চতুর্থ শ্রেণি বাংলা দক্ষিণ মেরু অভিযান হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর/ dakhhinmeru abhijan class 4 bangla - school book solver

Pages

Saturday, 8 March 2025

চতুর্থ শ্রেণি বাংলা দক্ষিণ মেরু অভিযান হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর/ dakhhinmeru abhijan class 4 bangla

 


চতুর্থ শ্রেণীর বাংলা

দক্ষিণমেরু অভিযান 

 নৃপেন্দ্রকৃয় চট্টোপাধ্যায়



লেখক নৃপেন্দ্রকৃয় চট্টোপাধ্যায় পরিচিতি:-  নৃপেন্দ্রকৃয় চট্টোপাধ্যায় ১৯০৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।  তিনি বাংলার গীতিকার হিসেবে একজন বিখ্যাত মানুষ ছিলেন।  তিনি আবার একজন কাহিনিকার, চিত্রনাট্যকার এবং চিত্রপরিচালক। তাঁর লেখা তাঁর উল্লেখযোগ্য বই।গুলি হলো- দুর্গমপথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি । ১৯৬৩ সালে নৃপেন্দ্রকৃয় চট্টোপাধ্যায় পরলোকগমন করেন।



দক্ষিণমেরু অভিযান চতুর্থ গল্পের নামকরণের সার্থকতা:- নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়ের ১৯১০ সালে স্কট আবার দলবল নিয়ে দক্ষিণমেরু আবিষ্কারে বেরিয়ে পড়লেন। অদম্য চেষ্টায় বরফের কঠিন বাধা পেরিয়ে অবশেষে ১৯১২ সালের ১৮ জানুয়ারি স্কট হাজির হলেন দক্ষিণমেরুতে।  জয়ী হয়েও জয়ের সম্মান কুড়োতে পারলেন না স্কট। ব্যর্থ মনে ফিরে চললেন তিনি দেশে। ফেরার সময় আবার বরফের অবিশ্রাম কঠিন বাধায় পড়ে গেলেন। সঙ্গীদের সবাইকে নিয়ে বরফের বুকেই মারা গেলেন। সমগ্র গল্পটি দক্ষিণ মেরু অভিযানকে কেন্দ্র করে লেখা তাই আমার মতে ' দক্ষিণ মেরু অভিযান' নামকরণটি দূরত্ব হয়েছে বলে মনে হয়।






বিষয়বস্তু আলোচনা :-

 ১৯০১ সালের আগস্ট মাসে ইংল্যান্ডের কম্যান্ডার স্কট ‘ডিসকভারি' নামক জাহাজে চেপে স্যার আর্নেস্ট স্যাকলটন নামে এক বড়ো নাবিককে সঙ্গে নিয়ে দক্ষিণমেরু অভিযান করেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পর বরফের ওপর দিয়ে সহজে যাওয়া যাবে না ভেবে ১৯০২ সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে জাহাজ নোঙর করে থাকলেন। তারপর উনিশটা কুকুর নিয়ে স্লেজগাড়িতে এগিয়ে চললেন। কিন্তু তাঁকে বরফের তীব্র ঝড়ে বাধা পেতে থাকলেন। তাঁরা ক্ষুধায় এতই অবসন্ন হয়ে পড়লেন যে আর এক পাও এগোনো গেল না। কয়েক মাস এডওয়ার্ড দ্বীপে কাটিয়ে দ্বিতীয়বার যাত্রা শুরু করলেন স্কট। এবার অন্য দুজন তাঁর সঙ্গী হলেন। ইভানস ও লাসলি । তখন খাদ্য ফুরিয়ে যাওয়ায় তাঁরা ফিরে এলেন। ১৯০৩ সালের শেষ নাগাদ। তাঁরা সে যাত্রায় যতদূর এগিয়েছিলেন তাতে আর মাত্র ৪৬৩ মাইল দূরে ছিল দক্ষিণ মেরু। স্যার আর্নেস্ট স্যাকলটন ১৯০৮ সালে আলাদাভাবে নিজের দল নিয়ে দক্ষিণ মেরু যাত্রা করেছিলেন। তাঁরা অনেক দূর এগিয়েছিলেন। মাত্র ৯৭ মাইল পেরোতে পারলেই তাঁরা দক্ষিণমেরুতে পৌঁছে যেতেন। কিন্তু আর এগোনো তাদের পক্ষেও সম্ভব হল না।

