মেধা অন্বেষণ পরীক্ষা প্রশ্নের সমাধান দ্বিতীয় শ্রেণি / MEDHA. Porikha. Class 2
![]() |
![]() |
মেধা অন্বেষণ পরীক্ষা
TALENT SEARCH EXAMINATION-2023
Organised by: West Bengal Mathematics Teachers' Association
সময় : ১ ঘন্টা ৩০ মিনিট পূর্ণমান ১০০
দ্বিতীয় শ্রেণি
নির্দেশাবলি:; ★উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র উত্তর লিখলেই হবে। ★ উত্তর পূর্ণবাক্যে দেওয়ার প্রয়োজন নেই।★ প্রয়োজনীয় খসড়া (রাফ) উত্তরপত্রের পিছনের পাতায় করতে হবে। ★প্রয়োজনীয় একক না লিখলে বা ভুল একক লিখলে আংশিক নম্বর কাটা যাবে। ★ সকল প্রশ্নের উত্তর করতে হবে। ★ কোনো নেগেটিভ মার্কিং নেই।
বিভাগ-ক (সাহিত্য) ২×১০=২০
১। অর্থ লেখ : গণ্ডী
উত্তর- গণ্ডী কথার অর্থ সীমা বা পরিধি।
২। "শ্চ" দিয়ে শব্দ গঠন কর। (১টি)
উত্তর- নিশ্চয়।
৩। 'কিশলয়' কথার অর্থ কী?
উত্তর- কিশলয় কথার অর্থ গাছের নতুন পাতা অথবা গাছের কচি পাতা।
৪। বর্ণ সাজিয়ে শব্দ গঠন কর : দার্বস
উত্তর-:-সর্বদা
৫। বিপরীত শব্দ লেখ : উত্তম
উত্তর- অধম
৬। মিল করে শব্দ লেখ : কক্ষ
উত্তর- বক্ষ , রুক্ষ ।
৭। বিশ্বকবি কাকে বলা হয়।
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলে।
৮। শূন্যস্থান পুরণ কর : বি---- লয়।
উত্তর- বিদ্যালয়
৯। 'কভু' মানে কী?
উত্তর- কখন ও।
১০। ' ক্ + ষ বর্ণ দুটি যুক্ত করে লেখ।
উত্তর- ক্ষ
[বিভাগখ (ইংরেজি)
১১। পাঁচটি vowel -ই আছে এরকম একটি word লেখ।
উত্তর- education" এতে a, e, i, o, u পাঁচটি vowel রয়েছে ।
১২। সাজিয়ে লেখ : lepehnat
উত্তর- Elephant (হাতি)
১৩। ----Ox. (A/An) দিয়ে পূর্ণ কর।
উত্তর- An ox.
১৪। আমার দুটি বিড়াল আছে। (ইংরাজীতে অনুবাদ কর)
উত্তর- I have two cats.
১৫। ‘Island' শব্দের অর্থ কী?
উত্তর- Island" শব্দের বাংলা অর্থ হলো দ্বীপ।
১৬। Write correct answer : Coal is----(Red/Black/White).
উত্তর- Coal is Black.
১৭। 'That' -এর opposite কী?
উত্তর- That' -এর opposite This.
১৮। ----are trees. (This, Those, That)
উত্তর- Those -are trees
১৯। "শূন্যস্থান পূরণ কর : Da--- l ---a
উত্তর- Dahlia (ডালিয়া )
২০। 'জবা" এর ইংরাজী কী?
উত্তর- উত্তর- jaba.
বিভাগ (গণিত)
২১। ৫৫ [] ৩৫-( চিহ্ন বসাও >/ = / <)
উত্তর- ৫৫ > ৩৫
২২। এক পন = কত?
উত্তর- ২০ গণ্ডা অর্থাৎ ৮০টি।
২৩। একটি বাঁশকে ৭টি টুকরো করতে কতবার কাটতে হবে।
উত্তর- ৬ বার কাটতে হবে
২৪। ১৫ দিন থেকে কত দিন বাদ দিলে দু'সপ্তাহ হবে?
