বৃত্তি পরীক্ষা বিজ্ঞান প্রশ্নের উত্তর ২০২৪ চতুর্থ শ্রেণি / britti porikha biggan class 4 about 2024 - school book solver

Pages

Tuesday, 6 May 2025

বৃত্তি পরীক্ষা বিজ্ঞান প্রশ্নের উত্তর ২০২৪ চতুর্থ শ্রেণি / britti porikha biggan class 4 about 2024

 প্রশ্ন-




 



প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ, পঃ বঃ পরিচালিত
প্রাথমিক শেষ পরীক্ষা (বৃত্তি পরীক্ষা)
পূর্ণমান - ৫০      সময় : ১ ঘন্টা ৩০ মিঃ
বিষয় : বিজ্ঞান


১। শূন্যস্থান পূরণ করো ঃ (যে কোন ৫টি)
ক) উদ্ভিদের রান্নাঘর বলা হয়..... (পাতাকে / কাণ্ডকে / শিকড়কে)।
উত্তর- পাতাকে
খ) তরল পদার্থের নির্দিষ্ট কোন...….
উত্তর-  আকার

গ) সকল শক্তির উৎস,........(তারা/ সূর্য/উদ্ভিদ)।
উত্তর- সূর্য

ঘ) বাটখারা দিয়ে কোনো জিনিসের.... মাপা হয়।।.
উত্তর-  ভর।

ঙ) ‌‌ পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা.......।
উত্তর- ৩২টি

চ) বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশী থাকে, তা হলো
উত্তর- নাইট্রোজেন।

২। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখোঃ (যে কোন ৫টি)
ক) আমাদের গলার ভেতর নল আছে - (একটি / দুটি / তিনটি)।
উত্তর- দুটি

খ) উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ - (কমে যায় / বেড়ে যায় / একই থাকে)।
উত্তর-  কমে যায়।

গ) আঁশহীন একটি মাছ হল - (শোলমাছ / সিঙ্গিমাছ / পুঁটি মাছ)।
উত্তর- সিঙ্গিমাছ

ঘ) জড় পদার্থ হোল - (ব্যাঙের ছাতা / ছাতা /ব্যাঙ)।
উত্তর- ছাতা

ঙ) গায়ের রং বদলাতে পারে - (টিকটিকি / গিরিগিটি / মাকড়সা)।
উত্তর- গিরিগিটি

চ) শিরদাঁড়া আছে যে প্রাণীর - (কৃমি / কাঁকড়া / কুমীর)।
উত্তর- কুমীর

৩। সংক্ষিপ্ত উত্তর দাও : (যে কোন ৫টি)
ক) প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝায় ? এদের কীভাবে সংরক্ষণ করা যায় ?
উত্তর- যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় ,সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে।।
  জঙ্গলে গাছ না কাটা । প্রাণীদের  খাবার  জল জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা। চোরাশিকায়রা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। এইভাবে এদের সংরক্ষণ করা যায়।

খ) উদ্ভিদের খাবার তৈরি করতে কী কী লাগে? সেগুলো কোথা থেকে পায় ?
উত্তর- উদ্ভিদের খাবার তৈরি করতে লাগে- কার্বন ডাই অক্সাইড গ্যাস জল ও খনিজ পদার্থ এবং সূর্যালোক।
কার্বন ডাই-অক্সাইড গ্যাস পাওয়া যায় বাতাস থেকে। জল ও খনিজ পদার্থ পাওয়া যায় মাটি থেকে। সূর্যালোক পাওয়া যায় সূর্য থেকে।

গ) মানুষের খাবার হজম করতে লালাগ্রন্থি এবং দাঁত কীভাবে সাহায্য করে ?
উত্তর- মানুষের খাবার হজম করতে লালা গ্রন্থি  থেকে লালা রস বের হয়ে খাবারকে দোলা পাকাতে সাহায্য করে। যা সহজে গলা দিয়ে নেমে যায়।
দাঁত খাবারকে টুকরো টুকরো করে ভাঙতে সাহায্য করে। এর ফলে সহজে খাজা খাবারটি হজম হয়।

ঘ) সাপে কামড়ালে প্রাথমিকভাবে কী কী চিকিৎসা করব তা আলোচনা কর।
উত্তর- সাপে কামড়ালে প্রাথমিকভাবে কামড়ানোর কিছুটা ওপরে দিকে শক্ত করে বাঁধন দিতে হবে। দরকার হলে ক্ষতস্থানটি ব্লেড দিয়ে কেটে দিতে হবে। যাতে কিছুটা রক্ত বের হয়ে যায় তারপর তাকে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে।

