তৃতীয় শ্রেণি বাংলা নিজের হাতে নিজের কাজ হাতে কলমে অনুশীলন প্রশ্ন উত্তর/ Nijer Hate Nijer kaj for class 3 banla wbbse
তৃতীয় শ্রেণী বাংলা
বাস্তব ঘটনা : নিজের হাতে নিজের কাজ
নামকরণের সার্থকতা-
উত্তর- এটি একটি বাস্তব ঘটনা। সেই অর্থে কোনো লেখক নেই। শহরের একজন ডাক্তার,
নিজের কাজ নিজের হাতে করার প্রতিজ্ঞা করেন। যেহেতু তিনি ডাক্তার তাই নিজের হাতে নিজের কাজ করার লজ্জা পান। তাই তিনি স্টেশনে নেমে কুলি খোঁজ করেন এবং কুলি কুলি বলে চিৎকার করতে থাকেন। একজন এসে তার ব্যাগটি নিজের মাথায় নিয়ে ডাক্তারবাবুর পালকিতে তুলে দেন।বিদ্যাসাগর পরিচয় গোপন রেখে তার ব্যাগটি বয়ে নিয়ে গিয়েছেন। পরে ডাক্তারটি জানতে পেরে লজ্জিত হন। প্রতিজ্ঞা করেন তাই গল্পটির 'নিজের হাতে নিজের কাজ' নামকরণ সার্থক।
সারাংশ : কারমাটার একটি ছোট্ট রেলস্টেশন। এক বাঙালি ডাক্তারবাবু একটি ব্যাগ হাতে নেমে
ডাক্তারবাবু পয়সা দিতে গেলে সে বলে যেহেতু ডাক্তারবাবু ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন তাই সে সাহায্য করেছে মাত্র এবং নিজের পরিচয় দিয়ে বলে তার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। নামটি শুনে ডাক্তারবাবু।চমকে ওঠেন ও লজ্জিত হন এবং প্রতিজ্ঞা করেন যে, তিনি কখনও নিজের কাজ নিজের হাতে করতে লজ্জাবোধ করবে
শব্দার্থ ঃ স্টেশন—ট্রেন থামবার স্থান।
কুলি—যারা মালপত্র বয়।
পালকি—আগেকার দিনে মানুষ বহনে ব্যবহৃত হতো কাঠের ডান্ডা লাগানো ছোট কাঠামো। পারিশ্রমিক—পরিশ্রম করে প্রাপ্ত অর্থ। লজ্জিত-লজ্জা পেয়েছে এমন ব্যক্তি।
সঙ্কুচিত—লজ্জাবোধ করা,
অপেক্ষারত—যিনি অপেক্ষা করছেন।
উদ্যত—প্রবৃত্ত, উন্মুখ।
পারিশ্রমিক—মজুরি।
উদার—মহৎ, করুণা
প্রতিজ্ঞা—শপথ।
সাহায্য-সহায়তা।
ক্ষমা – মার্জনা।
হাতে-কলমে প্রশ্নের উত্তর
১. সংক্ষেপে উত্তর দাও :
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১.১ একজন ডাক্তারবাবু কীভাবে সমাজের সেবা করে থাকেন ?
উঃ। একজন ডাক্তারবাবু রোগী দেখে রোগ নির্ণয় করেন এবং তাদের ওষুধ দিয়ে রোগ সারিয়ে সমাজের সেবা করে থাকেন। এছাড়াও সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে দান করেন।
১.২ কোথায় কোথায় কুলিদের কাজ করতে দেখা যায় ?
উঃ। কুলিদের সাধারণত রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে, বাজার-হাটে এবং বড়ো বড়ো বাসস্ট্যান্ডে কাজ করতে দেখা যায়।
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ বাঙালি ডাক্তারবাবু কোন্ স্টেশনে নামলেন ?
উঃ। বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন।
২.২ গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি কীভাবে বয়ে নিয়ে গেলেন ?
