একটি স্মরণীয় ঘটনা || রচনা / Akti saraniyo ghatana - school book solver

Thursday, 26 June 2025

একটি স্মরণীয় ঘটনা || রচনা / Akti saraniyo ghatana

  


রচনা 

একটি স্মরণীয় ঘটনা



ভূমিকা : মানুষের নিজের জীবনে বা তার আশে পাশে কত ঘটনাই ঘটে। উত্থান পতন নিয়ে মানুষের জীবন। কোনো কোনো ঘটনা দীর্ঘকাল মনে থাকে। আবার কোনো কোনো ঘটনা মানুষ একেবারেই ভুলে যায়। আবার কোনটা অ্পষ্ট মনে থাকে। যেটা দীর্ঘদিন মনে থেকে মনের মধ্যে একটা দাগ কেটে রাখা যায় সেটা কে আমরা স্মরণীয় ঘটনা বলতে পারি। স্মরণে কোন না কোন সময় সেটা এসে যায় । তেমন একটি ঘটনা আমার জীবনে ঘটেছিল। যেটা বারবার আমার মনে পড়ে । 

স্মরণীয় ঘটনার বিবরণ : ঘটনাটি ঘটেছিল স্কুল জীবনে। তখন আমি ক্লাস সেভেন পড়ি। স্কুলে প্রথম পিরিয়ড ছিল বাংলার। বাংলার ক্লাসের মধ্যে অনেক গুজব কানে আসছিল। আজকে স্কুলে কিছু একটা ঘটবে। খুব মজা হবে ইত্যাদি। কিন্তু ঘটনাটা পরিষ্কার হচ্ছিল না। দ্বিতীয় পিরিয়ড, তৃতীয় পিরিয়ড এইভাবে কেটে গেল। চতুর্থ পিরিয়ড টা ছিল অংকের । অঙ্কের শিক্ষক মশাই ক্লাসে এসে জানালেন টিফিনের পর স্কুল ছুটি হয়ে যাবে। কারণ স্কুলের মাঠে এক ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাবেন। টিফিনের পর তোমরা সবাই খেলার মাঠে যাবে। সেখানে ম্যাজিক খেলা দেখবে। শুনেই আমরা সবাই হৈ হৈ করে উঠলাম। টিফিনের ঘণ্টা বেজে ওঠার পর সব ক্লাসের ছেলেমেয়েরা স্কুলের মাঠে গিয়ে হাজির হলাম। সেখানে গিয়ে দেখি ম্যাজিসিয়ান ও তার দলের লোকেরা খেলা দেখানোর আয়োজনে ব্যস্ত। দেখলাম দু একজন শিক্ষকমশাই আগেই সেখানে হাজির হয়েছেন। ম্যাজিশিয়ান নিয়ে খেলা দেখানোর পাশে একটা মাটির গর্ত করা হয়েছে । আমরা সবাই মাঠের চারদিকে গোল হয়ে বসলাম। ম্যাজিশিয়ান কে লক্ষ্য করতে লাগলাম তিনি কখন খেলা দেখাতে শুরু করবেন। তিনি তার খেলা লেখানোর জন্য সকল কিছু আয়োজন করতে ব্যস্ত । খেলার মাঠে আস্তে আস্তে সকল শিক্ষকরা হাজির হলেন। দিদিমনিরাও হাজির হলেন।  খেলা দেখার এক পাশে চেয়ার রাখা ছিল সেখানে শিক্ষক মাশয় এবং দিদিমণিরা বসলেন । একসময় খেলা শুরু হল। প্রথমে কিছু তাসের খেলা দেখালেন । খুব মজা লাগছিল অদ্ভুত অদ্ভুত তাসের খেলা। প্রতিটি খেলার শেষে তিনি 'ওয়াটার অফ ইন্ডিয়া' নামে একটি খেলা দেখালেন। একটা কলসির মধ্যে জল টেবিলে রাখা ছিল। সেটি খেলা দেখানোর পর সব জল ঢেলে দিচ্ছেন। আবার হঠাৎ কলসির মধ্যে জল জমা হচ্ছে।। আবার কিছুক্ষণ পর আবার ঢেলে দিলেন ।অর্থাৎ কলসি টার মধ্যে জল শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর আসল খেলা শুরু হল।

ম্যাজিসিয়ানের সঙ্গে আমাদের বয়সী দুটি ছেলে ছিল। তাদের মধ্যে একজনকে পাশেই খুঁড়ে রাখা একটি গর্তে ঢুকিয়ে মাটি চাপা দেওয়া হল। আমরা অবাক হয়ে তাকিয়ে রইলাম। মাটি চাপা দেওয়ার পর সে ম্যাজিসিয়ানের বেশ কয়েকটি প্রশ্নের সঠিক উত্তর দিল। এবার শেষ প্রশ্নের পালা। কারণ ছেলেটিকে আর বেশিক্ষণ মাটির তলায় রাখা যাবে না। কিন্তু শেষ প্রশ্নের কোনো উত্তর মাটির তলা থেকে পাওয়া গেল না। আমরা সবাই রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। ম্যাজিসিয়ানেরও মুখ শুকিয়ে গেল। তাড়াতাড়ি মাটি সরিয়ে ছেলেটিকে উপরে তোলা হল। তার নড়াচড়া বন্ধ হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে ডাক্তার ডেকে আনা হল। তিনি এসে জানালেন ছেলেটি মৃত। চারিদিকে হই হই পড়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যেই পুলিশ ছুটে এল। ম্যাজিশিয়ানকে ধরে নিয়ে গেল। আমাদের আনন্দ ধুলোয় মিশিয়ে গেল। দুচোখ ভরে শুধু জল এসে গেল। এমন ঘটনা সম্মুখীন হতে হবে আমরা কখনো ভাবি নেই। অনেকের চোখে জল ছিল ।কারোর মুখে তেমন কোন ভাষা ছিল না। সারা রাস্তা চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরেছিলাম। এই ঘটনার জন্য দুদিন স্কুল বন্ধ ছিল।


ঘটনাটি আমার কাছে স্মরণীয় কেন? : আমাদের বয়সী একটি ছেলেকে আমাদের চোখের সামনে  নিষ্ঠুর ভাবে মরতে দেখি অবাক হয়ে গিয়েছিলাম। টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে খেলতে গিয়ে একটি প্রাণ চলে গেল। বারবার মনে হচ্ছিল যদি একটু আগে খাল থেকে তোলা হতো তাহলে হয়তো সে বেঁচে যেত। আমাদেরকে এমন দৃশ্য দেখতে হতো না। এমন খেলা বন্ধ করে দেওয়া উচিত।



উপসংহার:- স্মরণীয় ঘটনা অনেকে জীবনে অনেক কিছুই ঘটে। আমার জীবনেও ঘটেছে। তবে এই ঘটনাটি আমি কোনদিন ভুলতে পারিনি। যখনই কোন ম্যাজিক খেলা দেখতে যাই তখনই এই ঘটনা কথা আগে মনে পড়ে যায়। আমি বারবার ভুলবার চেষ্টা করি। কিন্তু ভুলতে পারিনা। আর হয়তো কোনদিন ভুলতেও পারবো না ।