প্রথম শ্রেণীর মেধা অন্বেষণ পরীক্ষা / class 1 Talent search examination solution
মেধা অন্বেষণ পরীক্ষা- ২০২৩
TALENT SEARCH EXAMINATION-2016
Organised by: West Bengal Mathematics Teachers' Association (W.B.M.T.A.)
প্রথম শ্রেণি
নির্দেশাবলি
* উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় কেবলমাত্র উত্তর লিখলেই হবে।
* উত্তর পূর্ণবাক্যে দেওয়ার প্রয়োজন নেই।
* প্রয়োজনীয় খসড়া (রাফ) উত্তরপত্রের পিছনের পাতায় করতে হবে।
* প্রয়োজনীয় একক না লিখলে একক লিখলে আংশিক নম্বর কাটা যাবে।
* সকল প্রশ্নের উত্তর করতে হবে।
* কোনো নেগেটিভ মার্কিং নেই।
বিভাগ-ক (সাহিত্য)
১। "আর্ত" কথার অর্থ লেখ।
উত্তর: "আর্ত" কথার অর্থ কাতর, দুঃখিত।
২। অক্ষরগুলি সাজিয়ে শব্দ গঠন কর—বিজীত
উত্তর: জীবিত
৩। বিপরীত শব্দ লেখ : আলো
উত্তর: অন্ধকার
৪। বাকরচনা কর-চরণ
উত্তর: তপন পরীক্ষার সময় মায়ের চরণ ঘুমিয়ে প্রণাম করে।
৫। বাংলা স্বরবর্ণের তৃতীয় বর্ণ কোনটি?
উত্তর: বাংলা স্বরবর্ণের তৃতীয় বর্ণ হল "ই"।
৬। 'ত' দিয়ে শুরু একটি শব্দ লেখ, যার অর্থ "গাছ"।
উত্তর: তরু
৭। শূন্যস্থান পূরণ করা বি---হ।
উত্তর: বিগ্রহ।
৮। ঠিক বানানটি ফাঁকা জায়গায় লেখ-বোছা/বোঝা-
উত্তর: বোঝা।
৯। জেলেদের ছোটো নৌকাকে কী বলে?
উত্তর: জেলেদের ছোটো নৌকাকে ডিঙি বলে।
১০। মিলযুক্ত শব্দ লেখ — গাছ।
উত্তর: গাছ-মাছ।
বিভাগ – খ (ইংরেজি)
১১। Fill in the blank: B---rd.
উত্তর: Bird.
১২। How old are you?
উত্তর: I am 6 years old.(আমার বয়স ৬ বছর।)
১৩। "L" দিয়ে শুরু একটি Animal -এর নাম লেখ।
উত্তর: Lion (সিংহ)
১৪। বর্ণগুলি সাজিয়ে লেখ-enek
উত্তর: knee(হাঁটু)
১৫।। Write into Bengali।meaning- -Sunflower
উত্তর: সূর্যমুখী ফুল।
১৬। দুটি Semi Vowel লেখ।
উত্তর: দুটি Semi Vowel (অর্ধ-স্বরবর্ণ) আছে, সেগুলি হল: w এবং y.
১৭। Write the correct word-Flouer / Flower / Flowar
উত্তর: Flower
১৮। am/is/are দিয়ে শূন্যস্থান পূরণকর: He---a cricketer
উত্তর: He is a cricketer
১৯। -----Earth (A, An. The ) শূন্যস্থানে সঠিক কথা বসাও।
উত্তর: The Earth.
২০। 'R' দিয়ে শুরু একটি রঙের নাম লেখ।
উত্তর: 'R' দিয়ে শুরু একটি রঙের নাম Red (লাল)
বিভাগ -গ (গণিত)
২১। চার সপ্তাহ= কত দিন?
উত্তর: ৪×৭=২৮দিন
২২। ৫১+ [] = ৭৫
উত্তর: ৭৫- ৫১= ২৪
২৩। যুগ্ম কথার অর্থ কি?
উত্তর: যুগ্ম" শব্দের অর্থ হল "জোড়া"।
২৪। আড়াই ডজন = কয়টি?
