চিত্রগ্ৰীব হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা CHITRAGRIB question answer class 6 bangla - school book solver

Tuesday, 27 May 2025

চিত্রগ্ৰীব হাতে-কলমে অনুশীলন প্রশ্নের উত্তর ষষ্ঠ শ্রেণি বাংলা CHITRAGRIB question answer class 6 bangla




ষষ্ঠ শ্রেণি বাংলা

চিত্রগ্রীব

কথা : ধনগোপাল মুখোপাধ্যায়

ছবি : সুধাজিৎ সেনগুপ্ত



 সারাংশ : চিত্রগ্রীব একটি পায়রা, যে লেখকের প্রিয় বন্ধু। চিত্রগ্রীবের বাবা প্রত্যহ ডিমে তা দেয়। কিন্তু সে জানেনা কবে কীভাবে সেই ডিন থেকে ছোট্ট ছানা আত্মপ্রকাশ করবে। এজন্য ছোট্ট ছানাকে তার মায়ের উপর নির্ভর করতে হয় যেমনভাবে মানবশিশু তার মায়ের কোলে আত্মসমর্পণ করে বড়ো হয়।

পাখির জীবনটাকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিমের মধ্য থেকে বাচ্চার আবির্ভাব এবং শিশু পায়রাকে তার মায়েদের।ঠোঁটে ঠোঁট রেখে

খাওয়ানো। ছোটো খোপের মধ্যে মা কিংবা বাবা পায়রা বাচ্চাকে রেখে যায় এবং সময়মতো উড়ে এসে চিত্রগ্রীবের ঠোটে ঠোঁট লাগিয়ে সুখে পরিণত করা বীজ মাওয়ায়। খাবার সময় চিত্রীবের দেহ ফুলে ওঠে। ছোটো চিত্রীবকে শক্ত খাবার খেতে দেওয়া হত না। মা পায়রা নিজের মুখে শক্ত খাবারকে কিছুক্ষণ রাখার পর নরম হলে তা বাচ্ছাকে খাওয়ায়। চিত্রগ্রীবের যখন তিন সপ্তাহ তখন সে বীজ মনে করে একদিন একটা পিঁপড়েকে থেরো ফেলতে যায়। পরে অবশ্য সে তার ভুল বুঝতে পারে তার অপরাধের জন্য লজ্জাবোধ করে। পাঁচ সপ্তাহ বয়স হলে সে বাসার বাইরে এসে জলপান করতে শুরু করে। পায়রার চোখের সামনে একটা অত্যন্ত পাতলা ফিনফিনে না থাকে এবং তার দ্বারাই পায়রারা ঝড় ও সূর্যের দিকে উড়ে যেতে পারে। এই পাতলা পর্দাই তাদের চোখকে রক্ষা করে থাকে। পাখি হয়ে জন্মগ্রহণ করল চিত্রগ্রীব সহজে উড়তে পারেনি। লেখকই তাকে প্রাথমিক ভাবে ডানা খোলা ও বন্ধ করার শিক্ষাদান করেন। তারপর বাবার ধমক খেয়ে সে সম্পূর্ণভাবে ওড়ার শিক্ষালাভ করে। কিন্তু প্রথম ওড়ার সময় সে খুব ভয় পেয়েছিল। যে এত ভয় পেয়েছিল সে প্রথম প্রথম মাটিতে পা রাখার সাহস পর্যন্ত দেখাতে পারেনি। সে সময় মা পায়রা সমেহে তাকে বুকে জড়িয়ে ধরে সাহসী করে তোলে। তখন চিত্রগ্রীবকে উড়তে শেখানোর কাজ সম্পূর্ণ করে তার বাবা এক তৃপ্তির অনুভূতি লাভ করেন।


হাতেকলমে প্রশ্নের উত্তর

১.১ ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে?

