তৃতীয় শ্রেণীর বাংলা একা একা থাকতে নেই হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর / Aka Aka thakey ney class 3
![]() |
তৃতীয় শ্রেণি বাংলা
সপ্তম পাঠ
প্রচলিত গল্প : একা একা থাকতে নেই
লেখক : অজ্ঞাত
সারাংশ : একদল পরি, তারা গাছের ডালে বসবাস করে। অনেকদিন তারা রোদে, জলে ও ঠান্ডায় কষ্ট পাওয়ার পর তারা ঠিক করে বাড়ি বানাবার। বাড়ি এমন ধরনের বানানো হবে তাই নিয়ে তাদের মধ্যে মতভেদ দেখা দেয়। কয়েকজন পরি মতামত দেয় জঙ্গলের মধ্যে অনেক গাছপালার মধ্যে বাড়ি বানাতে, আর দুজন পরি চায় ফাঁকা মাঠে দুটি গাছের মধ্যে বাড়ি বানাতে। সেই মতো তারা ভিন্ন ভিন্ন স্থানে বাড়ি বানায়। বেশ কাটছিল। কিন্তু একদিন হঠাৎ বিপদ আসে। মাঠের মধ্যে পরিদের গাছ-বাড়ি বাড়িগুলো প্রবল হাওয়ায় ভেঙে পড়ে। কিন্তু জঙ্গলের পরিদের বাড়ির কোনো ক্ষতি হয় না। এই ঘটনা থেকে তারা শিক্ষা নেয় যে একসঙ্গে ঘন বনভূমির মতো মিলেমিশে থাকবে। আলাদা আলাদা থাকার অনেক বিপদ আছে। একসাথে থাকলে শক্তি বাড়ে।
শব্দার্থ ঃ বনভূমি—বনের এলাকা।
শক্তি-ক্ষমতা।
মজবুত — শক্ত।
একদল—একসাথে অনেকজন।
পরি—রূপকথার কল্পিত সুন্দরী মেয়ে, যাদের পাখির মতো ডানা আছে।
হিমেল—ঠান্ডা।
দুর্ভাবনা — খারাপ চিন্তা, দুশ্চিন্তা, উদবেগ।
খুশির হাওয়া – আনন্দের অনুভূতি ।
বিপদ – সংকট, ঝঞ্ঝাট।
পাহাড়ি ঝড়- প্রবল ঝড়।
ওলট-পালট – সম্পূর্ণ বদল, বিপর্যয়। ঝড়-ঝাপটা – জোরালো
আচমকা—চমকানি লাগে এমন, হঠাৎ।
দমকা হাওয়া – হঠাৎ জোরে ছুটে আসা হাওয়া। দাপট – প্রতাপ।
বাতাসের ঢেউ ও হঠাৎ ধাক্কা।
ঘন বন— গভীর অরণ্য।
মিলেমিশে—একসঙ্গে, সম্ভাব, সম্প্রীতি বজায় রেখে।
নামকরণের সার্থকতা আলোচনা করো:/
উত্তর;- গল্পের মূল বিষয়বস্তু একসাথে থাকা। একদল পরির কাহিনির মাধ্যমে আলাদা থাকার অসুবিধে এবং একসাথে থাকার সুবিধে দেখানো হয়েছে। গল্পটিতে যেহেতু একা থাকার অসুবিধের দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে তাই গল্পটির নামকরণ 'একা একা থাকতে নেই' সঠিক হয়েছে।
হাতে-কলমে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন?
উঃ। বাড়িতে থাকলে রোদ, জল, ঠান্ডায় আর তাদের কষ্ট হবে না।সেজন্য পরিদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল।
১.২ বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন?
উঃ। তারা দু-দল ভাগ হয়ে দুটি আলাদা আলাদা জায়গায় বাড়ি করতে চেয়েছিল। তাই কাদের মধ্যে বাড়ি তৈরি করার জায়গা নিয়ে ঝগড়া হলো।
১.৩ তারপর তারা কী কী করল?
উঃ। তারপর একদল পরি জঙ্গলের ভেতর ও দুজন পরি ফাঁকা মাঠে গাছের উপর বাড়ি তৈরি করল।
১.৪ বৃষ্টিতে পরিদের মাঠের গাছ-বাড়িগুলোর কী অবস্থা হলো?