উঃ। গল্পে কুলিটি ডাক্তারবাবুর ব্যাগটি মাথায় করে বয়ে নিয়ে গেলেন।
২.৩ ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি কোথায় তুলে দিলেন?
উঃ। ডাক্তারবাবুর ব্যাগটি নিয়ে কুলিটি পালকিতে তুলে দিলেন।
২.৪ কুলিটি তাঁর নিজের নাম কী বলেছিলেন?
উঃ। কুলিটি তাঁর নিজের নাম বলেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা।
৩. শূন্যস্থানে বর্ণঝুড়ি থেকে ঠিক বর্ণটি নিয়ে শব্দ তৈরি করো। (শ্র, কু, ক্ষা, ক্তা, জ্জি, স্ম)
ডা-ব। স—ন। অপে-। পারি—মিক। ল-ত। স-চিত।
উঃ। ডা ক্তার। স ম্মা ন। অপেক্ষা, পারি শ্রমিক। লজ্জিত। সঙ্কুচিত।
৪. নীচের বাঁদিকের কথাগুলির মধ্যে যেটা ঠিক তার পাশে (√) চিহ্ন আর যেটা ভুল তার পাশে (x) চিহ্ন দাও
উঃ। ৪.১ ট্রেন থেকে এক ডাক্তারবাবু নামলেন। (√)
৪.২ ডাক্তারবাবুর হাতে ছিল একটি ওষুধের বাক্স। (x)
৪.৩ কুলি-কুলি বলে চিৎকার করতে ডাক্তারবাবু লজ্জাবোধ হয়। (x)
৪.৪ গল্পের কুলিটি সম্মানে ডাক্তারবাবুর চেয়ে অনেক বড়ো ছিলেন। (√)
৫. বর্ণগুলিকে জুড়ে শব্দ তৈরি করো :
শ + ই + ক্ + য + আ
উঃ। শিক্ষা।
ভ্ + আ + ক্ + ত্ + আ + র্ + ব্ + আ + ব্ + উ
উঃ। ডাক্তারবাবু।
অ+প্+এ+ ক্ + ষ্ + আ
উত্তর- অপেক্ষা
ব্ + ষ্ + আ + গ্
উত্তর- ব্যাগ
৬. বর্ণ বিশ্লেষণ করো :
উঃ। কারমাটার-ক্ + আ + ব্ + ম্ + আ + ট্ + আ + র।
পারিশ্রমিক—প্ + আ + র্ + ই + শ্ + র্ + অ + ম্ + ই +
ঈশ্বরচন্দ্র—ঈ + শ্ + ব্ + ব্ + চ্ + ন্ + দ্ + র্ + অ।
স্টেশন—স্ + ' + এ' + ' + অ + ন্।
ক্।
ক্ষমা- ক্ + ষ্ + ম্ + আ
৭. একই অর্থের শব্দ লেখো:
উপস্থিত – হাজির।
ক্ষুদ্র— ছোটো।
মর্যাদা-সম্মান।
কুণ্ঠিত— সঙ্কুচিত, লজ্জিত।
থলে – ব্যাগ।
৮. বিপরীতার্থক শব্দ লেখো :
সম্মান—অসম্মান।
লজ্জা- লজ্জাহীন (নির্লজ্জ)।
শিক্ষা—অশিক্ষা।
উচিত—অনুচিত।
সঙ্কুচিত—প্রসারিত।
৯. বাক্য বাড়াও :
৯.১ কুলি হাজির (কোথায়?)
উঃ। বাবু ডাকার সাথে সাথে স্টেশনে কুলি হাজির।
৯.২ ডাক্তারবারু চমকে উঠলেন (কেন ?)
উঃ। কুলিটি ছিল সম্মানীয় ব্যক্তি তাই ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন।
৯.৩ তিনি প্রতিজ্ঞা করলেন (কী প্রতিজ্ঞা ?)
উঃ। তিনি প্রতিজ্ঞা করলেন আর কখনও নিজের কাজ নিজে হাতে করতে কুণ্ঠিত হবেন না।
৯.৪ ট্রেন এসে দাঁড়াল (কোথায়?)
