' দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি'"- এখানে কাকে ওষুধ বলা হয়েছে ? তাকে ওষুধের সঙ্গে তুলনা করার কারণ কি ? বলে তোমার মনে হয়। কোনি গল্প || দশম শ্রেণী - school book solver

Sunday, 31 August 2025

' দাঁড়া, তোর ওষুধ আমি পেয়েছি'"- এখানে কাকে ওষুধ বলা হয়েছে ? তাকে ওষুধের সঙ্গে তুলনা করার কারণ কি ? বলে তোমার মনে হয়। কোনি গল্প || দশম শ্রেণী

 


প্রশ্ন :;"দাঁড়া তোর ওষুধ আমি পেয়েছি'- -এখানে কাকে ওষুধ বলা হয়েছে। তাকে ওষুধের সঙ্গে তুলনা করার কারণ কী বলে তোমার মনে হয়।

উত্তর- সাহিত্যিক মতি নন্দীর 'কোনি' উপন্যাসের উপন্যাসের ক্ষিতীশ বালিগঞ্জ ক্লাবের সাঁতার হিয়া মিথ্যে প্রতি কোনির ব্রিটিশ না এবং ক্ষোভকেই ওষুধ বলে উল্লেখ করেছেন।
॥ কোনিকে হিয়ার ওষুধের সঙ্গে তুলনা করার কারণ-
(১) প্রশিক্ষণহীন কোনির ব্যর্থতা পরিত্র পরিবারের সাধারণ মেয়ে কোনি তার দাদাকে কথা দিয়েছিল যে, রবীন্দ্র সরোবরের প্রতিযোগির সে মেয়েদের মধ্যে  প্রথম হবে। কিন্তু সাঁতারের কোনো প্রথাগত প্রশিক্ষণ না থাকায় তার দাদাকে দেওয়া কথা সে রাখতে পারেনি। বালিগঞ্জ ক্লাবে নিয়মিত নেওয়া, ধনী ও অভিজাত পরিবারের মেয়ে হিয়া মিত্র প্রতিযোগিতায় প্রথম হয়।
(২) কোনির বিতৃয়া ও প্রতিশোধস্পৃহা কোনির ছোটোবেলা থেকেই এই ধারণা বদ্ধমূল ছিল ‘বড়োলোকরা গরিবদের ঘেন্না করে। তাই হিয়ার কাছে পরাজয় কোনি মেনে নিতে পারেনি। হিয়ার প্রতি তার এই বিস্তৃয়া ও প্রতিশোধের জলন্ত অগ্নিকে কাজে লাগিয়েছিলেন ক্ষিতীশ। প্রবল পরিশ্রমে ক্লান্ত ও অনিচ্ছুক কেনির কাছে হিয়া মিত্রের নাম বললেই ম্যাজিকের মতো কাজ হত। তখন সাঁতারের জন্য। তার অধ্যবসায় ও আত্মনিবেদনে কোনো ত্রুটি দেখা যেত না