উঃ। প্রবল ঝড়-বৃষ্টিতে পরিদের মাঠের গাছ- বাড়িগুলো ভেঙে পড়ল।
১.৫ ঘন বনে ঝড়-ঝাপটা তেমন সুবিধা করতে পারল না কেন ?
উঃ। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ ছিল, তাই ফাঁকা জায়গা কম হওয়ায় ঝড়-ঝাপটা তেমন সুবিধা করতে পারল না।
১.৬ বনের পরিদের বাড়ি কীভাবে বেঁচে গেল ?
উঃ। ঘন বনে ঝড়-ঝাপটা তেমন সুবিধে করতে পারল না। কেবল গাছের কয়েকটা ডাল ভেঙে পড়ল। ফলে বনের পরিদের বাড়ি বেঁচে গেল ৷
১.৭ একা একা থাকার বিপদ কোথায়?
উঃ। একা একা থাকলে শক্তি কমে যায়।
২. বন্ধনীর মধ্যে ঠিক উত্তরটা বেছে লেখো :
২.১ পরির দল খোলা আকাশের নীচে (গাছের ডালে ডালে/গাছের কোটরে কোটরে) থাকে।
উঃ। গাছের ডালে ডালে।
২.২ গাছের গুঁড়ি থেকে (অল্প/অনেক) উঁচুতে কয়েকজন পরি বাড়ি তৈরি করল।
উঃ। অল্প।
২.৩ যেদিন ঝড় উঠল, সেদিন ছিল (বর্ষার রাত/শীতের রাত)।
উঃ। বর্ষার রাত।
২.৪ ঘন বনে গাছগুলো (কাছাকাছি/ছাড়াছাড়া হয়ে) থাকে।
উঃ। কাছাকাছি।
২.৫ (একসঙ্গে/আলাদা ভাবে) থাকলে শক্তি বাড়ে।
উঃ। একসঙ্গে।
৩. পরি, পাহাড়ি ঝড় এবং গাছ-বাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো :
উঃ। পরি—পরিরা আগে বনে জঙ্গলে ঘুরে বেড়াত।
পাহাড়ি ঝড়— পাহাড়ি ঝড়ের পাহাড়ে থাকা মানুষদের খুব ক্ষতি হয়।
গাছ-বাড়ি- অনেক গল্পে গাছ বাড়ি কথা জানা যায়।
৪. সমার্থক শব্দ লেখো :
বাড়ি- ঘর।
হাওয়া-বাতাস।
গাছ—বৃক্ষ।
বন-জঙ্গল।
হিমেল — শীতল।
৫.বিপরীতার্থক শব্দ লেখো ঃ
একদল—একা।
নীচে—উপরে।
ভিজে—শুকনো।
দিন-রাত্রি।
সুখ-দুঃখ ।
শান্তি— অশাস্তি।
গভীর—অগভীর।
অল্প- প্রচুর।
সুন্দর—কুৎসিত।
খুশি—অখুশি।
অনেক কম।
আলাদা আলাদা—একসাথে।
৬. শূন্যস্থানে ঠিক শব্দ বসাও :
৬.১। পরিরা গাছর ডালে.......।।
(থাকে/ থাকি)।
উঃ। থাকে।
৬.২। তারা বাড়ি তৈরি........(করব/করবে)।
উঃ। করবে।
৬.৩। একসঙ্গে থাকলে শক্তি........