উত্তর: (১২×২)+৬= ২৪+৬=৩০ টটি
২৫। ১০০ টি কলা = কত গণ্ডা কলা?
উত্তর: ১০০÷৪=২৫ গণ্ডা কলা।
২৬। ৮ টাকা ৭ পয়সা= কত পয়সা?
উত্তর: ৮টাকা==৮০০ পয়সা+৭ পয়সা
= ৮০৭ পয়সা।
২৭। "প্রতীক" কথার। মানে কি?
উত্তর:-প্রতীক" কথার। মানে "চিহ্ন"।
২৮। ৫০০ এর ঠিক আগের সংখ্যাটি কত?
উত্তর: ৫০০-এর ঠিক আগের সংখ্যাটি ৪৯৯।
২৯। অধিবর্ষের দিনসংখ্যা কত?
উত্তর: অধিবর্ষের দিনসংখ্যা হল ৩৬৬ দিন
৩০। ৬৩১-এর স্থানীয় মানের যোগফল কত?
উত্তর: ৬৩১-এর স্থানীয় মানের যোগফল ৬৩১।
৩১। মায়ের ভাইকে কী বলে?
উত্তর: মায়ের ভাইকে "মামা"বলে?
বিভাগ - (পরিবেশ পরিচিতি)
৩২। নিশাচর পাখি কাকে বলা হয়?
উত্তর: যেসব পাখি রাতে চড়ে বেড়ায় তাদের নিশাচর পাখি বলে । যেমন বাদুর, পাঁচা।
৩৩। কোন প্রাণী সবচেয়ে আস্তে হাঁটে?
উত্তর: কচ্ছপ।
৩৪। আমরা মধু কী থেকে পাই?
উত্তর: মৌচাক থেকে আমরা মধু পাই।
৩৫। ফুটবলের রাজা কে?
উত্তর: ফুটবলের রাজা হল "পেলে"।
৩৬। ভারতবর্ষের রাজধানীর নাম কি?
উত্তর: ভারতবর্ষের রাজধানীর নাম নয়াদিল্লি।
৩৭। আম সরস ফল না নিরস ফল।
উত্তর: আম সরস ফল।
৩৮। পানিফল কোথায় জন্মায়?
উত্তর: পুকুর বা বড় জলাশয়ে পানিফল জন্মায়। অথবা জলে পানি ফল জন্মালে হবে।
৩৯। ভারতের রাষ্ট্র ভাষা কি?
উত্তর: ভারতের রাষ্ট্রভাষা হিন্দি।
৪০। মাছ কীভাবে ঘুমায় ?
উত্তর: মাছ চোখ খোলা রেখে ঘুমায়।
[বিভাগ ও (সাধারণ জ্ঞান) |
৪১। সৌরভ গাঙ্গুলী কোন্ খেলার সাথে যুক্ত?
উত্তর: সৌরভ গাঙ্গুলী ক্রিকেট খেলার সাথে যুক্ত।
৪২। চাঁদ কোথা থেকে আলো পায়?
উত্তর: চাঁদ সূর্য থেকে আলো পায়।
৪৩। 'নেতাজী' কাকে বলা হয়।
উত্তর: সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলা হয়।
৪৪। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি?
উত্তর: পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা হল কলকাতা।
৪৫। ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা?
উত্তর: ক্রিকেট ইংল্যান্ড দেশে জাতীয় খেলা।
৪৬। গাছের খাদ্য তৈরী হয় কোন অংশে ?
উত্তর: গাছে খাদ্য তৈরি হয় গাছের পাতায়।
৪৭। শরৎকালে হয় এরকম একটি ফুলের নাম লেখ।
উত্তর: একটি শরৎকালের ফুল হলো শিউলি ফুল
৪৮। যমুনা একটি শহর/নদী/গ্রাম। সঠিকটি লেখ।
উত্তর: যমুনা একটি নদী।
৪৯। আমাদের প্রধান ফসল ?
উত্তর: আমাদের প্রধান ফসল ধান।
৫০। বাড়িতে চিঠিপত্র কে পৌঁছে দেন।
উত্তর: বাড়িতে চিঠি পত্র পিয়ন পৌঁছে দেন।