১৯১০ সালে জুন মাসে কম্যান্ডার স্কট আবার তাঁর দলবল নিয়ে ‘টেরানোভা’ জাহাজে করে এগিয়ে চললেন দক্ষিণমেরু বিজয়ে। ১৯১১ সালের প্রথম দিকে সেই দুর্লঙ্ঘ্য বরফের প্রাচীরের কাছে পৌঁছে গেলেন । দক্ষিণ মেরু এখান থেকে মাত্র

৩৫০ মাইল। ১৯১২ সালের নববর্ষের প্রথম দিনে আটজন সঙ্গী নিয়ে তিনি দক্ষিণমেরুর ১৭০ মাইলের মধ্যে এসে পড়লেন। কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার বরফের অসম্ভব বাধা পেরিয়ে এগিয়ে চললেন। অবশেষে ১৮ জানুয়ারি ১৯১২ সালে দক্ষিণমেরুতে পৌঁছে গেলেন। গিয়ে দেখলেন, কয়েক সপ্তাহ আগে নরওয়ের এক ব্যক্তি তাঁদের দেশের পতাকা লাগিয়ে গেছেন ব্যথিত মনে দেশে ফিরে চললেন স্কট কিন্তু ফেরার পথে এত বেশি বরফের ঝড়ের আক্রমণে পড়লেন যে সকলেই সেই পথেই মারা গেলেন।




হাতেকলমে প্রশ্নের উত্তর -

১। দক্ষিণমেরু অভিযান রচনাংশটি লেখকের কোন্ বই থেকে নেওয়া?

উঃ দক্ষিণমেরু অভিযান রচনাংশটি লেখকের 'নতুন যুগের মানুষ' বই থেকে নেওয়া।


২। তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম লেখো।

উঃতাঁর লেখা আরও দুটি বইয়ের নাম-(১) দুর্গম পথে (২) দুঃখজয়ীর দল।


৩। শূন্যস্থান পূরণ করো :

৩.১ স্কট.......সালে জন্মগ্রহণ করেন ?

উঃ ১৮৬৮।


৩.২ ছেলেবেলা থেকে স্কট......কাজ শিখতেন।

উঃ জাহাজে।


৩.৩ প্রত্যেক তাঁবুর উপর একটা করে......গুঁজে রাখা হল। 

উঃ পতাকা।


৩.৪ ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট.......জাহাজে করে দক্ষিণমেরুর পথে আবার যাত্রা করলেন।

উঃ টেরানোভা।

৩.৫ ক্যাপ্টেন স্কর্ট-এর মৃতদেহের সঙ্গে তাঁর......পাওয়া যায়।

উঃ ডায়ারিও।


৪। গল্পটিতে যে ইংরেজি মাসের নামগুলি পেয়েছ সেগুলি সাজিয়ে লেখো। সেই সেই মাসের ঘটনাগুলি পাশাপাশি উল্লেখ করো।

উঃ ১ জানুয়ারি ১৯১২–স্কট দক্ষিণমেরুতে পৌঁছোলেন। ফেব্রুয়ারি ১৯০২–কিং এডওয়ার্ড দ্বীপে স্কট নোঙর করে রইলেন।

১৮৬৮ সালের ৫ জুন—ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন। জুন প্রথম সপ্তাহ ১৯১০-ক্যাপ্টেন স্কট তাঁর দলবল নিয়ে ‘টেরানোভা জাহাজে শেষ বারের মতো দক্ষিণমেরু যাত্রা করলেন। ১৯০১ সালের আগস্ট মাসে স্কট প্রথম দক্ষিণমেরুতে যাত্রা করেন। ১৯১১ সালের সেপ্টেম্বর—স্কট প্রায় ৩৫০ মাইল দূরত্বে দক্ষিণমেরু পৌঁছোলেন। ১৯০২ সালের নভেম্বর –স্কট শ্লেজযাত্রার আয়োজন করলেন। ১৯০২ সালের ডিসেম্বর অবধি এগিয়ে চললেন।



৫। দক্ষিণমেরু অভিযানে ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী কোস্ কোন্ ব্যক্তির নাম পেয়েছ তার একটি তালিকা প্রস্তুত করো ।

