনের পাতায় করতে হবে। * প্রয়োজনীয় একক না লিখলে বা ভুল
একক লিখলে আংশিক নম্বর কাটা যাবে। : সকল প্রশ্নের উত্তর করতে হবে। * কোনো নেগেটিভ মার্কিং নেই।
বিভাগ –ক (সাহিত্য)
১। উৎসাহ শব্দের অর্থ লেখ।
উত্তর- আগ্রহ
২। পদ পরিবর্তন কর : রক্ত
উত্তর- রক্ত বিশেষ্য পদ এবং বিশেষণ পদ রক্তিম।
৩। বিপরীত শব্দ লেখ : মুখ্য
উত্তর- মুখ্য শব্দের বিপরীত শব্দ গৌণ।
৪। দুটি সমার্থক শব্দ লেখ : পুত্র
উত্তর- পুত্র সমর্থক শব্দ ছেলে, তনয়।
৫।-শুদ্ধ বানান লেখ : আমাবস্যা
উত্তর- অমাবস্যা
৬। বহুবচন কর : ছাত্র
উত্তর- ছাত্র শব্দের বহুবচন ছাত্ররা।
৭। সন্ধিবিচ্ছেদ কর : স্বাগত
উত্তর- সু + আগত
৮। এককথায় প্রকাশ কর : যার দু হাত সমান চলে।
উত্তর- সব্যসাচী
৯। লিঙ্গ পরিবর্তন কর ঃ দেওর
উত্তর- ননদ
১০। সন্ধিযুক্ত কর : পরি + ঈক্ষা
উত্তর- পরীক্ষা
বিভাগ—খ (ইংরেজি) 2×10 = 20
১১। Write opposite word: Kind
উত্তর- Kind opposite word: unkind.
১২। Neighbour কথাটির অর্থ লেখ।
উত্তর- প্রতিবেশী
১৩। Fill in the blanks : R--d- s - --
উত্তর-
১৪| Write Singular to Plural: Mouse
উত্তর-mice
১৫। Fill in the blanks with (A/An/ The). Ram is ----M. L. A.
উত্তর-
১৬। a song sings Madhu বাক্যটি সাজিয়ে লেখ।
উত্তর- Madhu sings a song
১৭ Change the Gender: Dog
উত্তর- bitch
১৮। Write in English - চুম্বক
উত্তর- magnet
১৯। Fill in the blank with (have/has) Ram and Rahim --- a ball.
উত্তর- has
২০। ইংরাজিতে অনুবাদ কর : একজন সাংসদ।
উত্তর- An M P
বিভাগ – (গণিত) ২×১০
২১। ৭ ÷ ১০০০০ কত?
উত্তর- ০.০০০৭
২২। ০.০৯ টাকা = কত পয়সা ?
উত্তর- ০.০৯ × ১০০ = ৯ পয়সা
২৩। ৩৫টি আমের ১/৫ অংশ = কটি আম ?
উত্তর- ৩৫ × ১/৫ = ৭ টি আম।
২৪। ৮ + ৯ × ০ + ২ = কত?
উত্তর- ৮ + ০+ ২ = ১০
২৫। ২, ১১ ও৭ কোন্ ক্ষুদ্রতম সংখ্যার মৌলিক উৎপাদক?
উত্তর- ২× ১১ × ৭ = ১৫৪
২৬। ০.১ এর সঙ্গে কত যোগ করলে ১ হবে?
উত্তর- ১– ০.১ = ০.৯
২৭। ২০০৮ সালের প্রথম ৩ মাসের দিন সংখ্যা কত?
উত্তর- ২০০৮ সাল লিপিয়ার। তাই ফেব্রুয়ারি মাসটি ২৯ দিনে হইবে।
:. ৩১ + ৩০ + ২৯ = ৯০ দিন
২৮। এক জোড়া শাড়ির দাম ৮৭০ টাকা হলে তিনটি শাড়ির দাম কত?
উত্তর- উত্তর- ৮৭০ ÷ ২ = ৪৩৫ টাকা।
একটি শাড়ির দাম ৪৩৫ টাকা ।
অতএব তিনটি শাড়ির দাম = ৪৩৫ × ৩ = ১৩০৫ টাকা।
২৯। দুটি সংখ্যার সমষ্টি ১৫ এবং সংখ্যা দুটির বিয়োগফল ৩। সংখ্যাটি দুটি কী কী?