উঃ। কারমাটার স্টেশনে একটি ট্রেন এসে দাঁড়াল।
১০. গল্পের ঘটনাক্রম সাজিয়ে লেখো :
১। ডাক্তারবাবু তাঁর ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন।
২। ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো।
৩। কুলি বলল, “পয়সা লাগবে না’।
৪। ডাক্তারবাবুর ডাকে কুলে এসে হাজির হলো। ৫। একটি ট্রেন এসে দাঁড়াল।
উঃ। ১। একটি ট্রেন এসে দাঁড়াল [৫] ।
২। ডাক্তারবাবু তাঁর ব্যাগ বইতে লজ্জা পাচ্ছিলেন [১] ।
৩। ডাক্তারবাবুর ডাকে কুলি এসে হাজির হলো [৪]।
৪। কুলি বলল, ‘পয়সা লাগবে না” [৩]।
৫। ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো [২] ।
১১ নিজের ভাষায় উত্তর দাও :
১১.১ কার নিজের হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল?
উঃ। বাঙালি ডাক্তারবাবুর নিজে হাতে ব্যাগ বইতে লজ্জাবোধ হয়েছিল।
১১.২ ব্যাগ বইতে তাঁর লজ্জা হওয়ার কারণ কী ?
উঃ। তিনি একজন ডাক্তার, সম্মানীয় মানুষ, তাই তিনি হাতে করে ব্যাগ বইতে লজ্জা পেতেন।
১১.৩ ডাক্তারবাবু কেন কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন?
উঃ। কুলিরা কাজের বিনিময়ে পয়সা নেয়। কুলিটি তার ব্যাগটি বয়ে এনেছিল, তাই তিনি পারিশ্রমিক হিসাবে কুলিকে পয়সা দিতে গিয়েছিলেন।
১১.৪ ডাক্তারবাবুর দিতে চাওয়া পয়সা কুলিটি নিলেন না কেন?-
উঃ। কারণ, তুমি কুলি ছিলেন না । তিনি ছিলেন একজন দামী মানুষ। ডাক্তারবাবুকে বিপদে পড়ায় তিনি কেবলমাত্র তাঁকে সাহায্য করেছেন।
১২. তোমার জানা একটি রেলস্টেশনের নাম :
উঃ। আমার জানা একটি রেলস্টেশনের নাম হলো কামারহাটি ।
১৩. গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা যে নামে চিনি তা হলো :
উঃ। গল্পের ঈশ্বরচন্দ্র শর্মাকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে চিনি।
অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
: অতিরিক্ত প্রশ্নোত্তর
প্রশ্ন -ডাক্তার বাবু কেমন মনের মানুষ ছিলেন?
উত্তর- উদার
প্রশ্ন. 'নিজের হাতে নিজের কাজ' গল্পে কোন স্টেশনের ঘটনা উল্লেখ করা হয়েছে।
উঃ। কারমাটার রেলস্টেশনের।
প্রশ্ন. কামাটার রেল স্টেশনের কুলির আসল নাম কী?
উঃ। ঈশ্বরচন্দ্র শর্মা
প্রশ্ন.ডাক্তারবাবু স্টেশনে কীসের খোঁজ করতে লাগলেন।
উঃ। ডাক্তারবাবু স্টেশনে কুলির খোঁজ করতে লাগলেন।
প্রশ্ন.স্টেশনের বাইরে ডাক্তারবাবুর জন্য কী অপেক্ষা করছিল ?
উঃ। স্টেশনের বাইরে ডাক্তারবাবুর জন্য পালকি অপেক্ষা করছিল।
প্রশ্ন.-ডাক্তারবাবু কেমন মনোভাবের মানুষ ছিলেন?
উঃ। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ ছিলেন।
প্রশ্ন.ডাক্তারাবু কুলিকে কেন পয়সা দিতে গিয়েছিলেন ?
উঃ। ডাক্তারবাবু কুলিকে তার ব্যাগ বয়ে নিয়ে যাওয়ার জন্য পারিশ্রমিক হিসেবে পয়সা দিতে গিয়েছিলেন।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর :
'প্রশ্ন.কুলি-কুলি' বলে কে চিৎকার শুরু করেন?