উঃ ক্যাপ্টেন স্কটের সাহায্যকারী ব্যক্তিরা হলেন যথাক্রমে—স্যার ক্লেমেন্টস মার্কহাম। স্যার আর্নেস্ট স্যাকলটন। উইলসন। ইভানস। লাসলি। ক্যাপ্টেন ওটস।


৬। বাক্যরচনা করো ঃ শ্লেজ, আবিষ্কার, গৌরব, ব্যর্থ, সমুদ্রযাত্রা।

উঃ শ্লেজ—বরফের দেশে কুকুরের টানা শ্লেজ গাড়িই একমাত্র বাহন। 

আবিষ্কার—রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেন। 

গৌরব—সুভাষচন্দ্র সমগ্র বাঙালি জাতির গৌরব। ব্যর্থ—প্রাণপণ চেষ্টায় কোনো কাজ করলে তা ব্যর্থ হবে না

সমুদ্রযাত্রা—আগেকার দিনে পালতোলা নৌকায় নাবিকরা সমুদ্রযাত্রা করতেন।




৭। দক্ষিণমেরু অভিযানে স্কট যে যে বিপদের মুখে পড়েছিলেন তার তালিকা তৈরি করো। (একটি উদাহরণ দেওয়া হল)

উঃ

অভিযান

স্কটের দক্ষিণমেরু অভিযান

(১৯০২ সালের নভেম্বর)

> বরফের ঝড়, স্যাকলটনের অসুখ হয়।

এবংযাত্রীরা অবসন্ন ও অজ্ঞান, খাদ্য সংকট দেখা দেয়।

১৯০৩ সালে ব্যর্থ হয়ে

ইংল্যান্ডে ফিরে আসার পথে

> ঘন বরফে পথ অবরুদ্ধ।


১৯১০ সালের জুন মাসে

দ্বিতীয়বার দক্ষিণমেরু যাত্রা

> দক্ষিণমেরু পদার্পণ করে ফিরে আসার পথে

বরফ বৃষ্টি, দলের সকল যাত্রীর তুষার সমাধি।


৮। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :


৮.১ স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন ?

উঃ স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন।


৮.২ ইংল্যান্ডের দক্ষিণমেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো ।

উঃ ইংল্যান্ডের দক্ষিণমেরু অভিযানের আয়োজক সংস্থার নাম 'রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি'।


৮.৩ প্রথম দক্ষিণমেরু অভিযান কত সালের কোন্ মাসে শুরু হয়েছিল ?

উঃ প্রথম দক্ষিণমেরু অভিযান ১৯০১ সালের আগস্ট মাসে শুরু হয়েছিল।


৮.৪ দক্ষিণমেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল ?

উঃ দক্ষিণমেরু যাত্রায় স্কটের সঙ্গী  ছিলেন- স্যার আর্নস্ট স্যাকলটন, উইলসন। 

উনিশটা কুকুর নেওয়া হয়েছিল।



৮.৬ এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন ?

উঃ এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস আর লাসলি।


৮.৭ স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন ?

উঃ স্কট ৪৬৩ মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন।


৮.৮ ১৯০৮ সালে কে দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন?

 উঃ ১৯০৮ সালে  দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন -স্যার আর্নেস্ট স্যাকলটন।


৮.৯ স্যাকলটন আর কতদূর যেতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন ?

উঃ স্যাকলটন আর ৯৭ মাইল যেতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন।


৮.১০ স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন ?

উঃ স্কট তৃতীয় অভিযান ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে শুরু করেন ।



৯। নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো :

৯.১ ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন?

উঃ স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করে গিয়েছেন।সেই থেকে সমুদ্রের প্রতি স্কট একটা টান অনুভব করতেন। তাই ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল।



৯.২ স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণমেরু আবিষ্কারের অভিযানের প্রচেষ্টার কথা লেখো।

উঃ দ্বিতীয়বার স্কট দক্ষিণমেরুর পথ থেকে ফিরে এসেছেন শুনে  স্কট ১৯০১ সালের সঙ্গী স্যার আর্নেস্ট স্যাকলটন ১৯০৮ সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণমেরুর দিকে রওনা হলেন। আর মাত্র ৯৭ মাইল পেরোতে পারলেই তিনি দক্ষিণমেরুতে পৌঁছোনোর গৌরব অর্জন করতে পারতেন। কিন্তু তাঁকে দুর্লঙ্ঘ্য বাধার মুখোমুখি হয়ে বাধ্য হয়ে ফিরে আসতে হয় ।



৯.৩ অভিযান-আবিষ্কারের কাহিনি আমাদের ভালো লাগে কেন?