উত্তর- (১৫+৩) ÷ ২ = ১৮÷ ২ = ৯
একটি সংখ্যা = ৯ অপরটি ১৫–৯ = ৬
সংখ্যা দুটি হইল ৯,৬
৩০। ১/২ গ্রাম = কত মিলিগ্রাম ?
উত্তর- ১/২ × ১০০০ = ৫০০ মিলিগ্রাম
৩১। কোন গ্রহের বলয় আছে?
উত্তর- শনি গ্রহে বলয় আছে।
৩২। 0°C = কত ডিগ্রী ফারেনহাইট?
উত্তর- ৩২°ফারেনহাইট।
৩৩। সকল শক্তির মূল উৎস কী?
উত্তর- সকল শক্তির মূল উৎস সূর্য
৩৪। ডিমস কোন গ্রহের উপগ্রহ?
উত্তর- ডিমস মঙ্গল গ্রহের উপগ্রহ।
বিভাগ—ঘ (পরিবেশ পরিচিতি)
৩৫। স্তম্ভমূল কোন উদ্ভিদে দেখা যায়?
উত্তর- স্তম্ভমূল বট উদ্ভিদে দেখা যায়।
৩৬। পাল তোলা নৌকা কীসের সাহায্যে চলে?
উত্তর- পাল তোলা নৌকা বাতাসের সাহায্যে চলে।
৩৭। প্রজাপতির লার্ভাকে কী বলে?
উত্তর- প্রজাপতির লার্ভাকে শুঁয়োপোকা বলে
৩৮। স্তন্যপায়ী প্রাণীদের সারা দেহ কী দিয়ে ঢাকা থাকে?
উত্তর- স্তন্যপায়ী প্রাণীদের সারা দেহ লোম দিয়ে ঢাকা থাকে।
৩৯। গরুর কাঁধের উপর যে মাংস পিণ্ড থাকে তাকে কী বলে ?
উত্তর-গরুর কাঁধের উপরের মাংসপিণ্ডকে "শোল্ডার ক্লড" বা "চক শোল্ডার ক্লড" বলা হয়।
আবার কুঁজ বলা হয় ।
৪০। জলের করটি অবস্থা ও কি কি?.
উত্তর- জলের তিনটি অবস্থা। কঠিন তরল ও গ্যাসীয়।
বিভাগ – ঙ (সাধারণ জ্ঞান) ২×১০=২০
৪১। কোন শহরকে 'গোলাপি শহর' বলা হয় ?
উত্তর- ভারতের জয়পুর শহরকে গোলাপি শহর বলা হয়।
৪২। কোন জেলাকে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার' বলে ?
উত্তর- পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে "শস্য ভাণ্ডার" বলে।
৪৩। কোন নদীকে পীত নদী বলে?
উত্তর- হুয়াংহো নদীকে পীত নদী বা হলুদ নদী বলা হয়।
৪৪। প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম কি?
উত্তর- প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারীর নাম হল কল্পনা চাওলা।
৪৫। “তোমরা আমায় রক্ত দাও। আমি তোমাদের স্বাধীনতা দেব।"-এটি কার উক্তি?
উত্তর- নেতাজি সুভাষচন্দ্র বসু।
৪৬। মিশরের সবচেয়ে বিখ্যাত নদী কোনটি?
উত্তর- মিশরের সবচেয়ে বিখ্যাত নদীটির নাম নীলনদ।
৪৭। ভারতের বৃহত্তম সমাধি সৌধের নাম কি?
উত্তর- ভারতের বৃহত্তম সমাধি সৌধ হল তাজমহল।
৪৮। ঔষধ মাখা কাপড়ে জড়ানো মৃত দেহাকে কী বলা হয়?
উত্তর- ঔষধ মাখা কাপড়ে জড়ানো মৃত দেহকে মমি বলা হয়।
৪৯। মানুষ প্রথম কী থেকে লোহা বের করে?
উত্তর- মানুষ প্রথম উল্কাপিণ্ড থেকে লোহা বের করে।
৫০। উদ্ভিদের প্রাণ আছে একথা কে প্রমাণ করেন ?
উত্তর- উদ্ভিদের প্রাণ আছে এ কথা জগদীশচন্দ্র বসু প্রমাণ করেন।