(বাড়ে/বাড়ায়)।
উঃ। বাড়ে।
৭. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :
লতকাশী—শীতকাল।
চকামআ— আচমকা।
ছপালাগা – গাছপালা।
মিনভূব—বনভূমি।
টাঝপড়ঝা–ঝড়ঝাপটা।
৮. বর্ণ বিশ্লেষণ করো :
আকাশ -আ + ক্ + আ + শ।
আনন্দ – আ + ন্ + অ + ন্ + দ্ + অ।
চারিদিক—চ্ + আ + র্ + ই + দ্ + ই + ক্।
বর্ষা-ব্ + র্ + ষ্ + আ।
মিলেমিশে–ন্ + ই + ল্ +এ+ ম্ + ই + শ + এ।
৯ অর্থ লেখো ঃ দেহ, গভীর, দমকা, আচমকা, দুর্ভাবনা।
দেহ—শরীর। গভীর—নিবিড়, ঘন। দমকা—হঠাৎ। আচমকা – হঠাৎ চমকে দিয়ে। দুর্ভাবনা—খারাপ চিন্তা।
১০. এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো :
১০.১ নেই একা থাকতে একা।
উঃ। একা একা থাকতে নেই।
১০.২ একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে।
উঃ। ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ।
১০.৩ হাওয়া খুশির মনে তাদের সবসময়।
উঃ। তাদের মনে সবসময় খুশির হাওয়া।
১০.৪ চলে বনে গেল গভীর কয়েকজন।
উঃ। কয়েকজন গভীর বনে চলে গেল।
১০.৫ একসঙ্গে বাড়ে থাকলে শক্তি।
উঃ। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে।
১১. গল্পের ঘটনাগুলি সাজিয়ে লেখো :
১. তারা বলল, সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ।
২. বনের পরিদের বাড়ি বেঁচে গেল।
৩. হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো।
৪. একদল পরি......একদিন তারা সবাই মিলে ঠিক করল, তারা বাড়ি তৈরি করবে।
৫. দুজন পরি বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, এখানেই বাড়ি তৈরি করব।
উঃ। ১. একদল পরি....একদিন তারা সবাই মিলে ঠিক করল, তারা বাড়ি তৈরি করবে।
২. দুজন পরি বলল, গভীর বনে যেতে যাব কেন? এই তো বেশ ফাঁকা ফাঁকা মাঠ রয়েছে, ওখানেই বাড়ি তৈরি করব।
৩. হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো।
৪. বনের পরিদের বাড়ি বেঁচে গেল।
৫. তারা বলল, সবার উচিত ঘন বনভূমির মতো একসঙ্গে মিলেমিশে থাকা, একা একা থাকলেই বিপদ।
১২. লক্ষ করো, এক শব্দের দুবার প্রয়োগ কীভাবে অনেক বোঝাচ্ছে। এইরকম জোড়া শব্দের অর্থ তুমি লেখোঃ
(একটা করে দেওয়া হলো)
উঃ। ডালে ডালে—অনেকগুলি ডালে। বড়ো বড়ো—অনেকগুলি বড়ো। ফাঁকা ফাঁকা—অনেক ফাঁকা জায়গা।
১৩. সংক্ষেপে উত্তর দাও :
১৩.১ পরিরা কোথায় থাকত?
উঃ। পরিরা খোলা আকাশের নীচে গাছের ডালে ডালে থাকত ।
১৩. ২ তাদের কী কারণে কষ্ট হতো?
উঃ। তাদের দেহ রোদে পুড়ে যেত, বর্ষায় ভিজে যেত, শীতকালে কাঁপতে থাকত বলে তাদের খুব কষ্ট হতো।
১৩.৩ কষ্ট থেকে রেহাই পেতে তারা কী ভাবল ?
উঃ। এই কষ্ট থেকে রেহাই পেতে তারা ঠিক করল যে তারা বাড়ি তৈরি করবে।
.
১৩.৪ পরিরা কোথায় যেতে চাইল। উঃ। পরিরা গভীর জঙ্গলে বাড়ি করে চলে যেতে চাইল।
১৩.৫ দুজন পরি কী বলল ?
উঃ। দুজন পরি বলল তারা গভীর বনে যাবে না। তারা মাঠে যেখানে বেশ ফাঁকা ফাঁকা গাছ আছে সেখানে তারা বাড়ি তৈরি করবে।
১৩.৬ পরিরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করেছিল?
উঃ। একদল পরি গভীর জঙ্গলে গাছের গুঁড়ি থেকে অল্প উপরে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি করেছিল এবং দুজন পরি ফাঁকা মাঠে গাছের উপর পাশাপাশি বাড়ি তৈরি করেছিল।
১৩.৭ সেখানে তাদের কীভাবে দিন কাটছিল ?
উঃ। সেখানে তাদের খুব আনন্দে, সুখে দিন কাটছিল।
১৩.৮ 'সব দিন সমান যায় না' বলতে কী বোঝানো হয়েছে?