উঃ  আমাদের জীবনে সকলেরই চিরকাল শুধু অজানাকে জানার, অচনাকে চেনার এবং অসম্ভবকে সম্ভব করার অদম্য মন নিয়ে বেঁচে থাকি। আমাদের মধ্যে এই বিপুল আগ্রহ আছে।সেজন্যই  অসীম কৌতূহলের বাসনা থেকেই নানা অভিযান করা হয়।অভিযানে কখনওমানুষ বারবার ব্যর্থ হয়েছে। আবার কখনও বিজয়ী হয়েছে। যে-কোনো অভিযানে এই যে বারবার চেষ্টা এবং ব্যর্থতা,আবার সফলতা লাভের নেশা এ জানতে আমাদের সকলেরই ভীষণ ভালো লাগে। নতুন নতুন উৎসাহ লাভ করি। তাই অভিযান-আবিষ্কারের কাহিনি আমাদের ভালো লাগে ।



৯.৪ দক্ষিণমেরু পৌঁছোনোর পরেও ক্যাপ্টেন স্কট কেন খুশি হতে পারেননি? ফেরার পথে তিনি যে বিপদের সম্মুখীন হয়েছিলেন তা নিজের ভাষায় লেখো।

উঃ ক্যাপ্টেন স্কট দক্ষিণমেরুতে পৌঁছে দেখলেন তাঁদের কয়েক সপ্তাহ আগে নরওয়ের আমুন্ডসেন তাঁদের দেশের পতাকা একটি কাষ্ঠফলকে লাগিয়ে দিয়ে গিয়েছেন।

দক্ষিণমেরু আবিষ্কারের কৃতিত্ব অন্যজন করেছেন জেনে ব্যর্থ মনে স্কট দেশে ফিরতে লাগলেন। 

ফেরার পথে ভয়াবহ বাধার মুখোমুখি হতে লাগলেন। হাওয়া আর বয় না। শুধু জমাট বরফের কণা বইতে থাকে। দিনের পর দিন শুধু বরফের বৃষ্টি ছাড়া আকাশ কিংবা পৃথিবী কিছুই দেখা যায় না। প্রায় শ্বাসবন্ধ হতে যাওয়ার উপক্রম। ভীষণ বরফ পড়ার জন্য তাঁরা কিছু না দেখতে পেয়ে পথ খুঁজে পেলেন না। তাঁদের সারা শরীর অবসন্ন হয়ে পড়ল। স্কটের এক সঙ্গী ইভানস বরফ চাপা পড়ে মারা গেলেন। বরফ পড়া বন্ধ হল না। অবশেষে স্কট তাঁর অন্যান্য সঙ্গীদের নিয়ে একটি ডিপোতে ফিরে এলেও সবাই একে একে বরফের স্তূপে ঢাকা পড়ে মারা গেলেন।



১০। টীকা লেখো :

স্লেজ গাড়ি ঃ কুকুরে টানা একপ্রকার গাড়ি।চাকাবিহীন এমন এক গাড়ি আছে তাতে দু-একজন লোক বসে যায়, আর তা টেনে নিয়ে চলে কুকুর। গ্রিনল্যান্ড, নরওয়ে, কানাডা এসব দেশের এক-এক অঞ্চলে দেখা যায়।


কিং এডওয়ার্ড দ্বীপ : দক্ষিণমেরু অভিযানকারী ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন স্কট ১৯০২ সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড নামক দ্বীপে কিছুদিনের জন্য অবস্থান করেছিলেন।দ্বীপ শব্দের অর্থ হল চারদিকে জল মাঝখানে স্থল। 



ডিসকভারি ঃ দক্ষিণ মেরু অভিযানের জন্য একটি দল গড়া হচ্ছিল। এই দলের নাম রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি। এই সোসাইটির প্রেসিডেন্ট ছিলেন স্যার ক্লেমেন্টস মার্কহাম ৷ ডিসকভারি শব্দের অর্থ আবিষ্কার। শব্দটি ইংরেজি discovery। এই ডিসকভারি হল একটি বৃহৎ জাহাজ।