উত্তর- উত্তর- দু- সপ্তাহ সমান ১৪ দিন।
১৫-১৪ =১ দিন বাদ দিতে হবে।
২৫। ২৫ পয়সা + ------পয়সা = ১ টাকা।
উত্তর- ২৫ পয়সা + ৭৫ পয়সা= ১০০ পয়সা।
= ১ টাকা।
২৬। ৩০ পয়সার ৪ গুণ থেকে ১ টাকা কত কম?
উত্তর- ৩০ পয়সার ৪ গুণ= ১২০ পয়সা
১ টাকা = ১০০ পয়সা।
:, (১২০- ১০০)পয়সা= ২০ পয়সা কম।
২৭। এক মাসে কটি পক্ষ থাকে।
উত্তর- এক মাসে দুটি পক্ষ থাকে। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ।
২৮। রবিবারের ঠিক আগে কী বার আসে।
উত্তর- রবিবারের ঠিক আগে শনিবার বার আসে।
২৯। তোমার দাদা তোমার থেকে ৭ বছরের বড়। তোমার ৭ বছর। দার বয়স কত?
উত্তর- আমার দাদার বয়স ৭+৭ = ১৪ বছর।
৩০। ৬টি ৬-এর গুণফল কত?
উত্তর- ৬টি ৬-এর গুণফল ৬×৬= ৩৬
বিভাগ—ঘ (পরিবেশ পরিচিতি)
৩১। পৃথিবীর বয়স কত?
উত্তর- প্রায় পাঁচ কোটি বছর।
৩২। নেতাজীর জন্মদিন কবে?
উত্তর- ২৩ শে জানুয়ারি।
৩০। 'বিদ্যাসাগর এর আসল নাম কী?
উত্তর- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৩৪। দুর্গাপূজা কোন মাসে হয়?
উত্তর- আশ্বিন মাসে দুর্গাপূজা হয়।
৩৫।প্রজাপতি কী খায় ?
উত্তর- প্রজাপতি ফুলের মধু খায়।
৩৬। করমচা কী ধরণের ফল?
উত্তর- করমচা টক স্বদের ছোট আকারে ফল।
৩৭। কোন গাছের পাতা ছুঁলে গুটিয়ে যায় ?
উত্তর- লজ্জাবতী গাছের পাতা ছুঁলে গুটিয়ে যায়।
৩৮। শ্রেষ্ঠ সমাজসেবী কে?
উত্তর- শ্রেষ্ঠ সমাজ সেবী হলেন সুকলতা রাও।
৩৯। মাকড়সার কটি চোখ?
উত্তর- মাকড়সার আটটি চোখ।
৪০। একটি বন্য পশুর নাম লেখ, যার কেশর আছে।
উত্তর- সিংহ।
৪১। রামধনুর কটি রং?
উত্তর- রামধনুর সাতটি রং থাকে।
বিভাগ ঙ (সাধারণ জ্ঞান)
৪২। সবচেয়ে ছোট পাখির নাম কী?
উত্তর- সবচেয়ে ছোট পাখি চড়ুই। এছাড়াও হামিংবার্ড নামে ছোট পাখি আছে।
৪৩। ভারতের জাতীয় খেলা কী?
উত্তর- ভারতের জাতীয় খেলা নির্দিষ্ট কিছু নেই । হকি , কবাডি যেকোন একটা বলার যেতে পারে।
৪৪। গাঁদাফুল কোন সময় ফোটে?
উত্তর- গাঁদা ফুল শীতকালে ফোটে।
৪৫। বিহারের রাজধানীর নাম কী?
উত্তর- পাটনা।
৪৬। লবঙ্গ কি?
উত্তর -লবঙ্গ হলো- লবঙ্গ গাছের ফুলের কুঁড়ি। লবঙ্গ এক ধরনের মসলা বলা যেতে পারে।
৪৭। মাটির বাড়ি কে তৈরী করেন?
উত্তর- মাটির বাড়ি তৈরী করেন "ঘরামি" ।
৪৮। মুসলিমদের ধর্মগ্রন্থ কোনটি?
উত্তর- মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কোরান।
৪৯। যে সব প্রাণীর ডানা আছে, উড়ে চলে তাদের কী বলে?
উত্তর- যেসব প্রাণী দানা আছে উড়ে চলে তাদের পক্ষী বলে।
৫০। গাছ কখন খাদ্য তৈরি করে?
উত্তর- গাছ দিনের বেলায় খাদ্য তৈরি করে।