ডাকঘর নাটকে অমলকে কবিরাজ করেছিলেন কেন? ডাকঘর || দ্বাদশ শ্রেণী - school book solver

Monday, 17 November 2025

ডাকঘর নাটকে অমলকে কবিরাজ করেছিলেন কেন? ডাকঘর || দ্বাদশ শ্রেণী

 


প্রশ্ন :  'ডাকঘর' নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কেন? 

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অমলগুপ্তকে পোষ্যপুত্ররূপে গ্রহণ করেছেন সন্তানহীন দম্পতি মাধবদত্ত ও তাঁর স্ত্রী। অমল ছোটো থেকেই রোগাক্রান্ত। রোগমুক্তির আশায় কবিরাজকে দেখালে, কবিরাজ আন্দাজ করতে পারেন শিশুটির আয়ু কম। একইসঙ্গে কবিরাজমশাই এও বলেন অমলকে বাঁচাতে হলে কঠিন অনুশাসনের মধ্য দিয়ে চলতে হবে। বিখ্যাত আয়ুর্বেদজ্ঞ মহর্ষি চ্যবন, চক্রধরদত্ত প্রমুখের নাম উল্লেখ করে অমলকে বাইরে বের করলে কী কী হতে পারে সে সম্পর্কে মাধবদত্তকে জানিয়েছেন কবিরাজ। অমলকে খুব সাবধানে রাখতে হবে, কোনোভাবেই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না। শরৎকালের রৌদ্র আর বায়ু দুটোই গায়ে লাগতে দেওয়া যাবে না। এইসব নিয়ম মেনে চলা কষ্টকর হলেও তাকে মেনে চলতে হবে, কারণ যে জিনিস মেনে চলা যত কষ্টকর, সে জিনিসের ফল হয় আরামদায়ক বা শুভ। রোগীর গায়ে কোনোভাবেই যেন বাইরের হাওয়া না লাগে। বাইরে বের হলে এগুলির সংস্পর্শ ত্যাগ করা যাবে না এবং রোগ বৃদ্ধি পাবে। এজন্য বেরোতে নিষেধ করেছিলেন কবিরাজ মশাই।