টেরানোভা ঃ দ্বিতীয়বার দক্ষিণমেরু জয়ের স্বপ্নে ‘টেরানোভা ১৯১০ সালের জুন মাসে জাহাজে করে যাত্রা করেন ।



স্কট ঃ ইংল্যান্ডের ডিভনশায়ারের এক গ্রামে ১৮৬৮ খ্রিস্টাব্দের ৫ জুন স্কট জন্মগ্রহণ করেন। তাঁর পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করতেন । তিনি ইংল্যান্ডের একটি মেরু অভিযানকারী দলের হয়ে প্রথমে ১৯০১ সালের আগস্ট মাসে দক্ষিণমেরুর উদ্দেশ্যে পাড়ি দেন। কিন্তু কোনোভাবেই আর বরফের দুর্লঙ্ঘ্য প্রাচীর ডিঙিয়ে তিনি দক্ষিণমেরুতে পারেন নি। ফিরে আসার পথে তিনি বরফের ঝড়ে এমনভাবে আক্রান্ত হন যে তিনি ও তাঁর দলবল সকলের বরফের স্তূপে চাপা পড়ে শরীর সমাধি ঘটে।




অতিরিক্ত প্রশ্নোত্তর

 

 সঠিক উত্তরটি নির্বাচন করো :

  স্কটের আগে দক্ষিণমেরু জয় করেছিলেন–(স্যার কাল্লর/ স্যাকলটন আমুন্ডসেন/ইভানস)।

উত্তর : আমুন্ডসেন ।

  স্কটের মৃতদেহের সাথে পাওয়া গিয়েছিল তাঁর—(খাতায়/বালিশ/ডায়ারি।)

উত্তর : ডায়ারি।

স্কট ছেলেবেলা থেকেই—(জাহাজে/নৌকোতে/কারখানার) কাজ শিখতে থাকেন।

উত্তর : জাহাজে।


১৯০১ সালে স্কট—(ভিসটারি/ডিসকভারি/টেরানোভা) নামক জাহাজে করে দক্ষিণমেরুর দিকে যাত্রা করেন।

উত্তর ঃ ডিসকভারি।

শ্লেজযাত্রায় ঠিক হয় তাঁদের সাথে থাকবে—(চল্লিশটা/উনিশটা/একুশটা) কুকুর।

উত্তর : উনিশটা কুকুর।

প্রথম যাত্রায় স্কট ও সঙ্গীরা দক্ষিণমেরু থেকে—(৪৬৩ মাইল/৪৯৭ মাইল/১১৮৫ মাইল) দূরে ছিলেন।

উত্তর : ৪৬৩ মাইল।

স্যার আর্নেস্ট স্যাকলটন – (১৯০৮/১৯১১/১৯১০) সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণমেরুর দিকে রওনা হলেন

উত্তর : ১৯০৮ সালে।




শূন্যস্থান পূরণ করো :


■ জগতের নানা দেশ থেকে......আবিষ্কারের নানারকম চেষ্টা চলছিল।

উত্তর - দক্ষিণ মেরু

■ প্রত্যেক তাঁবুর ওপর একটা করে.....গুঁজে রাখেন।

উত্তর : পতাকা।

■ ........ হল অসুখ।

উত্তর : স্যাকলটনের।


■ সামনের সমস্ত পথ .....বন্ধ হয়ে গেছে।

উত্তর : বরফে।

■ এবার স্কট দক্ষিণমেরুতে পৌঁছোলেন বটে, কিন্তু আর তাঁর....... ফেরা হলো না।

উত্তর : ইংল্যান্ড।

■ কাষ্ঠফলকে.......নাম তার বিজয়বার্তা ঘোষণা করছে।

উত্তর ঃ আমুন্ডসেনের।


■ তাঁরা তাঁর মৃতদেহের সঙ্গে তাঁর.....