উঃ। কথাটি দ্বারা বোঝানো হয়েছে, আনন্দের দিন সব সময় থাকে না। আবার দুঃখের দিনও সব সময় থাকে না । মাঝে-মাঝে দুঃখও এসে উপস্থিত হয়। দুঃখ কষ্ট নিয়ে সারা জীবন কেটে যায়।
১৩.৯ বর্ষার রাতে কী ঘটল ?
উঃ। বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া দিয়ে পাহাড়ি ঝড় শুরু হলো। সেই হাওয়ায় মাঠে তৈরি পরিদের ঘরবাড়ি গাছ- পলা ভেঙে গেল।
১৩.১০ ‘ঘন বন' আর 'মাঠ'—এই দুই জায়গায় থাকা পরিদের কী দশা হলো ?
উঃ। ঘন বনে থাকা পরিদের বাড়ি বেঁচে ঝড়ের হাত থেকে গেল। মাঠে থাকা পরিদের বাড়ি ঘর ভেঙে গেল।
১৩:১১ শেষে ঘন বনের পরিরা কী বলল ?
উঃ। শেষে ঘন বনের পরিরা বলল যে সবার সকলে একসাথে বনের মধ্যে থাকা ভালো। একা একা থাকায় বিপদ থাকে। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। বিপদের সম্ভাবনা কম হয়।।
হাতে কলমের বাইরে অতিরিক্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
প্রশ্ন:-হাওয়ার দাপটে গাছপালা কেমন হতে থাকল?
উঃ । হাওয়ার দাপটে গাছপালা কাঁপতে লাগল।
প্রশ্ন:-কোথায় একসঙ্গে অনেক গাছ আছে?
উঃ । জঙ্গলে একসঙ্গে অনেক গাছ আছে।
প্রশ্ন:-শীতকালে পরিদের কী অসুবিধে হত।
উঃ। শীতকালের হিমেল বাতাসে তাদের দেহ ঠান্ডায় কাঁপত।
প্রশ্ন:-কয়েকজন পরি গভীর বনে যেতে চাইল কেন?
উঃ। সেখানে বড়ো বড়ো গাছ ছিল। সেখানে বাড়ি করলে কোনো চিন্তা থাকবে না।
প্রশ্ন:-দুজন পরি কোতায় বাড়ি তৈরি করল ?
উঃ। দুজন পরি চারিদিক ফাঁকা, গভীর বনের মতো নয় এমন একটি মাঠে পাশাপাশি গাছে বাড়ি তৈরি করল।
প্রশ্ন:-প্রবল ঝড়বৃষ্টি সত্ত্বেও কীভাবে বনের পরিদের বাড়ি বেঁচে গেল ?
উঃ। ঘন বানের মধ্যে একসঙ্গে অনেক গাছ থাকায় এবং ফাঁকা জায়গা কম থাকায় ঝড় ঝাপটা সেখানে তেমন সুবিধা করতে পারল না এবং বনের পরিদের বাড়ি বেঁচে গেল।
প্রশ্ন:-জাপানে ঝড়ে কী ক্ষতি হল?
উঃ । জঙ্গলে ঝড়ে গাছের কয়েকটি ডাল শুধু ভেঙে পড়ল।
প্রশ্ন:-ঝড়ে কাদের বাড়ি রক্ষা পেল?
উঃ। ঝড়ে বনের পরিদের বাড়ি রক্ষা পেল।
প্রশ্ন:-একসঙ্গে থাকার সুবিধা কী?
উঃ। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে।
প্রশ্ন:-পারিদের কী কী কষ্ট ছিল?
উঃ। পরিদের দলটি খোলা আকাশের নীচে গাছের ডালে ডালে থাকত, তাদের দেহ পুড়ে যেত, বৃষ্টিতে ভিজে যেত। শীতকালের হিমেল বাতাসে তাদের দেহ কাঁপত। এইভাবে তারা বড়ো কষ্ট পেত।
প্রশ্ন:-সমার্থক শব্দ : দেহ, বৃষ্টি , বা্রি ,ঝড়
উত্তর-
দেহ - শরীর
বৃষ্টি—বর্ষা, বারি-ধারা, বরিষণ।
ঝড়-ঝটিকা, প্রভঞ্জন।
বাড়ি—আলয়, নিবাস।