উত্তর। ধনগোপাল মুখোপাধ্যায়ের Gay Neck বা চিত্রগ্রীব বইয়ের চিত্ররূপ আমি পড়লাম।


১.২ তাঁর লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো।

উত্তর। তাঁর লেখা অন্য আর একটি বই হল - Kari— The Elephant,


২. চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো। বাবা-মায়ের সাহচর্যে চিত্ৰগ্ৰীৰ যেমন উড়তে শিখেছে। ঠিক তেমন কোন্ শিক্ষা তুমি প্রথম বাবা মায়ের সাহচর্যে শিখেছ মনেকরে লেখো।

উত্তর। চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি আমাদের খুব ভালো লাগল এবং আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সন্বন্ধে অনেক কথা জানতে পারলাম। প্রত্যেক পিতামাতাই সন্তানের প্রতি স্নেহশীল থাকেন। চিত্রগ্রীবের বাবা-মাও তার বাতিক্রম নন। তারাও চিত্রগ্রীবের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। শিশুকালে যখন অত্যন্ত ছোটো ছিল তখন তাকে খাওয়ানো এবং নিয়ম করে উড়তে শেখানোর মাধ্যমে আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সন্তান বাৎসল্যের পরিচয় লাভ করি। প্রত্যেক বাবা মাই সন্তানের প্রতি স্নেহপ্রবণ। আমার বাবা-মাও তার ব্যতিক্রম নন। আমি বাল্যকাল থেকেই আমার বাবা-মায়ের সান্নিধ্যে বড়ো হয়েছি। তারা আমাকে স্নেহের চাদরে মুড়ে রেখেছিলেন। এখনও আমি বাবা মায়ের অত্যন্ত সতর্ক দৃষ্টির।মধ্যেই থাকি। মা সর্বদা আমার যত্ন নেন এবং খুব আদর করেন। তিনিই আমার সকল প্রেরণার উৎস। বাবা কাজের মানুষ। তিনি সর্বদা বাড়িতে থাকেন না। কিন্তু যখনই তিনি দিনের শেষে সুযোগ পান তখন আমায় সাহচর্য দেন এবং পড়ার বিষয়ে খোঁজখবর করেন। এর থেকে আমি চিত্রগ্রীবের বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে আমার বাবা-মায়ের।ভালোবাসার একটা মিল খুঁজে পাই।


শব্দার্থ : করী-হাতি। 

গেরোরাজ - চতুর। 

বনেদি- অভিজাত। 

কেতাব তারহীন।

ঠোকর- আঘাত।

অলৌকিক-অসাধারণ।

 বেষ্টনে - জড়িত থেকে।

 হাপর- কামারের যন্ত্রবিশেষ যা দিয়ে হাওয়া যায়। কঠিন-শক্ত।

জবর-খুব/ অত্যন্ত। 

খোপ - পাখির বাসা।

 কীতি – কাজ। কৃতকর্ম করা কাজ।

 হপ্তা – সপ্তাহ। 

আঁধি-ধূলিঝড়।

আতঙ্কে ভয়ে। 

পরখ করা - পরীক্ষা করা। 

সাধ্যমতো — সামর্থ অনুসারে। 

অস্থি - হাড়। 

তপ্ত -গরম। 

স্বচ্ছ—পরিষ্কার।

গৃহচূড়া-বাড়ির মাথা।

 ভর্ৎসনা — তিরস্কার। 

নিরস্ত- থামা। 

প্রসাধন - সাজসজ্জা। 

চক্রাকারে গোল হয়ে। 

দস্তুরমাফিক-পুরোপুরি। 

তৃপ্ত-সন্তুষ্ট।




উজ্জ্বল এক ঝাঁক পায়রা

বিমলচন্দ্র ঘোষ

সারাংশ : শান্ত, স্নিগ্ধ ও প্রশান্ত আকাশে এক ঝাঁক উজ্জ্বল পায়রার অসীম নীলাকাশে পাখা মেলে উড়ে যাবার কথা এই গানে বলা হয়েছে। সৃষ্টির ঊষালগ্ন থেকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে আমরা অক্ষম। আমাদের এগিয়ে চলার পথে গ্রহ তারাই সঙ্গী। বৎসরের শেষে চৈত্রমাসের ভরা রোদে আকাশ পথে সাদা, তামাটে বা কালো ইত্যাদি

বিচিত্র বর্ণের পায়রার দল অবাধে বিচরণ করে।

শব্দার্থ : চলফটফটে। নিঃসীন – সীমাহীন। অপর আকাশ। সৃষ্টি-পৃথিবী। মন্থর-ধীর। আকাশ ছুটি।

অনন। উদ্দান বাধাহীন। উল্লাস - আনন্দ। শ্বেত-সাদা। পিকাপ – তামাটে। রুনু –কালো। কল্পিত — কাঁপছে এমন। উড়ন্ত উড়া এমন।