পান।

উত্তর : ডায়েরিও।

■.........এক গ্রামে স্কট জন্মগ্রহণ করেন।

উত্তর : ডিভনশায়ারের।


■...…....প্রতি একটা টান নিয়েই তিনি জন্মগ্রহণ করেন।

উত্তর : সমুদ্রের।


■ ছেলেবেলা থেকেই তিনি.....কাজ শিখতে থাকেন।

উত্তর : জাহাজে।


■.......... সঙ্গে পরামর্শ করে স্কট এই অভিযানের অধিনায়কত্ব গ্রহণ করেন।

উত্তর : স্যার মার্কহামের।



এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো :

ণ্ডামারক, সকরিভাডি, , রুক্ষিদণমে, কলস্যাটরনে, ভারানোটে,য়ারেরশাভনডি ।

উত্তর :  ণ্ডামারক > কমাণ্ডার, 

সকরিভাডি > ডিসকভারি

ওডএয়ার্ড >  এডওয়ার্ড 

রুক্ষিদণমে > দক্ষিণমেরু

কলস্যাটরনে >  স্যাকলটনের

ভারানোটে > টেরানোভা।

য়ারেরশাভনডি > ডিভনশায়ারের,



দু-এক কথায় উত্তর দাও :



■  কুকুর গুলোর অবস্থা কেমন হয়েছিল

উত্তর : কুকুরগুলো ক্রমশ অবশ হয়ে আসতে লাগল ।


তার মৃত্যু দেহের সঙ্গে কি পাওয়া গিয়েছিল

উত্তর ঃ তাঁরা তাঁর মৃতদেহের সঙ্গে তাঁর ডায়ারিও পান।



■  স্যার ক্লেমেন্টস মার্কহামের পরিচয় কী?

উত্তর ঃ তিনি ছিলেন ‘রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি' নামে দক্ষিণমেরু অভিযানকারী দলের প্রেসিডেন্ট।

স্কটের পূর্বপুরুষেরা কী করতেন ?

উত্তর-স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগের চাকরি করতেন।


■  ১৯০১ সালে কোন্ জাহাজে করে স্কট দক্ষিণমেরু পাড়ি দিয়েছিলেন?

উত্তর ঃ ‘ডিসকভারি’ নামক জাহাজে ।


বরফের মধ্য দিয়ে কোনো পথ না দেখে স্কট কী পরিকল্পনা করলেন?

উত্তর ঃ ১৯০২ সালের ফেব্রুয়ারি মাসে কিং এডওয়ার্ড দ্বীপে জাহাজ নোঙর করে রাখলেন। তাঁরা এবার ঠিক করলেন কিছুদিন পরে শ্লেজগাড়িতে করে বরফের ওপর দিয়ে যাওয়া যাবে।


১৯০১ সালে দক্ষিণমেরু যাত্রাকালে স্কটের সঙ্গী কে ছিলেন?

উত্তর ঃ স্যার আর্নেস্ট স্যাকলটন


শ্লেজ যাত্রার জন্য তাঁরা কী ব্যবস্থা করলেন?

উত্তর ঃ ১৯০২ সালের নভেম্বর মাসে উনিশটা কুকুরকে নিয়ে শ্লেজ যাত্রার আয়োজন করলেন। স্কটের সঙ্গে রইলেন স্যাকলটন ও উইলসন।





স্কট তাঁর মৃত্যুর ঠিক আগেই ডায়ারির শেষ পাতায় কী লিখে গেছেন?

উত্তর ঃ স্কটের ডায়ারির শেষ পাতায় লেখা ছিল, ‘গত একমাস আমরা যা কষ্ট পেয়েছি, আমি ভাবতে পারি না, কোনো মানুষ কোনোদিন সেরকম কষ্ট সহ্য করেছে কিনা। তবুও আজ ভাগ্যের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই, যা পেয়ে তা মাথা পেতে গ্রহণ করেছি। যদি আমরা বেঁচে থাকতে পারতাম, তাহলে সমস্ত ইংল্যান্ড শুনতে পেত যে, ইংল্যাে

গৌরবের জন্য তাঁর কয়েকজন সন্তান কী কষ্টই না সহ্য করেছে—আমাদের এই মৃতদেহ আর আমার এই লেখা হয় জগতে একদিন সে কাহিনির সাক্ষ্য দেবে—'।


■  স্কট কীভাবে কুকুরদের খাবার জোগাতে লাগলেন ?

উত্তর ঃ স্কট তাঁর যাত্রাপথে নিয়েছিলেন কুকুর। কুকুরগুলো যখন ক্ষুধায় অবসন্ন ও অজ্ঞান হয়ে পড়তে লাগল তখন এক-একটা কুকুর মেরে তারই মাংস কুকুরদের খাওয়াতে লাগলেন।