উঃ। বাঙালি ডাক্তারবাবুটি 'কুলি-কুলি' বলে চিৎকার শুরু করেন।
প্রশ্ন.-'পয়সা লাগবে না'—কথাটি কে কাকে বলেছেন?
উঃ । কথাটি কুলি ওরফে ঈশ্বরচন্দ্র শর্মা বলেছেন। কথাটি তিনি বাঙালি ডাক্তারবাবুকে বলেছেন।
প্রশ্ন.-রেল স্টেশনে কুলিটি কেন পয়সা নিতে চায়নি ?
উঃ । কুলিটি ডাক্তারবাবুকে বলেন যে তিনি ব্যাগটি নিয়ে বিপদে পড়েছিলেন, তাই তাকে সে শুধুমাত্র সাহায্য করেছিল। এর জন্য পয়সা দেওয়ার দরকার নেই।
.
প্রশ্ন.-ডাক্তারবাবু চমকে উঠলেন কেন ?
উঃ । ডাক্তারবাবু কুলিটির নাম শুনে চমকে উঠলেন। কারণ, কুলিটি তার নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। এই নাম স্বয়ং বিদ্যাসাগরের।
প্রশ্ন.- আমাকে ক্ষমা করবেন। আপনাকে চিনতে পারিনি। – কে এই কথা বলেছেন? তিনি কাকে চিনতে পারেননি ?
উঃ। বাঙালি ডাক্তারবাবু এই কথা বলেছেন। তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে চিনতে পারেননি।
প্রশ্ন.- ডাক্তারবাবু কী প্রতিজ্ঞা করলেন?
উঃ। ডাক্তারবাবু প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কোনোদিন নিজের কাজ নিজের হাতে করতে সঙ্কুচিত হবেন না।
প্রশ্ন.-ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো—ডাক্তারবাবুর সেদিন কী শিক্ষা হয়েছিল ? এর জন্য তিনি কী প্রতিজ্ঞা করেছিলেন ?
উঃ। এক বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নেমে নিজের ছোটো ব্যাগটি বইবার জন্য কুলি কুলি বলে চিৎকার শুরু করলেন। সঙ্গে সঙ্গেই এক কুলি এসে হাজির হলো এবং ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে
দাঁড়িয়ে থাকা পালকিতে তুলে দিল।
পারিশ্রমিক হিসেবে ডাক্তারবাবু তাকে পয়সা দিতে গেলে সে তা নিতে অস্বীকার করে বললো যে, ডাক্তারবাবু ব্যাগ নিয়ে বিপদে পড়ায় সে একটু সাহায্য করেছে মাত্র। আর নিজের নাম বলল ঈশ্বরচন্দ্র শর্মা। নাম শুনে ডাক্তারবাবু চমকে উঠলেন কারণ নামটি স্বয়ং বিদ্যাসাগরের। বিদ্যাসাগরের মতো মহান মানুষ যদি অন্যের ব্যাগ বইতে পারে তবে তিনি কেন পারবেন না। এই ভেবে তিনি লজ্জিত হলেন ও শিক্ষা পেলেন এবং প্রতিজ্ঞা করলেন যে আর কখনও তিনি নিজের কাজ নিজে হাতে করতে সঙ্কুচিত বোধ করবেন না।
»» পাঠ্যাংশের ব্যাকরণ ও নির্মিতি বিষয়ক প্রশ্নোত্তর
১। বাক্যরচনা করো :
ট্রেন—আমাদের বাড়ির সামনে দিয়ে ট্রেন চলে।।
ডাক্তারবাবু – আমাদের বাড়িতে ডাক্তারবাবু আসেন ৷
ব্যাগ— ব্যাগে করে বই নিয়ে আমি স্কুলে যাই ।
কুলি— হাটে বাজারে অনেক কুলি দেখা যায়।
পালকি — রাজা পালকি চড়ে শিকারে গেছেন।
।