ঙ) সুষম আহার কাকে বলে ?
উত্তর- পরিমাণ মতো যে সমস্ত খাবার খেলে শরীর সুস্থ থাকে সেগুলিকে বলা হয় সুষম আহার।

চ) (১) গাছ আমাদের কী কী উপকার করে?
উত্তর- গাছ আমাদের অক্সিজেন দেয় যা আমাদের বাঁচতে সাহায্য করে। গাছ আমাদের ফুল ফল  দিয়ে খাবারের সাহায্য করে। গাছ থেকে আমরা জ্বালানি পাই। গাছ আমাদের পশু পাখির আশ্রয়স্থল।

(২) মেঘ কীভাবে তৈরি হয় ?
উত্তর- নদী নালা খাল মিলে জল বাষ্প হয়ে পড়ে উঠে গিয়ে ঘনীভূত হয়ে  মেঘ তৈরি করে।

৪। ভুল সংশোধন করো : (যে কোন ৫টি)
ক) সাপের লেজে বিষথলি থাকে।
উত্তর- সাপের দাঁতে বিষ থলি থাকে

খ) খাবারে হজম না হওয়া অংশ পাকস্থলিতে জমা হয়।
উত্তর- খাবারের হজম না হওয়া অংশ মলাশয়ে জমা হয়

গ) শ্বাস নেওয়াকে বলে নিঃশ্বাস।
উত্তর- শ্বাস নেওয়া কে বলে প্রশ্বাস

ঘ) বর্ষাকালে ঘাসে শিশির জমে।
উত্তর- শীতকালে ঘাসে শিশির জমে

ঙ) প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়।
উত্তর- প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না।
অথবা কাগজের প্যাকেট মাটিতে মিশে যায়

চ) সব জায়গায় বাতাসের উপাদানগুলির পরিমাণ একই থাকে।
উত্তর- সব জায়গায় বাতাসের উপাদান গুলির পরিমাণ একই থাকে না।

৫। সংক্ষিপ্ত উত্তর দাও ঃ (যে কোন ৫টি)

ক) খাবার থেকে শক্তি কীভাবে পাই?
উত্তর- খাবারের কণাগুলি ভেঙ্গে আমাদের রক্তে শরীরে মিশে যায়। তারপরে সেখান থেকে আমরা শক্তি পাই।

খ) কী কী করলে ফুসফুস ভালো থাকবে?
উত্তর- সকালে উঠে মুক্ত বাতাসে হারলে আমাদের ফুসফুস ভালো থাকবে। এ ছাড়া আর দৌড়াদৌড়ি খেলা করলে আমাদের ফুসফুস ভালো থাকবে। ধুলোবালি নাকে কম ঢুকলে আমাদের ফুসফুস ভালো থাকবে। ধূমপান না করলে আমাদের ফুসফুস ভালো থাকবে।

গ) দাহ্য পদার্থ কাকে বলে? তিনটি উদাহরণ দাও।
উত্তর- যে সকল পদার্থ সহজেই আগুনে পুড়ে যায় সেগুলিকে বলা হয় দাহ্য পদার্থ যেমন কাঠ,খড়।

ঘ) মিশ্রণ কাকে বলে? মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি উল্লেখ কর।
উত্তর- দুই বা ততোধিক পদার্থ মিশে যাওয়া কে বলা হয় মিশ্রণ এই মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা দুটি পদ্ধতি হল প্রথম পদ্ধতি ছাঁকনির সাহায্যে করা যায়, দ্বিতীয় পদ্ধতি থিতিয়ে যাওয়ার পর আলাদা করা হয়। আবার চুম্বকের সাহায্য কখনো কখনো আলাদা করা হয়।

ঙ) রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী কী সাবধানতা নেওয়া উচিত?
উত্তর- রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে ঘরের জানলা দরজা গুলি খুলে ফেলা উচিত তারপর ভালো করে লক্ষ্য রাখা গ্যাস টি থেকে কোন গ্যাস বের হচ্ছে কিনা বিশেষ করে যেটা দরকার সেটা হল কোন রকম আগুন যেন সেখানে না প্রবেশ করে সেদিকে সাবধানতা নেওয়া।।

চ) আমাদের দাঁত মাজা দরকার হয় কেন ?
উত্তর- আমাদের দাঁত মাজা হয় কারণ, দাঁতের ফাঁকে খাবারের কণাগুলোকে বের করে ফেলে রাতকে পরিষ্কার রাখার জন্য। খাবারে কণাগুলি দাঁতের ফাঁকে লেগে থাকলে মুখে দুর্গন্ধ বের হবে এবং পেটের অসুখ করবে। তাই দাঁত মাজা দরকার