মুক্তির মন্দির সোপন তলে পঞ্চম শ্রেণি বাংলা হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর / Muktir mondir sponrtale class 5 bangla
পঞ্চম শ্রেণীর বাংলা
মুক্তির মন্দির সোপানতলে
★মোহিনী চৌধুরী।★
■ এক কথায় উত্তর দাও
★ 'সুপ্রভাত' বলতে কবি এখানে কী বুঝিয়েছেন ?
উত্তর ঃ কবি ‘সুপ্রভাত' বলতে বুঝিয়েছেন এ দেশের স্বাধীনতাপ্রাপ্তির লগ্নকে।
★ কবি মোহিনী চৌধুরী কবে জন্মেছিলেন?
উত্তর : কবি মোহিনী চৌধুরী জন্মেছিলেন ১৯২০ খ্রিস্টাব্দে।
★ তিনি কোন দশকের গীতিকার?
উত্তর : কবি মোহিনী চৌধুরী ১৯৫০-৬০ দশকের গীতিকার।
★ কবি মোহিনী চৌধুরীর লেখা গানগুলি গেয়েছেন এমন কয়েকজন গায়কের নাম লেখো।
উত্তর : মান্না দে, শচীন দেববর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, জগন্নাথ মিত্র প্রমুখ গায়ক উল্লেখযোগ্য।
★ অশ্রুজলে কী লেখা আছে?
উত্তর : মুক্তির মন্দির সোপানতলে যেসব অসংখ্য প্রাণ বলিদান হল তাদের ইতিহাস অশ্রুজলে লেখা আছে।
★ মুক্তির মন্দির সোপানতলে' কবিতাটি কে লিখেছেন ?
উত্তর : মুক্তির মন্দির সোপানতলে কবিতাটি লিখেছেন কবি মোহিনী চৌধুরী।
★ কারা আর এই সুপ্রভাতে ফিরবে না?
উত্তর : ওই শিকলভাঙা বন্দিশালা অগণিত যেসব বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা হয়ে আছে তারা আর এই সুপ্রভাতে ফিরবে না।
★ কাদের চরণ চুম্বনের কথা বলা হয়েছে?
উত্তর : স্বদেশব্রতে মহাদীক্ষা লাভ করে যাঁরা ব্রিটিশদের হাতে প্রাণ দিয়েছেন তাঁদের চরণ চুম্বনের কথা বলা হয়েছে।
★ 'জীন' শব্দের অর্থ কী?
উত্তর : 'জীন' শব্দের অর্থ ‘ছেঁড়া’, ‘পুরাতন', 'অচল' কিংবা বারবার ব্যবহার করে যা ক্ষয়ে গেছে বা নষ্ট হতে চলেছে।
★ জাতি' বলতে তুমি কী বোঝো?
উত্তর : ধর্ম-জন্মভূমি-রাষ্ট্র-আদিমবংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী যে বিভাজন তাকে বলে জাতি। যেমন—হিন্দু জাতি, আর্যজাতি, বাঙালি জাতি, বণিক জাতি ইত্যাদি।
★ যারা জীর্ণ জাতির বুকে জাগাল আশা' বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর : যে জাতি উদ্যম হারিয়ে ফেলেছে তাদেরকে নব উদ্যমে জাগিয়ে যাঁরা জাগিয়ে তুলেছেন কবি তাঁদের কথা বলেছেন এখানে।
★ 'যত তরুণ অরুণ গেল অস্তাচলে ?' কথাটির প্রকৃত অর্থ এখানে কী?
উত্তর : যে সকল নব যুবক দেশের জন্য অকালে জীবন বিসর্জন দিল তাদের কথাই কবিতায় বলা হয়েছে।
★ অস্তাচলে কারা চলে গেল ?
উত্তর : যেসব তরুণ-অরুণ অর্থাৎ যেসব বিপ্লবী যুবক দেশের জন্য অকালে প্রাণ বিসর্জন দিল তাদের অস্তাচলে যাওয়ার কথা বলা হয়েছে।
★ যারা স্বর্গগত তারা কী জানে?
উত্তর : যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে তাদের কাছে জন্মভূমিই অধিক প্রিয়।
★ বন্দিশালা বিপ্লবীদের রক্তে রাঙা কেন ?
উত্তর : বন্দিশালায় ধূর্ত শাসক ব্রিটিশরা স্বাধীনতাকামী যুবকদের বন্দি করে ফাঁসি দিয়েছে বলে ওই উক্তিটি করা হয়েছে।
★ লিঙ্গ পরিবর্তন করো :
তরুণ (পুংলিঙ্গা)-তরুণী (স্ত্রীলিঙ্গ)।
বন্ধু (পুংলিঙ্গা) বান্ধবী (স্ত্রীলিঙ্গ)।
স্বদেশ স্বদেশি।
দীক্ষা—দীক্ষিত।
মৌন—মৌনতা।
- মলিন-মলিনতা।
জীর্ণ-জীর্ণতা।
প্রাণ-প্রাণিত।
লেখা-লিখিত।
বিপ্লবী-বিপ্লব।
প্রভাত-প্রভাতি।
তরুণ-তারুণ্য।
স্বর্গ-স্বর্গীয়।
প্রিয়-প্রিয়তা।
বন্দি-বন্দি।
রাঙা রং।